প্রয়াত তিন সাহিত্যিক হুমায়ুন আহমেদ, সৈয়দ মুস্তাফা সিরাজ ও সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে মুর্শিদাবাদ জেলা থেকে সম্প্রতি বেশ কিছু পত্রিকা প্রকাশিত হয়েছে। বহরমপুর থেকে টানা ৪৬ বছর ধরে প্রকাশিত উৎপলকুমার গুপ্ত সম্পাদিত ‘সময়’ পত্রিকার এ বারের সংখ্যাটি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণ সংখ্যা। প্রকাশিত হয়েছে সিরাজ স্মরণে কাজি আমিনুল ইসলাম সম্পাদিত ‘জঙ্গিপুর সাহিত্য সংসদ সাহিত্য পত্রিকা’, ফারুক আহমেদ সম্পাদিত ‘উদার আকাশ’-এর ‘হুমায়ুন-সিরাজ-সুনীল’ স্মরণ-সংখ্যা, ‘সুনীল-সিরাজ’ স্মরণে পাঁচগ্রাম থেকে প্রকাশিত রাজেশ চট্রোপাধ্যায় সম্পাদিত ‘নবপল্লব’। |
বহরমপুর বইমেলা উপলক্ষে মুর্শিদাবাদ থেকে সম্প্রতি প্রকাশিত পত্রিকাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সৈয়দ খালেদ নৌমান সম্পাদিত ২৩তম বছরের ‘অর্কেষ্ট্রা’। ‘প্রকাশিত হয়েছে তাপস ঘোষ সম্পাদিত ‘চারুলতা’, সমরেন্দ্র রায় সম্পাদিত ‘সমিধ’, কুশলকুমার বাগচি সম্পাদিত ‘শব্দমৌলি’, গোপাল বাইন সম্পাদিত ‘বিস্তার’, বহরমপুরের ‘তমস’ পত্রিকার প্রথম বছরের প্রথম সংখ্যা। অর্কেষ্ট্রা’র বইমেলা সংখ্যায় রয়েছে কয়েকজনের গুচ্ছ কবিতা ও কবিতা সম্পর্কিত গদ্য। দিল্লির ধর্ষণকাণ্ডের প্রতিবাদে বেথুয়াডহরি থেকে প্রকাশিত হয়েছে নীলাদ্রিশেখর সরকারের ‘কথাকৃতি’ পত্রিকার ‘রাজধানী নরক’ সংখ্যা। পত্রিকাগুলির প্রচ্ছদ এঁকেছেন কবি সমীরণ ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, চিত্রশিল্পী কৃষ্ণজিত সেনগুপ্ত, সৈয়দ সুশোভন রফি প্রমুখ। |
গত রবিবার বহরমপুর শহরের বরিশাল কলোনিতে কবি সুপ্রিতী বিশ্বাসের বাড়িতে অনুষ্ঠিত হল ‘মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’র ১৬১তম সাহিত্যপাঠের আসর। আয়োজক সংস্থার সম্পাদক বলেন, “ওই দিনের সাহিত্যপাঠের আসরে ৪২ জন কবি সাহিত্যিক অংশ নেন। ‘তরুণ কবি ও আধুনিক কবিতা’ আলোচনায় অংশ নেন অনেকে।” |
ফরাক্কার জাফরগঞ্জ গ্রামে গত ২১ ফেব্রুয়ারি দিনভর ভাষাশহিদ দিবস পালন করা হয়। আয়োজক সংস্থা ‘মধ্যবঙ্গ বান্ধব’ পত্রিকা গোষ্ঠীর পক্ষে কল্যাণ মুখোপাধ্যায় জানান, প্রভাত ফেরি দিয়ে শুরু হয় ভাষাদিবস পালন অনুষ্ঠান। নৃত্যানুষ্ঠান, গীতি আলেখ্য ও নাটক পরিবেশন করা হয়।
|
কান্দির মহলন্দি গ্রামে গত ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিন ধরে অনুষ্ঠিত হল ২৯তম ক্রীড়া ও বঙ্গ-সংস্কৃতি উৎসব। দুই বাংলার শিল্পীরা সেখানে আলকাপ, বাউল, কবিগান, রায়বেশে, নাটক, জারিগান, মুসলিম বিয়ের গান, মোঠোগান, লোকগান ও বাংলা ব্যান্ডের গান ও নৃত্যনাট্য পরিবেশন করেন। মহলন্দি ইস্টার্ন ক্লাব পরিচালিত ওই অনুষ্ঠানে ছিল ক্রীড়া প্রতিযোগিতাও। |