হাল ছাড়ল পরিবার
সংবাদসংস্থা • লন্ডন |
সত্য জানতে লাগবে হাজার হাজার পাউন্ড। আর তাই গত বছর ডিসেম্বরে আত্মঘাতী ব্রিটেনের নার্স জেসিন্থার পরিবার হাল ছেড়ে দিয়েছেন। কেন আত্মহত্যার পথ বেছে নিতে হল তাঁকে তা আর তাঁরা জানতে চাইছেন না। রাজ পরিবারের সঙ্গে আইনি লড়াইয়ের পথে যেতে তাঁদের যা খরচ হচ্ছে তাতে জেসিন্থার পরিবার আর সত্য জানতে চাইছেন না। তবে পরিবারের লোকেদের মনে রয়েছে এখনও সে দিনের স্মৃতি। ব্রিটেনের রাজবধূ কেট মিডলটনকে কেন হাসপাতালে রাখা হয়েছে তা জানার জন্য অস্ট্রেলিয়ার দু’জন রেডিও জকি ভুয়ো ফোন করেছিলেন। ব্রিটেনের কিং এডওয়ার্ড হাসপাতালের ভারতীয় বংশোদ্ভূত নার্স জেসিন্থা ফোন তুলতেই নিজেদের রাজ পরিবারের সদস্য বলে দাবি করেছিলেন ওই দু’জন জকি। জেসিন্থা ফোনটিকে পাঠিয়ে দিয়েছিলেন কেটের কেবিনে। এটাই কি ছিল তাঁর দোষ? এর জন্যই কি তাঁকে পৃথিবী ছাড়তে হল?
|
সংরক্ষণ হবে চাভেসের দেহ
সংবাদসংস্থা • কারাকাস |
লেনিন, মাও জে দং, হো চি মিনের মতো ভেনেজুয়েলার সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট উগো চাভেসের দেহ সংরক্ষণ করে রাখা হবে প্রেসিডেন্ট ভবন থেকে সামান্য দূরে সেনা সংগ্রহশালায়। এ কথা আজ জানান ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সেই ঘোষণায় খুশি প্রয়াত রাষ্ট্রনেতার সমর্থক-অনুগামীরা। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার মাত্র ৫৮ বছর বয়সে মারা যান চাভেস। ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, গত বুধবার থেকে ভেনেজুয়েলার সেনা অ্যাকাডেমিতে শায়িত আছে চাভেসের দেহ। আগামী ৩০ দিনের মধ্যেই বিরোধী নেতাকে জানিয়ে নিবার্চনের প্রস্তুতি শুরু হবে। গত নিবার্চনে ক্যাপ্রিওলেসকে হারিয়ে চাভেস প্রেসিডেন্ট হয়েছিলেন।
|
মুশারফের সঙ্গী
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
চার বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে অবশেষে নিজের দেশে ফিরতে চলেছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। গত ১ মার্চ পাকিস্তানে ফেরার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন তিনি। তবে ঠিক কবে ফিরছেন তা এখনও অজানাই। যদিও মুশারফের প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দুবাই থেকে পাকিস্তান ফেরার পথে মুশারফের যাত্রাসঙ্গী যাঁরা হতে চান তাঁরা অনায়াসেই অনলাইনে টিকিট কাটতে পারেন। টিকিটের মূল্য মাত্র ২৫০০ ডলার। সঙ্গে দুবাইয়ের রেস্তোরাঁয় রাতের খাবার ও মুশারফের সঙ্গে ছবি তোলার অনবদ্য সুযোগ একদম বিনামূল্যে, এমনটাই জানিয়েছেন মার্কিন বংশোদ্ভূত ‘অল পার্টি মুসলিম লিগ’-এর কিছু সমর্থক। |