বর্জ্য থেকে সার তৈরিতেই জোর |
বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা আপাতত স্থগিত। শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ ডাম্পিং গ্রাউন্ডের বর্জ্য সমস্যা মেটাতে ফের সার তৈরির প্রকল্পের দিকেই ঝুঁকলেন। বুধবার শিলিগুড়ি পুরসভায় পরিবেশ-সাফাই বিষয়ক কাজের বিশেষ পরামর্শদাতা অসীম বর্মনের সঙ্গে মেয়র এবং তাঁর পারিষদদের আলোচনা হয়। সেখানেই ঠিক হয় বর্জ্য থেকে সার তৈরির প্রকল্প গড়ে তোলা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন ওই কাজের জন্য পুরসভার তৈরি উপদেষ্টা কমিটির অন্যতম জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ জ্যোতির্ময় ঝম্পটি, কলেজের অপর অধ্যাপক সৈপায়ন রায়। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “ডাম্পিং গ্রাউন্ড সমস্যা মেটাতে সার তৈরির প্রকল্প করাই শুরু করার সিদ্ধান্ত হয়েছে। সেই কাজ দ্রুত শুরু করা হবে।” তবে ভবিষ্যতে বর্জ্য বিদ্যুৎ তৈরির পরিকল্পনার বিষয়টিও ভেবে দেখা হবে বলে তিনি দাবি করেছেন। বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম বলেন, “কংগ্রেস, তৃণমূল যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা করতে পারেনি। এখন তাই আমরা সার তৈরির যে পরিকল্পনা নিয়েছিলাম সেই পথেই হাঁটতে চাইছেন।” এ দিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপরিকল্পিত ভাবে বড় আকারে সার তৈরির পরিকল্পনা করা হবে। সাফাই বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত, পরিকল্পনা বিভাগের মেয়র পারষদ অরিন্দম মিত্ররা জানান, আগামী ৩ মাসের মধ্যেই কাজ শুরু হবে। ১৫ এপ্রিলের মধ্যে প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হবে অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে। বর্জ্য থেকে সার তৈরির প্রকল্প সফল ভাবে যে সব জায়গায় চলছে সেগুলি পরিদর্শনেও যাবে পুরসভার প্রতিনিধি দল।
|
গন্ডার মারতে এসে বনরক্ষীদের গুলিতে মারা গেল দুই চোরাশিকারি। কাজিরাঙা জাতীয় উদ্যানের অধিকর্তা এন কে ভাসু জানান, আজ ভোরে উদ্যানের আগরাতলি রেঞ্জে শিকারিরা হানা দিয়েছিল। দেবেশ্বরী বন শিবিরের কাছে টহলদার বনরক্ষী বাহিনী শিকারিদের দেখতে পায়। রক্ষীদের দেখেই শিকারিরা গুলি চালিয়ে পালাতে থাকে। রক্ষীরাও তাদের ধাওয়া করে। দু’পক্ষের গুলির লড়াইয়ে দুই শিকারি ঘটনাস্থলেই মারা যায়। দুই শিকারি পালায়। ঘটনাস্থল থেকে একটি .৩০৩ রাইফেল ও কুড়ুল মিলেছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
|
আত্মহত্যা রুখল পোষা কুকুর
সংবাদসংস্থা • প্যারিস |
প্রভুভক্তির অনন্য নজির। পোষা জার্মান শেফার্ডের জন্য আত্মহত্যার মুখ থেকে বাঁচিয়ে দিল এক মহিলাকে। পুলিশ জানায়, বছর তেষট্টির ওই মহিলা তাঁর নিজের বাগানে কয়েক বার রাইফেল চালান। তার পর নিজের বুকে রাইফেলের নল রেখে গুলি চালাতে উদ্যত হন। ঠিক সে সময় তাঁর হাতের উপর ঝাঁপিয়ে পড়ে তাঁর পোষা জার্মান শেফার্ড। ফলে গুলিটি দিগ্ভ্রষ্ট হয় ও বেঁচে যান তিনি।
|
চোরাই কাঠ মজুত করবার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। কুমারগ্রাম থানার মারাখাতা গ্রামে বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃতের নাম জয়নাল আবেদিন। তার বাড়ি থেকে প্রায় এক লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। |