জমি চিহ্নিত হয়েছে। প্রকল্প প্রস্তাবও তৈরি। তবুও বালুরঘাটে নাট্য অ্যাকাডেমি তৈরির কাজে গড়িমসি হচ্ছে কেন সেই প্রশ্ন উঠেছে। এলাকার নাট্যপ্রেমীদের অভিযোগ, সরকারি কর্তাদের একাংশের গয়ংগচ্ছ মনোভাবের জন্যই ওই কাজ শুরু করাতে সমস্যা হচ্ছে। ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে উত্তরবঙ্গের নাট্যচর্চা ও গবেষণা কেন্দ্র হড়ার কথা ঘোষণা করেন। ‘নাটকের শহর’ বালুরঘাটে নাট্য আকাডেমি গড়ার পরিকল্পনাও হয়। একাধিকবার বালুরঘাটের কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তীকে নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ওই বিষয়ে বৈঠক করেন। ওই প্রকল্পে বিভাগীয় দফতর থেকে ১০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেন। পাশাপাশি, জেলার প্রখ্যাত নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়কে একটি পরিকল্পনা তৈরি করে পাঠাতে বলেন। পরে বালুরঘাটে নাট্য আকাডেমির নাম বদলে করা হয় ‘উত্তরবঙ্গ নাট্য উৎকর্ষ কেন্দ্র’।
এর পরে বছর ঘুরলেও প্রকল্পটির রূপায়ণ নিয়ে জেলার বিধায়ক ও উন্নয়ন দফতরের সদস্যরা উদ্যোগী হননি কেন তা নিয়ে নাট্যপ্রেমীদের মধ্যেই প্রশ্ন উঠেছে। বালুরঘাটের বিধায়ক তথা কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী বলেন, “ওই কেন্দ্রের জন্য জমি দেখা হয়েছিল তার পরে কতদূর কি এগিয়েছে, আমার জানা নেই।” উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সদস্য তথা দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র জানান, বালুরঘাটে নাট্য কেন্দ্র তৈরি প্রকল্পে সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শীঘ্রই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমীক্ষা কমিটির বৈঠকে বিষয়টি জানা যাবে বলে বিপ্লববাবুর দাবি।
এই ব্যাপারে নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায় তাঁর হতাশা গোপন করেননি। তিনি বলেন, “বালুরঘাটে নাট্য উৎকর্ষ কেন্দ্র গড়ার কথা ছিল। এখন সেটি কি অবস্থায় আছে, জানা নেই।” তাঁর বক্তব্য, “গত বছর অগস্টে মুখ্যমন্ত্রীর বালুরঘাট সফরের সময় উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের অনুরোধে কিছু প্রস্তাব দিয়েছিলাম। শহরের পুলিশ লাইনের কাছে জমিও দেখা হয়েছিল। পরে গৌতমবাবুর সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি।” এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “রাজ্যে এই ধরণের নাট্য উৎকর্ষ কেন্দ্র গড়ার ধারণাটা নতুন। ফলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে খসড়া প্রকল্প তৈরির করে টেন্ডার প্রক্রিয়ায় দেরি হয়েছে। শীঘ্রই দফতরের নির্বাহী বাস্তুকার বালুরঘাটে যাবেন।”
প্রশাসন সূত্রের খবর, নাট্য উৎকর্ষ কেন্দ্রের জন্য বালুরঘাট শহরের ১৫ নম্বর ওয়ার্ডে পুলিশ লাইনের পিছনে ২ একরের উপর ফাঁকা খাস জমি চিহ্নিত হয়েছে। জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “মাটি পরীক্ষা সহ কেন্দ্রের পুরো নকশা ও পরিকল্পনা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।” উত্তরবঙ্গের নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত নাট্যমোদী মানুষের চাহিদার কথা ভেবে বালুরঘাটে ওই ‘নাট্য উৎকর্ষ কেন্দ্র’টি গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। সেখানে হল, নাট্য মিউজিয়াম, গ্রন্থাগার, নাট্য গবেষণাগারের পাশাপাশি প্রজেক্টর, কম্পিউটার ও ডিজিটাল সাউন্ডের ব্যবস্থা থাকবে। |
পিতৃভূমিতে |
|
মঞ্চে সুরের ঝড় তুলেছেন রবিশঙ্কর তনয়া নোরা জোনস। রবিবার মুম্বইয়ের ‘এ সামারস ডে’
উৎসবে। ভারতে এই প্রথম অনুষ্ঠান করলেন নোরা। বাবাকে উৎসর্গ করেছেন এই
সঙ্গীত সফর। মুম্বইয়ের পর দিল্লি ও বেঙ্গালুরুতে অনুষ্ঠান করবেন। ছবি: পিটিআই |
|