নির্বাচন নিয়ে বৈঠকে প্রশাসন |
পঞ্চায়েত নির্বাচন নিয়ে মেদিনীপুরের কালেক্টরেট সভাঘরে প্রশাসনিক বৈঠক হল বুধবার। উপস্থিত ছিলেন জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিওরা। আগামী ১৫ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তাতে কোনও ত্রুটি থাকলে কী করতে হবে, কী ভাবে মনোনয়ন জমা নিতে হয়, কাদের দিয়ে সেই কাজ করাতে হবে, তার জন্য প্রশিক্ষণ প্রয়োজন কিনা, এ সব নিয়েই আলোচনা হয়। আগে থেকেই অবশ্য বুথ সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ শুরু করেছে প্রশাসন। যে সব বুথে ভোট হয়, সেখানে পানীয় জল, আলোর ব্যবস্থা রয়েছে কিনা, বুথে যাওয়ার রাস্তা নিয়ে সমস্যা রয়েছে কিনা, তা নিয়েও রিপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে।
|
সোনার গয়না নিয়ে চম্পট, গ্রেফতার তিন |
জ্যোতিষী সেজে বাড়িতে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। বীরভূমের নানুর থেকে এদের গ্রেফতার করা হয়। ধৃত মহম্মদ কালাম, শেখ তাজউদ্দিন ও শেখ সানারুল মুর্শিদাবাদের বাসিন্দা। ধৃতদের বুধবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। গত ২৭ ফেব্রুয়ারি মেদিনীপুর শহরের হবিবপুরে নতুন পল্লিতে ওই চুরির ঘটনাটি ঘটে। স্থানীয় মানিকচন্দ্র ঘাঁটার বাড়িতে জ্যোতিষী সেজে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। মঙ্গলবার পুলিশের একটি দল বীরভূমের নানুরে যায়। সেখান থেকে দুষ্কৃতীদের ধরা হয়। এদের সঙ্গে কোনও দুষ্টচক্রের যোগাযোগ রয়েছে কি না, তদন্তে তা দেখা হচ্ছে। ধৃতদের জেরা করে গয়না উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
|
রেলশহরে ডাকাতির ঘটনার তদন্তে নেমে আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। গত জানুয়ারিতে খড়্গপুর লোকাল থানার খাটরাঙায় ডাকাতির ঘটনা ঘটে। গভীর রাতে দরজা ভেঙে বাড়িতে ঢুকে গয়না ও কয়েক লক্ষ টাকা লুঠ করে দুষ্কৃতীরা। সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে অমল ওরফে খোকন দাস, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায় ও মৃত্যুঞ্জয় সিংহকে। খোকনের বাড়ি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। তাকে বেলদার খাকুড়দা থেকে ধরা হয়। বিশ্বজিতের বাড়ি খড়্গপুর টাউন থানার বামুনপাড়ায়, মৃত্যুঞ্জয় থাকে খড়্গপুর লোকাল থানার আদিবাসী পাড়ায়। ধৃতদের বুধবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করে টিআই প্যারেড করানোর আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর হয়েছে।
|
কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা, শ্রম আইন মানা-সহ নানা দাবিতে বুধবার খড়্গপুরে রশ্মি কারখানায় অবস্থান-বিক্ষোভ করেন শ্রমিকেরা। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র এই কর্মসূচি চলবে আজ, বৃহস্পতিবার পর্যন্ত। সংগঠনের নেতা দেবাশিস চৌধুরী বলেন, “গত জানুয়ারিতে কারখানার ৫ জন শ্রমিকের মৃত্যু হয়। কর্তৃপক্ষের গাফিলতিতেই দুর্ঘটনা। তাও পরিবার ক্ষতিপূরণ পায়নি। এই প্রেক্ষিতেই অবস্থান-বিক্ষোভ।” শ্রমিকদের দাবি, ত্রিপাক্ষিক চুক্তি মেনে কর্তৃপক্ষ কারখানা চালান। তবে দেবাশিসবাবুর দাবি, “এই কর্মসূচির প্রভাব কাজে পড়েনি। আমরা কাজ বন্ধ রেখে আন্দোলনের পক্ষে নই।”
|
বুধবার মেদিনীপুর শহরে এসে দু’টি বৈঠক করলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। এ দিন দুপুরে মেদিনীপুর কলেজের অধ্যক্ষ শুদ্ধদন বটব্যালের সঙ্গে তাঁর বৈঠক হয়। পরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তীর সঙ্গেও বৈঠক করেন মন্ত্রী। দু’টি বৈঠকেই কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। যেমন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সভাগৃহ-সহ কিছু প্রকল্পের কাজ দ্রুত শেষ করা নিয়ে উপাচার্যের সঙ্গে মন্ত্রী আলোচনা করেন। অন্য দিকে, মেডিক্যালের কিছু সমস্যা এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর প্রক্রিয়া কত দূর এগোল, তা নিয়ে অধ্যক্ষের সঙ্গে মন্ত্রীর আলোচনা হয়। মন্ত্রী প্রয়োজনীয় কিছু নির্দেশও দেন।
|
শাহবাগের আন্দোলনের সমর্থনে বুধবার মেদিনীপুর শহরে এক সংহতি সভা করে সারা ভারত সাম্রাজ্যবাদ বিরোধী ফোরামের মেদিনীপুর শহর শাখা। ফোরামের বক্তব্য, প্রতিবাদ-প্রতিরোধ মুখর বাংলাদেশ আজ বিশ্ব ইতিহাসে অনন্য। এক ঐতিহাসিক এবং অভূতপূর্ব আন্দোলন শুরু হয়েছে ওপার বাংলায়। মৌলবাদ- বিরোধী এই আন্দোলনের সমর্থনেই মেদিনীপুরে সংহতি সভা হয়। |