টুকরো খবর
গ্রামবাসীকে হেনস্থা, নালিশ
পানবাড়ি বিটের অফিসে হামলা, লুঠপাট এবং বনকর্মীকে মারধরের ঘটনায় মূল অভিযুক্তদের না ধরে গ্রামের সাধারণ বাসিন্দাদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার ওই অভিযোগে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব রাজাভাতখাওয়া রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখায় পানবাড়ি গ্রামের বাসিন্দারা। পরে তারা স্মারকলিপি দেয়। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ অভিযুক্তদের তল্লাশির নামে সাধারণ বাসিন্দাদের হেনস্থা করছে। তা বন্ধ না হলে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। পূর্ব রাজাভাতখাওয়া রেঞ্জের আধিকারিক ভবেন বসুমাতা বলেন, ‘‘বিট অফিসে হামলার ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসী জড়িত। বনদফতরের পক্ষ থেকে আট জনের নামে নামে অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামবাসীদের হেনস্থা করার অভিযোগ ভিত্তিহীন।” আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানান, দু’জনকে ধরা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজা হচ্ছে। গ্রামবাসীরা হেনস্থার যে অভিযোগ করছেন তা ঠিক নয়। গত ২৩ ফেব্রুয়ারি রাতে কাঠচুরির অভিযোগে ধৃত দুষ্কৃতীকে বনকর্মীদের হাত থেকে ছাড়াতে গিয়ে দুটি বিট অফিসে হামলা চালায় একদল কাঠচোর এবং পানবাড়ি গ্রামের কিছু লোক। কেরোসিন তেল ঢেলে আগুন ধরানোর চেষ্টা হয়। এক বনকর্মীকে তুলে নিয়ে ব্যপক মারধরের অভিযোগ ওঠে। বনকর্মীকে উদ্ধার করতে গিয়ে দু’পক্ষের মধ্যে রীতিমত গুলির লড়াই চলে। গভীর রাতে এসএসবি জওয়ানরা গেলে ওই বনকর্মীকে ছেড়ে কাঠচোরেরা পালিয়ে যায়। শুক্রবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের সংরক্ষিত বনাঞ্চলের উত্তর পানবাড়ি এবং দক্ষিণ জয়ন্তী বিটের ঘটনায় এক বনরক্ষী জখম হন।

আবাসিক স্কুল থেকে পালাল ২ দৃষ্টিহীন ছাত্র
‘খিদের জ্বালা সহ্য না হওয়ায়’ দৃষ্টিহীন দুই আবাসিক ছাত্রের স্কুল থেকে পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে সুবোধ সেন স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়ে। ঘটনার পরে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে রাস্তা থেকে উদ্ধার করা সম্ভব হলেও অষ্টম শ্রেণির ছাত্রকে পাওয়া যায়নি। পরে খোঁজ নিয়ে জানা যায় আংশিক দৃষ্টিহীন ওই ছাত্র সাতকোদালি এলাকা নিজের বাড়ি চলে যায়। আলিপুরদুয়ারের মহকুমাশাসক তথা ওই স্কুলের সভাপতি অমলকান্তি রায় বলেন, “বৃহস্পতিবার স্কুলে যাব। কী করে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখে ব্যবস্থা হবে।” প্রধান শিক্ষক জীবনকুমার চন্দ বলেন, হস্টেলে ২২ জন থাকে। তাদের মধ্যে ১৭ জন ছাত্র। ৫ জন ছাত্রী। অষ্টম শ্রেণির বীরেন ওরাঁও এবং তৃতীয় শ্রেণির অমর লোহার সোমবার সন্ধ্যা নাগাদ বাইরে বার হয়। বীরেনের বাড়ি সাতকোদালি গ্রামে। অমরের বাড়ি রায়ডাক এলাকায়। অমরকে বীরপাড়া চৌপথি থেকে এক শিক্ষক উদ্ধার করে। কিন্তু বীরেন পালিয়ে যায়। মঙ্গলবার সকালে শিক্ষকরা জানতে পারেন বীরেন পালিয়ে বাড়িতে গিয়েছে। মঙ্গলবার অমরেকেও তাঁর বাড়িতে দিয়ে আসেন শিক্ষকরা। বীরেন জানায়, “প্রায় দিন বিকেলে অর্ধেক রুটি ও গুড় দেওয়া হয়। রাতে ভাত চাইলে বলা হয় নেই। কখনও ডাল আলু সেদ্ধ ভাত দেওয়া হয়। আর ভাল লাগছিল না।” বাবার দেওয়া ৬০ টাকা পকেটে নিয়ে সোমবার সন্ধ্যায় স্কুল থেকে পালিয়ে যায়। জেলা জনশিক্ষা দফতরের আধিকারিক উত্তম মন্ডল বলেন, “খাওয়ার কোন সমস্যা ওই স্কুল হস্টেলে আছে বলে জানি না। খোঁজ নিয়ে দেখব।”

বধূর শ্লীলতাহানি, গ্রেফতার যুবক
বাড়ি থেকে বেরিয়ে ব্যাঙ্কে যাচ্ছিলেন এক গৃহবধূ। হিলকার্ট রোডে পৌঁছনোর আগে রাস্তা আটকে দাঁড়ায় এক যুবক। তাঁর হাত ধরে টানাটানি করতে থাকে। একটুও ভয় না পেয়ে পায়ের জুতো খুলে রুখে দাঁড়ান গৃহবধূ। আশেপাশের লোকজন তা দেখে জাপটে ধরে যুবককে। শুরু হয় মারধর। পরে পুলিশ গিয়ে গ্রেফতার করে যুবককে। বুধবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি শিলিগুড়ি থানার নবীন চন্দ্র সেন রোড ও চার্চ রোডের সংযোগস্থলে। পুলিশ জানায়, ধৃতের নাম মনোজ পাণ্ডে। তাঁর বাড়ি শিলিগুড়িতে। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমার বলেন, “একটি অভিযোগ পাওয়া গিয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।” ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল অগ্রবাল ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। পুলিশ সূত্রের খবর, ওই গৃহবধূ বর্তমানে তাঁর স্বামীর সঙ্গে দুবাইয়ে থাকেন। শিলিগুড়ির নবীন চন্দ্র সেন রোডে তাঁর বাবা-মা থাকেন। সম্প্রতি স্বামীকে নিয়ে তিনি শিলিগুড়িতে আসেন। এদিন ব্যক্তিগত কাজে তিনি ব্যাঙ্কের দিকে যাচ্ছিলেন। সে সময় ওই ঘটনা ঘটে বলে পুলিশকে তিনি অভিযোগ করেছেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মনোজবাবু একসময় ওই গৃহবধূর শিক্ষক ছিলেন। সে সূত্র ধরেই ওই গৃহবধূ ও তাঁর পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। ধৃতের দাবি, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে তিনি পুলিশকে জানিয়েছেন।

পুলিশি নজরদারির দাবি
কখনও মহিলার গলা থেকে সোনার চেন ছিনিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। আবার কখনও ডাকাতি করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীর দল। খুনের ঘটনাও ঘটছে। এই অবস্থায়, বুধবার দুপুরে শিলিগুড়ির খালপাড়া এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর দাবি করে কমিশনারকে স্মারকলিপি দিল সিপিএম। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পরে ওই এলাকায় এক মহিলার গলার হার ছিনতাই করার চেষ্টা করে দুই দুষ্কৃতী। স্থানীয়রা তাড়া করলে মোটর বাইকে চেপে তারা পালিয়ে যায়। এ ছাড়া গত ছয় মাসে বেশ কয়েকটি সোনার চেন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দিন কয়েক আগে এক পরিবহণ ব্যবসায়ীর দোকানে ডাকাতির ঘটনা ঘটে। গত ছয় মাসে দুটি খুনের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তারা। সিপিএমের শিলিগুড়ি-২ নম্বর লোকাল কমিটির সম্পাদক সঞ্জয় টিব্রুয়াল বলেন, “খালপাড়া এলাকায় সম্প্রতি অপরাধের সংখ্যা বেড়ে গিয়েছে। তাই পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছি।” শিলিগুড়ি পুলিশ কমিশনার আনন্দ কুমার বলেন, “ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হবে। যাতে কোনও অপরাধমূলক কাজ না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। এ ছাড়া খালাপাড়া ফাঁড়িতেও যাতে পুলিশের সংখ্যা বাড়ানো যায় সে চেষ্টা করা হচ্ছে।”

বধূর শ্লীলতাহানি, গ্রেফতার যুবক
বাড়ি থেকে বেরিয়ে ব্যাঙ্কে যাচ্ছিলেন এক গৃহবধূ। হিলকার্ট রোডে পৌঁছনোর আগে রাস্তা আটকে দাঁড়ায় এক যুবক। তাঁর হাত ধরে টানাটানি করতে থাকে। একটুও ভয় না পেয়ে পায়ের জুতো খুলে রুখে দাঁড়ান গৃহবধূ। আশেপাশের লোকজন তা দেখে জাপটে ধরে যুবককে। শুরু হয় মারধর। পরে পুলিশ গিয়ে গ্রেফতার করে যুবককে। বুধবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি শিলিগুড়ি থানার নবীন চন্দ্র সেন রোড ও চার্চ রোডের সংযোগস্থলে। পুলিশ জানায়, ধৃতের নাম মনোজ পাণ্ডে। তাঁর বাড়ি শিলিগুড়িতে। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমার বলেন, “একটি অভিযোগ পাওয়া গিয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।” ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল অগ্রবাল ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। পুলিশ সূত্রের খবর, ওই গৃহবধূ বর্তমানে তাঁর স্বামীর সঙ্গে দুবাইয়ে থাকেন। শিলিগুড়ির নবীন চন্দ্র সেন রোডে তাঁর বাবা-মা থাকেন। সম্প্রতি স্বামীকে নিয়ে তিনি শিলিগুড়িতে আসেন। এদিন ব্যক্তিগত কাজে তিনি ব্যাঙ্কের দিকে যাচ্ছিলেন। সে সময় ওই ঘটনা ঘটে বলে পুলিশকে তিনি অভিযোগ করেছেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মনোজবাবু একসময় ওই গৃহবধূর শিক্ষক ছিলেন। সে সূত্র ধরেই ওই গৃহবধূ ও তাঁর পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। ধৃতের দাবি, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে তিনি পুলিশকে জানিয়েছেন।

মৃত্যু সরকারি আইনজীবীর
বুধবার হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে জলপাইগুড়ি জেলার সরকারি আইনজীবী সুব্রত সাহার (৫৯)। এদিন দুপুরে জলপাইগুড়ি জেলা আদালতে নিজের ঘরে কাজ করতে করতেই তিনি অসুস্থ বোধ করেন। আদালত থেকে তিনি বাড়িও চলে যান। বাড়িতে ফিরে আরও অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। যদিও হাসপাতালে পৌঁছানোর পথেই তাঁর মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তন ছাত্র সুব্রতবাবুর মৃত্যুতে জেলার আইনজীবী এবং আদালতের কর্মী মহলে শোকের ছায়া নামে। তাঁর মৃত্যুতে জলপাইগুড়ি বার আসোসিয়েশনের সম্পাদক অভিনন্দন চৌধুরী এবং জলপাইগুড়ি জেলার সরকারি আইনজীবী তথা রাজ্য বার কাউন্সিলের সদস্য গৌতম দাস শোকপ্রকাশ করেন।

মৃত্যু সরকারি আইনজীবীর
বুধবার হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে জলপাইগুড়ি জেলার সরকারি আইনজীবী সুব্রত সাহার (৫৯)। এদিন দুপুরে জলপাইগুড়ি জেলা আদালতে নিজের ঘরে কাজ করতে করতেই তিনি অসুস্থ বোধ করেন। আদালত থেকে তিনি বাড়িও চলে যান। বাড়িতে ফিরে আরও অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। যদিও হাসপাতালে পৌঁছানোর পথেই তাঁর মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তন ছাত্র সুব্রতবাবুর মৃত্যুতে জেলার আইনজীবী এবং আদালতের কর্মী মহলে শোকের ছায়া নামে। তাঁর মৃত্যুতে জলপাইগুড়ি বার আসোসিয়েশনের সম্পাদক অভিনন্দন চৌধুরী এবং জলপাইগুড়ি জেলার সরকারি আইনজীবী তথা রাজ্য বার কাউন্সিলের সদস্য গৌতম দাস শোকপ্রকাশ করেন।

ঝড়ে ক্ষতি মালবাজারে
প্রবল ঝড়ে ব্যাপক ক্ষতি হল মালবাজার এলাকায়। বুধবার সন্ধ্যা ৭টা থেকে ঝড় শুরু হয় এলাকায়। আধঘন্টার ঝড়ে মালবাজার শহর-সহ ওদলাবাড়ি, ডামডিম, চালসা, নাগরাকাটাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতও হয়েছে কিছু এলাকায়। ঝড়ের শতাধিক গাছ ভেঙে পড়েছে মালবাজার শহরে। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। ঝড়ে গাছ পড়ে বাড়ি ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে। মালবাজারের মহকুমাশাসক নারায়ণ বিশ্বাস জানান, ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করা হচ্ছে।

ধর্ষণ-খুনে সাজা
স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করায় অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজত দিল বিচারক। বুধবার মথুরা চা বাগানের ধর্ষণ কান্ডে অভিযুক্ত যুবককে ৭ দিনের পুলিশে হেফাজতের পরে এ দিন আদালতে পেশ করা হয়। গত মঙ্গলবার আলিপুরদুয়ার-১ ব্লকের মথুরা বাগনে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে গলায় সোয়েটার পেচিয়ে ওই যুবক খুন করে বলে অভিযোগ।

ঝড়ে ক্ষতি মালবাজারে
প্রবল ঝড়ে ব্যাপক ক্ষতি হল মালবাজার এলাকায়। বুধবার সন্ধ্যা ৭টা থেকে ঝড় শুরু হয় এলাকায়। আধঘন্টার ঝড়ে মালবাজার শহর-সহ ওদলাবাড়ি, ডামডিম, চালসা, নাগরাকাটাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতও হয়েছে কিছু এলাকায়। ঝড়ের শতাধিক গাছ ভেঙে পড়েছে মালবাজার শহরে। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। ঝড়ে গাছ পড়ে বাড়ি ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে। মালবাজারের মহকুমাশাসক নারায়ণ বিশ্বাস জানান, ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করা হচ্ছে।

প্রয়াত বাম নেতা
মারা গেলেন আরএসপি’র আলিপুরদুয়ার ২ জোনাল কমিটির সদস্য সাধন ধর। বুধবার প্রবীন ওই বাম নেতার মৃত্যু হয়। বাড়ি আলিপুরদুয়ার ২ ব্লকের সলসলাবাড়ি গ্রামে। বিভিন্ন সামাজিক কাজে তিনি যুক্ত ছিলেন।

প্রয়াত বাম নেতা
মারা গেলেন আরএসপি’র আলিপুরদুয়ার ২ জোনাল কমিটির সদস্য সাধন ধর। বুধবার প্রবীন ওই বাম নেতার মৃত্যু হয়। বাড়ি আলিপুরদুয়ার ২ ব্লকের সলসলাবাড়ি গ্রামে। বিভিন্ন সামাজিক কাজে তিনি যুক্ত ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.