টুকরো খবর
ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন ব্লক হাসপাতালে
বসিরহাটের ধান্যকুড়িয়া ব্লক হাসপাতালে উদ্বোধন হল ডায়াগনস্টিক সেন্টার। বুধবার এই সেন্টারের উদ্বোধন করেন বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক এ টি এম আব্দুল্লা রণি, জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক রাসবিহারী দত্ত, ব্লক মেডিক্যাল অফিসার সুদীপ্ত ভৌমিক, বসিরহাটের দুই পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগম প্রমুখ। এ দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম বলেন, “উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্য নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনার বাস্তব রুপ দিতে ভাল লাগছে। এখানকার মানুষের দীর্ঘ দিনের চাহিদা ছিল একটি ডায়াগনস্টিক সেন্টারের। আজ এই সেন্টারের উদ্বোধন হওয়ায় এখানকার হাজার মানুষ উপকৃত হবেন।” বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক এ টি এম আব্দুল্লা রনি বলেন, “এলাকার মানুষ বিশেষ করে গরিবদের কথা ভেবে ধান্যকুড়িয়ায় ডায়াগনস্টিক সেন্টার তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। রাজ্যের স্বাস্থা ও পরিবার কল্যাণ বিভাগ এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় তা সম্ভব হল।” হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষার জন্যে রয়েছে বসানো হয়েছে আধুনিক মেশিন। এখন থেকে সামান্য খরচে সে সব পরীক্ষা করা সম্ভব হবে। বি পি এল পরিবারগুলির কোনও খরচ লাগবে না। পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় ছেলেমেয়েদের এক বছর ধরে প্রশিক্ষণ দিয়ে কাজের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়াও থাকছেন অভিজ্ঞ চিকিৎসক।

চিকিৎসা ‘বিভ্রাট’, সুপারকে ক্ষোভ
পেটের বদলে বুকের এক্স রে করে চিকিৎসা বিভ্রাটের জেরে রোগীর মৃত্যুর অভিযোগ তুলে সুপারকে ঘিরে বিক্ষোভ দেখালেন আত্মীয়রা। বুধবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাসপাতালে। মৃতের নাম, রঞ্জিত কর্মকার (৫৯)। বাড়ি কুমারগঞ্জ থানার গোপালগঞ্জের বালুপাড়ায়। রঞ্জিতবাবু পেটের ব্যথা নিয়ে গত সোমবার বালুরঘাট হাসপাতালে ভর্তি হন। তাঁর আত্মীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট চিকিৎসকের ব্যবস্থাপত্রে পরদিন, মঙ্গলবার হাসপাতাল থেকে রঞ্জিতবাবুর পেটের এক্সরে করানো হয়। সন্ধ্যায় এক্সরে রিপোর্ট দেখে ওই চিকিৎসক জানান, পেটের বদলে রোগীর বুকের এক্স রে করা হয়েছে। ফলে, রোগ ধরতে ফের এক্স রে করানোর পরামর্শ দেন তিনি। এদিন সকালে রঞ্জিতবাবুর পেটের এক্স রে করানোর কথা ছিল। কিন্তু, তার আগে এদিন ভোরে তিনি মারা যান। ভুল এক্স রে এবং তার জেরে সুষ্ঠু চিকিৎসা না হওয়ায় ওই রোগীর মৃত্যু হয়েছে বলে আত্মীয়রা অভিযোগ করেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাজল মন্ডল তদন্তের আশ্বাস দিলে একঘন্টা বাদে উত্তেজনা কমে। বাবার মৃত্যুর জন্য ছেলে সুব্রতবাবু সংশ্লিষ্ট চিকিতসক এবং হাসপাতালের এক্সরে কর্মীর বিরুদ্ধে বালুরঘাট থানার অভিযোগ করেছেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাজল মন্ডল বলেন, “অভিযোগ গুরুতর হাসপাতাল সুপারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

হাসপাতালের নয়া ভবনের উদ্বোধন
মালবাজার মহকুমায় দুটি হাসপাতালের একটির ভবন উদ্বোধন ও একটিতে নতুন ভবন নির্মানের শিল্যান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। রবিবার সকালে মালবাজারের ওদলাবাড়িতে ব্লক হাসপাতালের নতুন ভবনের শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এখানে ৩০ শয্যার পরিকাঠামো থাকবে বলেও জানান। এই ভবন নির্মানের জন্যে প্রায় সাড়ে ৬ কোটি টাকা খরচ হবে বলে জানান। এর পরে মেটেলি ব্লকের চালসাতে মঙ্গলবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনটির উদ্বোধন করেন তিনি। এখানকার পুরানো ভবনটি ২০১১ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। এর পরই নতুন ভবন নির্মানের কাজ শুরু হয়। দোতলা বাড়িটির পরিকাঠামো পশ্চিম ডুয়ার্স এলাকায় একটি নজির সৃষ্টি করবে বলে স্বাস্থ্যকর্তাদের দাবি। অত্যাধুনিক মানের অপারেশন থিয়েটারও রয়েছে। তবে মঙ্গলবাড়িতে ৩০ শয্যার পরিকাঠামো থাকলেও বর্তমানে অনুমোদন আসেনি। পুরানো ১৫ শয্যায় এখানে চিকিৎসা চলবে। দ্রুত ৩০ শয্যার অনুমোদন আসবে বলে জানান তিনি। জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন সরকার জানান, জলপাইগুড়ি জেলার ডুয়ার্সে স্বাস্থ্য পরিষেবা মান উন্নয়নে ওই দুটি হাসপাতাল আরও কার্যকরী ভূমিকা পালন করবে।

ফের এনআরএসে ‘শ্লীলতাহানি’
ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চতুর্থ শ্রেণির কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, বুধবার দুপুরে স্ত্রী রোগ বিভাগের আউটডোরে চিকিৎসা করাতে আসা এক তরুণীকে আল্ট্রাসোনোগ্রাফির ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে পাঁচু বাগদি নামে ওই সাফাইকর্মী। ওই রোগিণীর পরিবারের পক্ষ থেকে এন্টালি থানায় অভিযোগ জানানো হলে পুলিশ পাঁচুকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত সোমবারই ওই হাসপাতালের স্ত্রী রোগ বিভাগে ভর্তি এক রোগিণীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল এক চতুর্থ শ্রেণির কর্মীর বিরুদ্ধে। বন্ধ্যত্বের চিকিৎসা করাতে আসা ওই তরুণীকে ল্যাপারোস্কোপির পরে যখন অপারেশন থিয়েটার থেকে ওয়ার্ডে আনা হচ্ছিল, তখন এক চতুর্থ শ্রেণির কর্মী তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। মঙ্গলবারই ওই কর্মীকে পুলিশ গ্রেফতার করে। দু’টি ঘটনাই এনআরএসের স্ত্রী রোগ বিভাগে ঘটায় হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেছেন স্বাস্থ্যকর্তারা।

কিডনির চিকিৎসায়
এ রাজ্যে সফল কিডনি প্রতিস্থাপনের ২৫ বছর উপলক্ষে বুধবার মধ্য কলকাতার এক নার্সিংহোমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিডনির অসুখের নানা খুঁটিনাটি, রোগ প্রতিরোধের উপায়, ডায়ালিসিস সংক্রান্ত নানা তথ্যের পাশাপাশি কিডনি প্রতিস্থাপন বিষয়ে বিস্তারিত জানান চিকিৎসকেরা। উপস্থিত ছিলেন চিকিৎসক প্রতিম সেনগুপ্ত, অতীশ নন্দী, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় প্রমুখ। কিডনি রোগী ও তাঁদের আত্মীয়দের নানা প্রশ্নের উত্তর দেন তাঁরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.