স্কুলের সামনে সুতলির গোলা নিয়ে ফের বোমাতঙ্ক ছড়াল কালনার বুলবুলিতলায়। শুক্রবার কালনা ১ নম্বর ব্লকের বুলবুলিতলা শিশুনিকেতন স্কুলের সামনে ঘটনাটি ঘটে।এ দিন সকালে স্কুলের সামনে বালির উপরে ওই গোলাটি দেখেন স্কুলের কর্মীরা। তারা সেটি বোমা ভেবে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। স্কুলের কোষাধ্যক্ষ শেখ নুরুল ইসলাম বলেন, “পরিকল্পিত ভাবেই এই কাজ করা হয়েছে বলে আমাদের ধারণা। জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশকে জানানো হয়েছে।” সম্প্রতি এই স্কুলের দু’টি বাস রাতের অন্ধকারে কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি পুড়িয়ে দেয়। স্কুলের করণিককে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে জানিয়ে দেয় স্কুলের ভেতর বোমা রাখা আছে। শুক্রবারে ঘটনায় অবশ্য পুলিশ এখনও অন্ধকারে। মহকুমা পুলিশের এক কর্তা বলেন, “বিষয়টি নিয়ে আমরা চিন্তিত। তদন্ত শুরু হয়েছে।”
|
নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হল কালনা ২ নম্বর ব্লকের পিণ্ডিরা পঞ্চায়েত এলাকায়। উদ্বোধন করেন কালনা ২ নম্বর ব্লকের যুগ্ম উন্নয়ন আধিকারিক স্বাতী দত্ত মুখোপাধ্যায়। এ ছাড়াও পঞ্চায়েতের তরফে এ দিন বিভিন্ন ক্লাবের মধ্যে ক্রীড়া সরঞ্জাম বিলি ও শিল্পীদের সচিত্র পরিচয়পত্র বিলি করা হয়। ক্রিকেটের সরঞ্জাম দেওয়া হয় ২৫টি ক্লাবকে। ফুটবল বিলি করা হয় ১৫টি ক্লাবকে ও ভলিবল দেওয়া হয় ৭টি ক্লাবকে। এলাকার ২১০ শিল্পীকে সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়া হয়। হাজির ছিলেন পঞ্চায়েত প্রধান নীলিমা কপ্তী, কালনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা দেবু টুডু, কালনা ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি প্রণব রায়।
|
এক মহিলা-সহ তিন জনকে চুরির অভিযোগে গ্রেফতার করল বর্ধমান পুলিশ। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, ধৃতেরা প্রত্যেকেই খড়্গপুরের বাসিন্দা। তারা একটি দলে এসে বর্ধমানের দেওয়ানদিঘিতে তাঁবু খাটান। তবে পুলিশ সেখানে হানা দিয়ে দলের বাকি সদস্যদের পাননি। বাকিরা পলাতক। পুলিশ জানায়, এই দলটি পর পর দুই গৃহবধূর কাছ থেকে প্রচুর টাকা লুঠ করেছে। এদের কাছ থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এই তিনজনকে আদালত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পলাতকদের কাছ থেকে বাকি টাকা উদ্ধারের জন্য অন্য অভিযুক্তদের খোঁজে জেলার গ্রামীণ এলাকার সমস্ত থানাগুলিকে সতর্ক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। |