গরফার একটি দোকান থেকে কয়েক হাজার টাকার সোনার গয়না চুরির অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে বিবেকানন্দ সরণিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোকান-মালিক ননীগোপাল কর্মকার রাত আটটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন। শুক্রবার সকালে তিনি দোকান খুলতে এসে দেখেন, অ্যাসবেস্টসের ছাদ ভাঙা এবং বেশ কিছু গয়না উধাও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
পশ্চিম বন্দর এলাকা থেকে উদ্ধার হওয়া খুলি এবং অন্যান্য হাড়গোড় কার, তা জানতে ডিএনএ পরীক্ষা করানো হবে। কলকাতা ডক লেবার বোর্ডের আবাসনের বাসিন্দা পাঁচ বছরের রাজ হোসেন গত ৫ জানুয়ারি থেকে নিখোঁজ। তার পরিবারের দাবি, উদ্ধার হওয়া খুলি ও হাড়গোড় রাজেরই।
|
খেলতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্র। শিবনাথ টুডু নামে ওই কিশোর বিমানবন্দরের আবাসনে থাকে। শুক্রবার সকাল থেকে খোঁজ না-মেলায় তার বাবা এয়ারপোর্ট থানায় নিখোঁজ-ডায়েরি করেন। |