|
|
|
|
নাবালিকা ধর্ষণে প্রশ্নের মুখে পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় সম্মিতিনগরে নাবালিকা ধর্ষণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। ধর্ষিতা নাবালিকা এবং তার বাবা-মা বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করলেন, ওই ঘটনায় ধৃত স্বপন সাহার উপর থেকে মামলা তুলে নেওয়ার জন্য স্থানীয় দুষ্কৃতীরা তাঁদের উপর চাপ দিচ্ছে। মামলা তুলে না নিলে ওই পরিবার এবং গ্রামের আরও অনেক মহিলাকে ধর্ষণ করা হবে বলে হুমকিও দিচ্ছে। কিন্তু পুলিশ সে ব্যাপারে কোনও অভিযোগ নিচ্ছে না। উল্টে ধর্ষিতা এবং তার মায়ের চরিত্র নিয়ে কুৎসিত ইঙ্গিত করছে।
ধর্ষিতা এবং তার বাবা-মা’কে কলকাতায় এনেছিল সিপিডিআরএস নামে একটি মানবাধিকার সংগঠন। তাদের নেতা সুভাষ দাশগুপ্ত বলেন, “পুলিশ প্রথমে অভিযুক্তকে গ্রেফতার করেনি। ধর্ষিতার শারীরিক পরীক্ষাও ভাল করে না করেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরে স্থানীয় মানুষের আন্দোলনের চাপে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পাশাপাশি আন্দোলনকারীদেরও অনেককে গ্রেফতার করেছে।” সুভাষবাবুর আরও অভিযোগ, “স্থানীয় দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে, ধৃতের উপর থেকে মামলা তুলে না নেওয়া হলে তারা ধর্ষিতার পরিবার এবং আন্দোলনকারীদের উপর হামলা করবে। আরও অনেক মহিলাকে ধর্ষণ করবে। কিন্তু পুলিশ এ ব্যাপারে অভিযোগ নিচ্ছে না। উল্টে আন্দোলন কেন হয়েছিল, সেই প্রশ্ন তুলছে।” আন্দোলনকারীদের অন্যতম এক আইনজীবী অনুরাধা মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছে এবং তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁর চিকিৎসা ঠিকমতো করানো হচ্ছে না এই অভিযোগও তোলে সিপিডিআরএস। এই প্রেক্ষিতে তাদের এবং ধর্ষিতার পরিবারের দাবি, পুলিশকে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ নিতে হবে, ধৃত আন্দোলনকারীদের মুক্তি দিতে হবে এবং কুৎসিত ভাষা ব্যবহারের জন্য ক্ষমা চাইতে হবে। |
|
|
|
|
|