মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট-কে ৫৬.১ কোটি ইউরো (৩,৯৮৩ কোটি টাকা) জরিমানা করল ইউরোপীয় ইউনিয়ন। গ্রাহক পরিষেবা দেওয়ার সময়ে আইন না-মেনে চুক্তির খেলাপ করেছে সংস্থা, তাই এই জরিমানা, জানিয়েছে সেখানকার প্রতিযোগিতা কমিশন। এ নিয়ে সংস্থাটিকে এখনও পর্যন্ত নানা কারণে ২১৬ কোটি ইউরো জরিমানা করল তারা। আইন অনুসারে মাইক্রোসফটের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ’ চালু থাকলে গ্রাহকের যে কোনও সংস্থার ইন্টারনেট ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন (যার মাধ্যমে ইন্টারনেট পরিষেবায় যাওয়া যায়) ব্যবহার করতে পারার কথা। কিন্তু দেখা গিয়েছে, ২০১১-র মে থেকে ২০১২-র জুলাইয়ের মধ্যে গ্রাহকরা এক মাত্র ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ ব্রাউজারটিই ব্যবহার করতে পারছেন। অন্য কোনও সংস্থার ব্রাউজার (যেমন গুগ্ল ক্রোম বা মোৎজিলা ফায়ার-ফক্স) ব্যবহার করা যাচ্ছে না। তাই প্রতিযোগিতার নিয়ম ভাঙা হয়েছে। এ নিয়ে তদন্তের পরেই ওই জরিমানা করা হয়েছে।
|
বাগদা চাষের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় অ্যাকোয়া-কালচার অথরিটি সদর্থক ভূমিকা নেবে বলে বুধবার কাঁথিতে মৎস্য দফতরের মীণভবনে এক বৈঠকে জানিয়ে দিলেন কোস্টাল অ্যাকোয়া-কালচার অথরিটির অধিকর্তা ভাস্করণ মণিমারন। বুধবার কাঁথির মীণ ভবনে রাজ্যের মস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহের নির্দেশে বাগদা চাষ নিয়ে উচ্চপযার্য়ের এক ত্রিস্তরীয় বৈঠক হয়। এ দিকে, মঙ্গলবার বাগদা চাষিদের তরফে সুরেন্দ্রনাথ অ্যাকোয়া কালচার ট্রেনিং ইনস্টিটিউটের এক প্রতিনিধিদল সল্টলেকে গিয়ে মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহের সঙ্গে দেখা করেন। বাগদা চাষিদের কিষান ক্রেডিট কার্ড, অ্যাকোয়া কালচার অথরিটির অনুমোদন ইত্যাদি বিষয় নিয়ে সরকারের পদক্ষেপের দাবি জানান তাঁরা। প্রতিনিধি দলে ছিলেন মদনমোহন মণ্ডল, শম্ভুরাম পাত্র, তিনকড়ি বেরা প্রমুখ।
|
বিমা এজেন্টদের কর্মবিরতির ডাক |
বিমা আইনে বেশ কিছু সংশোধনী আনতে চায় কেন্দ্র। আর তারই প্রতিবাদে আজ, বৃহস্পতিবার দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিলেন জীবন বিমার এজেন্টরা। জীবন বিমা অফিসগুলি খোলা থাকলেও গ্রাহকরা এজেন্টদের কাছ থেকে পরিষেবা পাবেন না। বুধবার লাইফ ইনশিওরেন্স এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক শ্যামল চক্রবর্তী বলেন, কেন্দ্র সিদ্ধান্ত থেকে না সরলে ২২ মার্চ সংসদ ঘেরাও করা হবে। ফেডারেশনের অভিযোগ, সংশোধনী এলে ক্ষতির মুখে পড়বেন এজেন্টরা। টাকা পেতে হয়রানি হবে গ্রাহকদেরও।
|
কর ফাঁকির অভিযোগে ক্যাডবেরি-কে ২৫০ কোটি টাকারও বেশি জরিমানার নোটিস পাঠাল ডিরেক্টরেট জেনারেল অফ সেন্ট্রাল এক্সাইজ ইন্টেলিজেন্স। হিমাচল প্রদেশের বাড্ডিতে কারখানা তৈরির আগেই সেখানে উৎপাদন শুল্কে ছাড় দাবি করে সংস্থা। হিমাচলে ২০১০-এর আগে তৈরি কারখানায় ১০ বছর এই ছাড় পাওয়ার কথা। কিন্তু ক্যাডবেরির কারখানা তখন তৈরিই হয়নি। |