• ময়ূরেশ্বরের পারুলিয়া তরুণ সঙ্ঘ পরিচালিত ৮ দলীয় জয়তী চট্টোপাধ্যায় স্মৃতি ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হুগলির ফুরফুরা ডায়মন্ড ক্লাব। ২৪ ফেব্রুয়ারি স্থানীয় স্কুল মাঠে ওই খেলা হয়। ২৪\২২ এবং ২৪\১৮ সেটে নৈহাটি হ্যাপি ইলেভেনকে হারায় ডায়মন্ড ক্লাব। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নৈহাটির সৌমেন পাল এবং ডায়মন্ড ক্লাবের কাজি ইসলাম ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। খেলার উদ্বোধন করেছিলেন ভলিবল খেলোয়াড় বিশ্বরূপ দত্ত। ক্লাবের সম্পাদক সুশান্ত বাগদি জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ২৫০০ ও ১৫০০ টাকা দেওয়া হয়েছে।
• ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পরিচালনায় এবং বীরভূম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ৫ মার্চ শুরু হবে তিন দিনের ইস্ট জোনের সিনিয়র আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতা। সিউড়িতে জেলা ক্রীড়া সংস্থার মাঠে ওই খেলা হবে। বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ জেলা দল প্রতিযোগিতায় যোগ দেবে।
• এড্স এবং থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বভারতীর কর্মিসভা ও বোলপুর জয়ন্ত স্মৃতি সঙ্ঘের পরিচালনায় হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। গত ২৩ ফেব্রুয়ারি শান্তিনিকেতনের উপাসনা মন্দির প্রাঙ্গণ থেকে কবিগুরু ক্রীড়াঙ্গন পর্যন্ত ৫ কিমি ওই দৌড় প্রতিযোগিতায় বিশ্বভারতীর শারীর শিক্ষা বিভাগ, বোলপুর কলেজ এবং স্থানীয় বিভিন্ন ক্লাব ও সংস্থা থেকে ২৫০ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে বিশ্বভারতীর রুইদাস সোরেন, সঞ্জীব মাঝি, এবং শেখ সাইফুদ্দিন। প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন বিশ্বভারতীর রবীন্দ্রভবনের ডিরেক্টর তপতী মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন পল্লিসংগঠন বিভাগের উপাধ্যক্ষ সুজিতকুমার পাল, জয়ন্ত স্মৃতি সঙ্ঘের সভাপতি গৌতম সাহা-সহ বিশিষ্ট জনেরা। |
বোলপুর মহকুমা ক্রিকেট প্রতিযোগিতা।—নিজস্ব চিত্র। |
• বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় ২২ ফেব্রুয়ারি থেকে বোলপুর স্টেডিয়ামে শুরু হয়েছে মহকুমা আন্তঃক্লাব ক্রিকেট প্রতিযোগিতা। ৪টি দল যোগ দিয়েছে। আজ বুধবার ফাইনালে মুখোমুখি হবে বোলপুর ইয়ং টাউন ক্লাব ও দেবেন্দ্রগঞ্জ ইয়ুথ অ্যান্ড বয়েজ ক্লাব। |