লগ্নিকারী ও ব্রোকার সংস্থাগুলিকে সুবিধা দিতে একগুচ্ছু পরিকল্পনা ঘোষণা করল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। নতুন লগ্নিকারীরা যাতে আরও বেশি করে শেয়ার বাজারে পা রাখেন, সে জন্য রাজীব গাঁধী ইক্যুইটি সেভিংস স্কিমের অন্তর্ভুক্ত প্রকল্প বাজারে আনার মেয়াদ ১৫ থেকে বাড়িয়ে ৩০ দিন করার কথা জানিয়েছে তারা। শেয়ার বাজারের বিভিন্ন ক্ষেত্রে (শেয়ার, ডেরিভেটিভ, মুদ্রা) লেনদেনের জন্য ব্রোকারদের আর আলাদা করে নাম নথিভুক্তি করতে হবে না। এক বার মাত্র রেজিস্ট্রেশন করেই এই সব ক্ষেত্রে কেনা-বেচা করা যাবে। শুক্রবারই অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন সেবি কর্তারা।
|
বিভিন্ন আর্থিক সংস্থার উপর নজরদারি চালাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য চুক্তি করল দেশের চার নিয়ন্ত্রক সংস্থা। এরা হল রিজার্ভ ব্যাঙ্ক, শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি, বিমা নিয়ন্ত্রক আইআরডিএ ও পেনশন ক্ষেত্র নিয়ন্ত্রক পিএফআরডিএ। বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন শিল্প সংস্থার ব্যাঙ্ক চালুর ক্ষেত্রে নজরদারি মসৃণ করতেই এই পদক্ষেপ।
|
ভারতে সংস্থার নিজস্ব ওয়েবসাইট বন্ধ করল মোটোরোলা মোবিলিটি। সেই সঙ্গে ১৩টি দেশে ১,২০০ কর্মী ছাঁটাইয়ের কথাও জানাল তারা। যার মধ্যে রয়েছেন ভারত ও চিনের কর্মীরা। উল্লেখ্য, ২০১২-র মে মাসে এই সংস্থাকে হাতে নেয় গুগ্ল। গত বছরও ৪,০০০ কর্মী ছাঁটাই হন এই সংস্থায়। বিশেষজ্ঞদের মতে, অন্যান্য স্মার্ট ফোন নির্মাতাদের সঙ্গে পাল্লা দিতে না পেরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে মোটোরোলা। তাই তা হাতে নেওয়ার পর সংস্থাটি ঢেলে সাজতে উদ্যোগী হয়েছে গুগ্ল।
|
রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্সের (আরসিএফ) ১২.৫% শেয়ার বিক্রি করে শুক্রবার ৩১০ কোটি টাকা ঘরে তুলল কেন্দ্র। এর ফলে ওই সংস্থায় কেন্দ্রের মালিকানা কমে দাঁড়াল ৮০ শতাংশ।
|
ডাক্তার দেবাশিস ভট্টাচার্য অল ইন্ডিয়া অপ্থ্যালমোলজিক্যাল সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। |