জঙ্গলে গাছ কাটতে বাধা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
জঙ্গল নষ্ট করার অভিযোগ তুলে গাছ কাটতে বাধা দিয়ে বনকর্মীদের ফেরাল গ্রামসভার সদস্যরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে কালচিনি ব্লকের কোদালবস্তি রেঞ্জের মন্থরাম বিটের জঙ্গলে। বাসিন্দাদের বাধায় কাজ বন্ধ করে ফিরে আসেন বনকর্মীরা। বন্যপ্রান বিভাগের ডিএফও রাজেন্দ্র জাখর বলেন, “কী ঘটনা ঘটেছে খোঁজ নিয়ে দেখছি। প্রয়োজনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় রেঞ্জার সুরঞ্জন সরকার জানান, বন উন্নয়ন নিগমের কর্মীরা জঙ্গলে ‘কর্মাশিয়াল প্ল্যান্টেশনে’র গাছ কাটতে গিয়েছিল। গ্রামবাসীদের বাধার বিষয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ দিন দুপুরে মন্থরাম বিটে শ’দুয়েক গ্রামবাসী বনকর্মীদের যন্ত্রপাতি-সহ ঘিরে রাখেন। এলাকায় কোনও গাছ কাটা যাবে না বলে তাঁরা জানিয়ে দেন। পরে বনকর্মীরা এলাকা থেকে চলে আসেন। বন দফতর সূত্রের খবর, ১৯৯৫ সালে এলাকায় কর্মাশিয়াল প্ল্যান্টেশন হয়। সরকারি নিয়ম মেনে গত ১৪ ফেব্রুয়ারি থেকে প্রায় ২১ হেক্টের এলাকায় গাছ কাটা শুরু হয়েছে। মন্থরাম এলাকার গ্রাম সভার সদস্য অরুন রাভা বলেন, “বন দফতর নিজেরাই গাছ কাটার বিরুদ্ধে সচেতন করছেন। এ দিকে জঙ্গলের ভিতরে প্রতি বছর কয়েকশ গাছ কেটে ফেলছেন। এতে সমস্যায় পড়ছেন গ্রামের বাসিন্দারা। জঙ্গলে গাছ ও বন্য জন্তুর কোনও খাবার না থাকায় প্রায় সময় হাতি, বাইসন গ্রামে হামলা চালাচ্ছে। তাই আমরা ঠিক করেছি আর গাছ কাটতে দেব না।”
|
কুকুরের গুলি
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
কুকুর কিন্তু সব সময় প্রভুভক্ত না-ও হতে পারে। ফ্লোরিডায় খেলার ছলে একটি কুকুর তার প্রভুর পায়ে গুলি চালাল। গ্রেগরি ডালে লানিয়ার নামে ওই ব্যক্তি পোষা কুকুরটিকে নিয়ে নিজের ফোর্ড গাড়িটিতে বেরিয়েছিলেন। গাড়ির মেঝেতে পড়ে থাকা গ্রেগরির বন্দুকটি নিয়ে খেলছিল তার পোষ্যটি। হঠাৎই কুকুরটি থাবা ট্রিগারে পড়ে গুলিটি গ্রেগরির পায়ে লাগে। তবে গ্রেগরি পুলিশকে জানিয়েছেন, তিনি জানতেন না বন্দুকে গুলি ছিল।
|
পাচারের সময় ১৩০টি মিষ্টি জলের কচ্ছপ উদ্ধার করল এগরা থানার পুলিশ।
হাতেনাতে গ্রেফতার করা হল ওড়িশার প্রশান্তকুমার পাত্র ও অশোক সিংহকে।
এগরা বন দফতরের রেঞ্জার অরিন্দম রায় বলেন, “কচ্ছপগুলিকে
শঙ্করপুরের রেসকিউ সেন্টারে ছাড়া হবে।” —নিজস্ব চিত্র। |
|
চিতাবাঘের ছানা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
চা বাগান থেকে উদ্ধার করা হল দুটি চিতবাঘের শাবককে। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাটি ঘটে কালচিনি ব্লকের বিচ চা বাগানে। শাবক দুটিকে রাতে ফের ওই চা বাগনে ছেড়ে আসা হবে বলে এই দিন জানিয়েছেন বন্যপ্রাণ-৩ বিভাগের নীলপাড়া রেঞ্জ-এর বিট অফিসার গোলি তামাং। তিনি জানান, বাগানের নালা থেকে শাবক দুটি উদ্ধার করা হয়েছে। শাবক দুটিকে পরীক্ষা করা হয়েছে। শাবক দুটি সুস্থ। ওদের বাগানে ছাড়া হবে।
|
গাছের বিয়ে ইসলামপুরে
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
পাঁচটা সাধারণ বিয়ের মত দুটি গাছের বিয়ে দিলেন বাসিন্দারা। বুধবার রাতে ইসলামপুরের লোকনাথ কলোনির ঘটনা। এলাকার প্রাইমারি স্কুল লাগোয়া এলাকায় অনেক দিন ধরেই বট ও পাকুড় গাছ পাশাপাশি থাকায় ওই গাছেদের বিয়ে দিলেন বাসিন্দারা। রীতিমত বাজনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই ছিল বিয়েতে। বাসিন্দারা জানিয়েছেন, বিয়েতে যাঁরা এসেছেন প্রত্যেককেই খাওয়ানো হয়েছে খিচুড়ি ও তরকারি।
|
একটি রেসিডেন্ট হাতি ফের উপদ্রব চালাতে শুরু করেছে আযোধ্যা পাহাড়ের কয়েকটি গ্রামে। বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার একটি দলছুট দাঁতাল পাহাড়ের আড়শা থানা এলাকার ভুদা ও হিঙুটাঁড় গ্রামে ঘরে তোলা ধান ও বাড়িঘর ভেঙেছে। আড়শার রেঞ্জ অফিসার ভক্তরঞ্জন মাহাতো জানিয়েছেন, দাঁতালটি কিছু ধান খাওয়ার পাশাপাশি একটি বাড়ির দেওয়াল ভেঙেছে।
|
জখম এক গন্ডারের মৃতদেহ উদ্ধার হল শীল তোর্সা নদীর চর থেকে। বৃহস্পতিবার সন্ধ্যায় টহলদারি করার সময় জলদাপাড়ার পশ্চিম রেঞ্জের বন কর্মীরা নদীর ধারে গন্ডারটিকে মৃত অবস্থায় দেখতে পান।
|
আমের মুকুলে মধুলোভী। বালুরঘাটে। ছবি: অমিত মোহান্ত |
|