হাওড়ায় তুলোর গুদামে আগুন |
আজ উত্তর হাওড়ার একটি তুলোর গুদামে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের চারটি ইঞ্জিন। দাহ্য পদার্থে ঠাসা এই গুদামে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। কিন্তু দমকলের তত্পরতায় আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। গুদাম-সহ পার্শ্ববর্তী অঞ্চলে কোথাও আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন দমকলকর্মীরা। ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
|
আজ বারাসতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সিরাজুল বিশ্বাস নামে ওই কর্মী এলাকায় অত্যন্ত জনপ্রিয় ও সমাজসেবী হিসাবেই পরিচিত। পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যেই এই ধরণের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাস্তার ধার থেকে সিরাজুলের দেহ উদ্ধার করে পুলিশ। শ্বাসরোধ করেই তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ কুকুর এনে তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় তৃণমূল সমর্থকেরা। খবর পাঠানো হয়েছে এলাকার সাংসদ কাকলি ঘোষদস্তিদারের কাছেও।
|
বীরভূমের লোহাপুর স্টেশনে ভাঙচুর |
আজ সকাল ৮টা নাগাদ বীরভূমের লোহাপুর স্টেশনে ভাঙচুর চালান একদল উত্তেজিত জনতা। এরা মূলত মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবক বলেই অভিযোগ। কবিগুরু এক্সপ্রেস স্টেশনে না দাঁড়ানোতেই এই ক্ষোভ। বেশ কয়েক ঘন্টা স্টেশনে তাণ্ডব চালানোর পর স্থানীয় পুলিশ ও রেল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। |