বাংলাদেশে প্রণব মুখোপাধ্যায়ের হোটেলের সামনে বিস্ফোরণ |
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশ সফরে যে হোটেলে রয়েছেন সেই হোটেলের বাইরে আজ দুপুরে ছোট বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা কম থাকায় হতাহত হননি কেউ। প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাইকে করে এসে পেট্রোল বোমা ছোঁড়ে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ফের কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের খবর নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগও উঠেছে। তবে ভারতের বিদেশমন্ত্রকের তরফ থেকে খবরের সত্যতা স্বীকার করা হলেও রাষ্ট্রপতির সচিবালয় বিষয়টি নস্যাত্ করেছে।
|
জলন্ধরে স্কুলবাস দুর্ঘটনা, ১২ শিশুর মৃত্যু |
পঞ্জাবের জলন্ধরে স্কুলবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ১২ শিশুর। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বাস চালকেরও। আজ সকাল ৮টা নাগাদ স্কুলে যাওয়ার সময় নাকোদার কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসে মোট ৩০ জন শিশু ছিল বলে স্থানীয় সূত্রে খবর। গুরুতর আহত ১৪ জনকে জলন্ধর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইটবোঝাই ট্রাকটি রাস্তার উল্টোদিক থেকে দ্রুত গতিতে বাসের সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে বাসটিকে। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ এসে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ট্রাক চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
|
উল্টোডাঙার উড়ালপুল পরীক্ষা করলেন বিশেষজ্ঞরা |
আজ উল্টোডাঙার ভেঙে পড়া উড়ালপুল পরিদর্শনে যান যাদবপুরের ৬ জনের এক বিশেষজ্ঞ দল। তাঁরা ভেঙে পড়া অংশটির পরীক্ষা করে জানিয়েছেন, সেতু নির্মাণে কোনও গাফিলতি নেই। তবে কেন এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে নিশ্চিত নন তাঁরা। মাধ্যমিক পরীক্ষার জন্য যানজট এড়াতে খুলে দেওয়া হয়েছে উড়ালপুলের পাশের লেনটি। তবে গাড়ির গতির উপর নজরদারি চালাচ্ছে পুলিশ। হাল্কা যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। আজ মহাকরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, সমস্ত পুরনো ও নির্মীয়মাণ সেতুর অবস্থা খতিয়ে দেখবে কেন্দ্রীয় সংস্থা। এর জন্য একটি বিশেষ নজরদারি কমিটি গঠন করা হবে। পাশাপাশি খতিয়ে দেখা হবে সেতুর নির্মাণ সামগ্রীও। এছাড়াও তিনি বলেন, সেতুর উপর দিয়ে কোনও ট্রেলার, লরি ও বাস চলবে না। ২০ টনের বেশি ওজনবিশিষ্ট কোনও দাড়ি যাতায়াত করতে পারবে না। যে সব গাড়ি সেতু দিয়ে চলাচল করবে সেগুলোর গতি ঘণ্টায় ২০ কিলোমিটার হতে হবে।
|
প্রয়াত সঙ্গীতশিল্পী পূর্ণিমা চৌধুরি |
প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী বিদুষী পূর্ণিমা চৌধুরি। তিনি বারাণসী ঘরানার শিল্পী ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮। বেশ কয়েক দিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
|
গরুচোর সন্দেহে যুবককে গুলি বিএসএফের |
মুর্শিদাবাদের ভগবানগোলা থানার আতরশিয়ায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালাল বিএসএফ। গুলিবিদ্ধ যুবকের নাম ওবায়দুল রহমান। তাকে গুলি করার অভিযোগ উঠেছে ব্রজেন্দ্র সিংহ নামে এক জওয়ানের বিরুদ্ধে। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল ওবায়দুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তার বিরুদ্ধে এলাকায় গরু পাচারের অভিযোগ ছিল দীর্ঘ দিন ধরে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে বলেও বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু ওই যুবক ঠিক তথ্য না দেওয়ায় সন্দেহ হয় ব্রজেন্দ্র সিংহের। তখনই তিনি গুলি চালান। অন্য দিকে, ওবায়দুলের অভিযোগ, সে গরু চোর নয় বার বার বলা সত্ত্বেও কোনও কর্ণপাত করেননি ব্রজেন্দ্র। তার কাছে জোর করে টাকা আদায়েরও চেষ্টা করা হয়। সে দিতে অস্বীকার করলে গুলি চালায় ওই জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় ওবায়দুল বহরমপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি।
|
মালদহে গুলিবিদ্ধ হয়ে সিপিএম কর্মীর মৃত্যু |
মালদহের রতুয়ায় বিলাইমারি গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলা সিপিএম কর্মীর। মৃতের নাম গাজলি বিবি। স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে রাস্তা নির্মাণের জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার এক সর্বদলীয় বৈঠক ছিল। সেই সময় হঠাত্ই বৈঠকে গণ্ডগোল শুরু হয়। চলে বোমাবাজি ও গোলাগুলি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। এই ঘটনার জন্য কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। অন্য দিকে, কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাস্তা নির্মাণে বেনিয়ম করছিল সিপিএম। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা প্রত্যেকেই কংগ্রেস কর্মী বলে জানা গিয়েছে। এলাকায় নামানো হয়েছে র্যাফ। |