টুকরো খবর
কারাদণ্ডের আদেশ দিল ক্রেতা আদালত
আগাম টাকা নিয়ে সঠিক ভাবে বাড়ি তৈরি করে না দেওয়ায় ঠিকাদারকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিল দার্জিলিং জেলা ক্রেতা সুরক্ষা আদালত। মঙ্গলবার বিকালে ক্রেতা সুরক্ষা আদালতের সভাপতি গোপাল ঘোষ ওই রায় দিয়েছেন। সাজাপ্রাপ্তের নাম তন্ময় সরকার। তার বাড়ি শিলিগুড়ি মিলনপল্লি এলাকায়। অভিযোগকারী অভিজিৎ পাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। ২০১০ সালে তাঁর বাড়ি তৈরি নিয়ে সমস্যার সূত্রপাত। অভিজিৎবাবুর আইনজীবী রথীন সরকার বলেন, “বহুবার অভিযুক্তকে টাকা ফেরৎ দেওয়ার সুযোগ দিয়েছিল আদালত। কিছু টাকা দেওয়ার পর তিনি টাকা দিচ্ছিলেন না। আদালতের নির্দেশে গত ২২ ফেব্রুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে। এ দিন আদালত অভিযুক্তের তিন বছরের যে সাজার নির্দেশ দিয়েছে তা রাজ্যে অন্যত্র কোনও দিন হয়নি।” আদালত সূত্রের খবর, ২০১০-এ অভিজিৎবাবু ব্যাঙ্ক থেকে বাড়ি তৈরির জন্য ৫ লক্ষ ২৫ হাজার টাকা ঋণ নেন। তন্ময়বাবুর বাড়িটি তৈরি করে দেওয়ার কথা ছিল। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে তিনি তন্ময়বাবুকে ৪ লক্ষ টাকা দেন। কিছু কাজের পর তন্ময়বাবু কাজ বন্ধ করে দেন। এর পর তিনি আর অভিজিৎবাবুর সঙ্গে দেখা করছিলেন না। অভিজিৎবাবু আদালতের দ্বারস্থ হন। ইতিমধ্যে ইঞ্জিনিয়ারেরা অর্ধসমাপ্ত বাড়িটি ঠিক কত টাকার কাজ হয়েছে তা জানান। আদালত তন্ময়বাবুকে ২ লক্ষ ৪১০০০ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন।

বিশ্বরেকর্ডে সংবর্ধিত পাঁচ
বিশ্ব রেকর্ড করে গিনেস বুকে নাম ওঠায় স্থানীয় ৫ প্রতিবন্ধী যুবককে সংবর্ধনা জানাল শিলিগুড়ি ফ্রেন্ডস অব ডিসেবলড। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে তাঁদের সংবর্ধনা জানানো হয়। ওই পাঁচ যুবক হলেন বাপি দে, নারায়ণ বল, সাধন সরকার, রতন রায়, এবং জগদীশ রায়। তাঁদের দুটি পা হাঁটুর নিচ থেকে নেই। ট্রাই সাইকেলে চলাফেরা করেন। রতনবাবুর ডান পা পোলিও আক্রান্ত। বাকি তিন জনের হাতে সমস্যা রয়েছে। শিলিগুড়ি থেকে নাথু লা পর্যন্ত ১৪৪২১ ফুট উচ্চতায় ট্রাই সাইকেল নিয়ে অভিযান করেছিলেন তাঁরা। সেটা ২০০৫ সালের এপ্রিল মাস। ২০০৬ সালে লিমকা বুক অব রেকর্ডসেও তাঁদের নাম উঠেছিল। কিন্তু তা যে বিশ্বরেকর্ড ছুঁয়েছে তা তাঁরা জানতেন না। নতুন নজির তৈরির চেষ্টা করতে তাঁরা ১৮২৮০ ফুট উচ্চতায় সিকিমের গুরুদম্বা আর সি পোস্ট পর্যন্ত অভিযানের পরিকল্পনা নেন। কিন্তু তা বিশ্বরেকর্ড হবে কি না ইন্টারনেটে খুঁজতে গিয়ে দেখেন গিনেস বুকে তাঁদের আগের অভিযান বিশ্বরেকর্ড হিসাবে নথিভুক্ত। এর পরেই ওদের সংবর্ধনা দেওয়া হয় বলে জানান উদ্যোক্তা সংগঠনের সম্পাদক খোকন ভট্টাচার্য।

পুনর্গণনার নির্দেশ
শিলিগুড়ি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ভোটের ফলাফল পুর্নগণনার নির্দেশ দিল আদালত। মঙ্গলবার। ১ মার্চ শিলিগুড়ি আদালতে গণনা হবে। ২০০৯ সালের ভোটে ওই ওয়ার্ডে জেতেন সিপিএম প্রার্থী মায়া পাসোয়ান। বিরোধী তৃণমূল প্রার্থী অজন্তা বিশ্বাস গণনায় কারচুপির অভিযোগ তুলে আদালতে যান। দার্জিলিং জেলা এবং শিলিগুড়ি আদালতে মামলা চলার পর এ দিন বিচারক রায় ঘোষণা করেন।

ধৃত তিন
বেআইনি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করার অভিযোগে তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার ভক্তিনগর থানার ইসকন রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হল শাস্ত্রী নগরের যোগেশ বিশ্বাস ও ব্রহ্মানন্দ ত্রিপাঠি আর জলেশ্বরীর যামিনী দেবনাথ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.