প্রসঙ্গ বাজেট

মোবাইল দামি
দামি মোবাইল কিনবেন? তা হলে খরচ আরও একটু বাড়ল। দু’হাজার টাকার বেশি দামের মোবাইলের উৎপাদন শুল্ক বাড়ল ৬%। চিদম্বরমের যুক্তি, বিদেশে তৈরি ৭০ ভাগ ও দেশি মোবাইলের ৬০%-র দাম এর কম।
‘কোর’ ডাক ঘর
কোর ব্যাঙ্কিং এ বার ডাক ঘরেও। লম্বা লাইন, মান্ধাতা আমলের টাকা জমা-তোলার ব্যবস্থা বিদেয় করে এ বার যান্ত্রিক হওয়ার পথে পা বাড়াচ্ছে ডাক ঘর। বরাদ্দ হল ৫৩২ কোটি।
ভাবনায় পরিবেশ
যা বর্জ্য, তা-ই হেলাফেলার নয়। তা থেকে শক্তি তৈরিতে পুরসভার অধীনে প্রকল্প চায় কেন্দ্র। পুনর্ব্যবহারযোগ্য শক্তির দাম কম রাখতে পাঁচ বছর অল্প সুদে ধার।
আরও এফএম
এ বার রেডিও খুললেই এফএম শোনা যাবে আরও বেশি শহরে। ২৯৪টি নতুন শহরকে এর আওতায় আনা হচ্ছে।
আমার বিশ্বাস, প্রত্যেক করদাতার মধ্যে একটু করে আজিম প্রেমজি লুকিয়ে আছেন।
পি চিদম্বরম,
প্রশংসনীয় বাজেট। ঘাটতি মেটানো এবং একই সঙ্গে আর্থিক বৃদ্ধির দিশা দেখিয়েছেন অর্থমন্ত্রী।
মনমোহন সিংহ,
প্রসঙ্গ বিবেকানন্দ
শেষবেলায় বিবেকানন্দ। দেশের ক্ষমতা বোঝাতে স্বামীজির কথা উদ্ধৃত করেন চিদম্বরম: “তোমার মধ্যে ক্ষমতা আছে। নিজের ভবিষ্যৎ নিজেই গড়ো।”
মুখর মুলায়মও
বিরোধীরা বলছেন ললিপপ বাজেট। সমালোচনায় সরব শরিক মুলায়মও। তাঁর কথায়, আজকের বাজেট গরিব ও কৃষক বিরোধী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.