রেল বাজেট ২০১৩-১৪
এক ঝলকে
• আপাতত বাড়ল না লোকাল ট্রেন ও মেট্রোর ভাড়া
• সব ট্রেনের বাতানুকূল কামরায় সংরক্ষণ চার্জ বৃদ্ধি
• সুপার ফাস্ট ট্রেনের সব শ্রেণিতে অতিরিক্ত চার্জ বৃদ্ধি
• বাড়ল টিকিট বাতিলের খরচও
• তৎকালের ফি বাড়ল
• পণ্য মাসুল বাড়বে গড়ে ৫.৮ শতাংশ হারে
• নতুন ৬৭টি এক্সপ্রেস এবং ২৬টি প্যাসেঞ্জার ট্রেন
• নতুন ৮টি ডিইএমইউ এবং ৫টি এমইএমইউ
• ৫৭টি ট্রেনের পাল্লা, ২৪টি ট্রেনের যাত্রার দিন বাড়ছে
• আগামী অর্থবর্ষে দেড় লক্ষ চাকরির আশ্বাস
• যাত্রী এবং কর্মীদের সুবিধার জন্য আধার নম্বর ব্যবহার
• অধিকাংশ ট্রেনে বিনামূল্যে ওয়াই-ফাই-এর সুবিধা
• দিনে ২৩ ঘণ্টা ই-টিকিট কাটার সুবিধা, পরিষেবা মোবাইলেও
• যাত্রীদের অভিযোগ শুনতে নতুন টোল ফ্রি নম্বর ১৮০০-১১১-৩২১ চালু ফেব্রুয়ারি থেকেই


ঘুরপথে

• বাতানুকূল প্রথম, এগ্জিকিউটিভ শ্রেণি ৩৫
থেকে বেড়ে ৬০
• বাতানুকূল ২ টিয়ার দ্বিগুণ বেড়ে ৫০
• বাতানুকূল চেয়ার কার, ৩ টিয়ার ২৫ থেকে বেড়ে ৪০
• স্লিপার ক্লাস ১৫ থেকে বেড়ে ২৫
• বাতানুকূল চেয়ার কার ২৫ থেকে বেড়ে ৫০
• বাতানুকূল ৩ টিয়ার বাড়ল ৫০ টাকা
• বাতানুকূল ২ টিয়ার, এগ্জিকিউটিভ শ্রেণি বাড়ল ১০০ টাকা
• দ্বিতীয় শ্রেণি এবং স্লিপার ক্লাস ৫ টাকা
• প্রথম শ্রেণি, বাতানুকূল চেয়ার কার,
৩ টিয়ার, ২ টিয়ার ১৫ টাকা
• বাতানুকূল প্রথম,
এগ্জিকিউটিভ শ্রেণি ২৫ টাকা
• অসংরক্ষিত এবং আরএসি টিকিট
৫ থেকে বেড়ে ১০
• সংরক্ষিত টিকিট ১০ থেকে বেড়ে ৫০

আয়েসের অনুভূতি

শতাব্দী-রাজধানীতে এ বার বিশেষ
অনুভূতি।এ দু’টি ট্রেনে জোড়া হবে
বিশেষ আরামদায়ক কোচ। নাম
অনুভূতি। ভাড়া হবে আয়েসমাফিক।
ট্রেনেই তলব

পরের জংশনের জন্য আর অপেক্ষা
নয়। সাফাই বা অন্য দরকারে এসএমএসে বা ফোনে তলব করলেই মিলবে পরিষেবা। চলন্ত ট্রেনে। প্রথমে পরীক্ষামূলক ভাবে।
ওয়াইফাই

কিছু ট্রেনে মিলবে ওয়াইফাইয়ের
সুবিধা। নিখরচায়। নতুন প্রজন্ম ছুটছে
নিত্যনতুন প্রযুক্তির জন্য। বনশলের
রেল তাদের জন্য।

নীর ছ’টি

রেলের পানীয় জলের চাহিদা বেড়েছে।
হচ্ছে রেল নীরের নতুন ছ’টি বটলিং
প্ল্যান্ট। বিজয়ওয়াড়া, নাগপুর,
ললিতপুর বিলাসপুর, জয়পুর ও
আমদাবাদে।
প্লাস্টিক বিদায়

লালুপ্রসাদের সেই মাটির ভাঁড়ে না
ফিরলেও ফের প্লাস্টিককে বিদায়
জানাচ্ছে রেল। খাবার পরিবেশনে
এ বার কাগজ বা তেমন কিছু
ব্যবহার করা হবে, যা মাটিতে
মিশে যায়, দূষণ ছড়ায় না।
আলো-বাতাস

আলো-বাতাসের উপরে ভরসা বাড়াতে
চায় রেল। তাই লক্ষ্য ১০০০ লেভেল ক্রসিংয়ে সৌরবিদ্যুৎ ব্যবহার। তৈরি হবে বিদ্যুৎ জোগানোর জন্য কিছু হাওয়াকলও। শক্তি পরিচালনা সংস্থা (আরইএমসি)-ও গড়বে রেল।

রাগী সনিয়া

রায়বরেলীতে রেল কারখানার কথা
শুনেই সপা সাংসদ আর কে সিংহ
পটেল ছিঁড়ে উড়িয়ে দিলেন কাগজ।
গোলমালে যোগ দিলেন বিএসপি,
জেডিইউ, তৃণমূল, বামেরাও।
দেখেশুনে রেগে গেলেন সনিয়া।
পদ্যে পবন

শুরুতেই ক্রিস্টিন ওয়েদার্লির কবিতা
‘দ্য লিটল ব্লু ইঞ্জিন’ থেকে ক’লাইন।
সেখানে ট্রেন চলার ছন্দে জানালেন:
আমিও পারি! যাত্রী স্বাচ্ছন্দ্যর বেলাতেও
দুই হিন্দি পংক্তি। সব শেষে ফের
ক্রিস্টিন। বক্তৃতায় এ ভাবেই
পদ্যে মগ্ন পবন।
 
বাংলার বরাদ্দ নতুন ট্রেন
মেল-এক্সপ্রেস
হাওড়া-চেন্নাই এসি এক্সপ্রেস (দ্বিসাপ্তাহিক)হাওড়া-নিউ জলপাইগুড়ি এসি এক্সপ্রেস (সাপ্তাহিক)কলকাতা-আগরা এক্সপ্রেস (সাপ্তাহিক) কলকাতা-সীতামঢ়ী এক্সপ্রেস (সাপ্তাহিক) কামাখ্যা (গুয়াহাটি)-বেঙ্গালুরু এসি এক্সপ্রেস (সাপ্তাহিক)। হাওড়া হয়ে কামাখ্যা (গুয়াহাটি)-আনন্দ বিহার এক্সপ্রেস (সাপ্তাহিক) নিউ জলপাইগুড়ি হয়ে কাটিহার-হাওড়া এক্সপ্রেস (সাপ্তাহিক) যোধপুর-কামাখ্যা (গুয়াহাটি) এক্সপ্রেস (সাপ্তাহিক) নিউ জলপাইগুড়ি হয়ে
প্যাসেঞ্জার
• শিয়ালদহ-বহরমপুর কোর্ট
যাত্রাপথ সম্প্রসারণ
• অজমের-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস উদয়পুর পর্যন্ত,
• অজমের-কিষানগঞ্জ এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি পর্যন্ত
• কলকাতা-বহরমপুর কোর্ট এক্সপ্রেস লালগোলা পর্যন্ত
• গুয়াহাটি-এর্নাকুলাম এক্সপ্রেস তিরুবনন্তপুরম পর্যন্ত
• নয়াদিল্লি-নিউ ফরাক্কা এক্সপ্রেস মালদহ পর্যন্ত
• নিউ জলপাইগুড়ি-দ্বারভাঙ্গা এক্সপ্রেস সীতামঢ়ী পর্যন্ত
• শিয়ালদহ-বারাণসী এক্সপ্রেস দিল্লি পর্যন্ত (সপ্তাহে দু’দিন)
কৃষ্ণনগর সিটি-বহরমপুর কোর্ট (মেমু) রানাঘাট থেকে কাশিমবাজার পর্যন্ত
দিন বাড়ল
• হাওড়া-মালদহ টাউন এক্সপ্রেস ছয়ের বদলে সাত দিন
• মালদহ-জামালপুর এক্সপ্রেস ছয়ের বদলে সাত দিন
ডবল লাইন
• বেথুয়াডহরি-পলাশি
• বেলাকোবা-রানিনগর-জলপাইগুড়ি
• নিউ আলিপুরদুয়ার-শামুকতলা রোড
• নিউ কোচবিহার-বাণেশ্বর তমলুক-মহিষাদল
ডবল লাইন সমীক্ষা
• পুরুলিয়া-কোটশিলা

বাংলার হাল

মেট্রোরেল
প্রকল্প ২০১২-১৩ এখন পর্যন্ত খরচ ২০১৩-১৪ আরও চাই
নোয়াপাড়া-বারাসত
১০৫০ ৬০.৩৬ ১৭০ ২১৬৪.৩৬
বিমানবন্দর-নিউ গড়িয়া ১০৫০ ২১৬.৬৬ ২৫০ ৩৪৮৫.৩২
দমদম-টালিগঞ্জ ৬০০ ৩২৩৪ ৩০ ১৩৯.৪৯
জোকা-বিবাদী বাগ ৭৫০ ২৫১.৬২ ৪৫ ২৩২২.৪০
বরানগর-ব্যারাকপুর-দক্ষিণেশ্বর ৬০২ ২০৫৮ ১০ ১.৪৯
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর ১০০ ৪৭৭৪.৫৮
কারখানা
কাঁচরাপাড়া ১০০ ১৮.৬৫ ১.৯৪ ৭৩৯.৫৭
ডানকুনি ২২ ৬০.১৯ ১৯ ১৮৬.৭৬
শ্যামনগর বাজেটে প্রস্তাব ৭৮.২৬
হলদিয়া ডেমু কারখানা বাজেটে প্রস্তাব ১০ ১৬৭.৪৬
লাইন ও প্রকল্প
লক্ষ্মীকান্তপুর-নামখানা-চন্দননগর ৩০ ১৬০.৭০ ৩৮১
তমলুক-দীঘা, দেশপ্রাণ-নন্দীগ্রাম ২৫ ৪২১ ১৫ ৬৩৯
বাদুতলা-ঝাড়গ্রাম ২৮৭
নলহাটি-সাগরদিঘি ডাবলিং বাজেটে প্রস্তাব ১৩.৬৪ ২৪ ৯৪.৩৭
হাওড়া শম্ভুমিত্র সংস্কৃতি কেন্দ্র বাজেটে প্রস্তাব ০.৫০ ২৯.৭৮
(সব কোটি টাকার অঙ্কে)

তাঁরা বলেন


রেল প্রতিমন্ত্রী


তৃণমূল


সিপিএম
বাংলার জন্য বাজেট
করার দায়বদ্ধতা ছিল না।
আমরা বাজেট
করেছি দেশের কথা ভেবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের
কাজকে খাটো করার জন্য
প্রতিহিংসামূলক
বাজেট করেছে কংগ্রেস।
৩ বছর ধরে (তৃণমূলের আমলে)
রেলে সঙ্কট তৈরি করা
হয়েছে। এখন ফল টের
পাওয়া যাচ্ছে।


সপা


বিএসপি


এটা কংগ্রেসের বাজেট।
রায়বরেলীকে ট্রেন দিন, কিন্তু
বুন্দেলখণ্ড-পূর্বাঞ্চলকে
দেখছেন না কেন?
এই বাজেট থেকে গরিব
মধ্যবিত্তের লাভ হবে না।
পিছনের দরজা দিয়ে
ভাড়াও বাড়ানো হয়েছে।
এটা রায়বরেলী-বাজেট।
আনুগত্য প্রকাশেরও
একটা সীমা থাকে।

বাড়ল পরিবহণ ব্যয়
৫.৭৯% — খাদ্যশস্য, ডাল, কয়লা, লোহা ও ইস্পাত, সিমেন্ট, উচ্চ গতিসম্পন্ন ডিজেল, কেরোসিন, এলপিজি
৫.৮০% —ইউরিয়া, আকরিক লোহা
৫.৮১% — বাদাম তেলহিসেব প্রতি টনে



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.