দ্বিতীয় টেস্টেও হার অস্ট্রেলিয়ার |
ছিল শুধু সময়ের অপেক্ষা। তবে তা যে এত দ্রুত হবে তা হয়তো কেউই ভাবেননি। চেন্নাইয়ের পর হায়দরাবাদেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কর্তৃত্ব বজায় রেখে এক ইনিংস এবং ১৩৫ রানে জিতল ধোনির ভারত। এই টেস্ট ম্যাচ জিতে ভারতীয় অধিনায়কদের মধ্যে সব চেয়ে বেশি টেস্ট ম্যাচ জেতার নজির গড়লেন ‘ক্যাপ্টেন কুল’। গত কাল তৃতীয় দিনের শেষে ৭৪ রানে ২ উইকেটে শেষ করেছিল অজিরা। আজ তার সঙ্গে মাত্র ৫৭ রান যোগ করেই বাকি ৮ উইকেট খোয়াল তারা। অশ্বিন ৬৩ রানে ৫ উইকেট এবং রবীন্দ্র জাডেজা ৩৩ রানে ৩ উইকেট নিয়ে অজি ব্যাটসম্যানদের আজ খুব দ্রুত প্যাভেলিয়নের পথে পাঠান। নিজের দ্বিতীয় এবং ম্যাচের এক মাত্র দ্বিশতরান করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন চেতেশ্বর পূজারা। ম্যাচ জিতে সিরিজে ২-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
|
মেদিনীপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি |
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গেল কিছু দুষ্কৃতী। গতকাল গভীর রাতে স্থানীয় এক ব্যক্তি ভগবানপুর থানায় গিয়ে ছিনতাইয়ের অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে থানা থেকে পুলিশের মোবাইল ভ্যানে খবরটি পৌঁছলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইবাজদের মধ্যে কয়েকজনকে ধরে ফেলে। তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনায় পুলিশের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। প্রথমে তাঁকে তমলুক মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আজ কলকাতায় স্থানান্তকিত করা হয়েছে। পুলিশের অনুমান এই ছিনতাইবাজদের সঙ্গে কোনও বড় ডাকাতদলের যোগ রয়েছে।
|
ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু |
আলিপুরদুয়ারের দমনপুরে ফের ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হল। আজ সকাল ৭টা নাগাদ সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের সামনে হাতিটি চলে আসে। ট্রেনটি দ্রুত গতিতে চলার কারণে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। সকাল থেকে বেশ কিছু ক্ষণ আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি অবধি ট্রেন চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। |