অধীর অপেক্ষার পরে...

অশোক দাস
(জেলা কংগ্রেস মুখপাত্র)

এ জেলার জন্য বাজেটে অপ্রত্যাশিত ভাবে বরাদ্দ হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, রেলের যন্ত্রাংশ তৈরি ও মেরামতির কারখানা। ফলে এ জেলার বাসিন্দা হিসবে আমি গর্বিত। চুঁয়াপুর ওভারব্রিজ, আজিমগঞ্জে রেলসেতু ও ভাগীরথীর দু’পাড়ের ডবল লাইনের কথা বাজেটে রয়েছে।


বিপাসা দে
(বিশ্ববিদ্যালয়ের ছাত্রী)

প্রশিক্ষণ কেন্দ্র, কারখানা করায় জেলার মানুষ হিসাবে ভাল লাগছে। তবে ট্রেন বাড়বে, রাত ৮টা থেকে ৯টার মধ্যে শিয়ালদহ থেকে লালগোলাগামী একটি ট্রেন বরাদ্দ হবে ও ভাগীরথীর দু’ পাড়ে দ্রুত ডবল লাইন চালু করার জন বাজেটে ব্যবস্থা থাকবে বলে আশা করেছিলম।


তুষার দে
(সিপিএম নেতা)

গনি খানের আমল থেকে রেলমন্ত্রীদের কাছে মুর্শিদাবাদ প্রতিশ্রুতি ছাড়া কিছুই পায়নি। বহরমপুর-কৃষ্ণনগর ভায়া করিমপুর নতুন রেললাইনের দাবি কয়েক দশকের। কিন্তু পেলাম না। বহরমপুর দিয়ে দূরপাল্লার ট্রেন চালু না করায়, হতাশ। বহরমপুর, লালবাগ মডেল স্টেশনও হল না।


আসরাফ আলি রিজভি
(শিক্ষক)


ধনধান্যে এক্সপ্রেস লালগোলা পর্যন্ত সম্প্রসারণ করায়, নতুন ট্রেন কাটোয়া- জঙ্গিপুর ডিএমইউ এবং বহরমপুর-কৃষ্ণনগর মেমু ট্রেনটির যাত্রাপথ কাশিমবাজার-রানাঘাট করা খুশির খবর। কিন্তু ট্রেনের সংখ্যা পর্যাপ্ত পরিমানে না বাড়ানোয় প্রত্যাশা পূরণ হয়নি।


নবকুমার পাল
(তৃণমূল নেতা)

রেলের প্রতিমন্ত্রী এ জেলার, অথচ বাজেটে এ জেলার জন্য কোনও রকম বরাদ্দ না করে তিনি হতাশ করেছেন। চৌরিগাছা-সাঁইথিয়া ভায়া কান্দি রেলপথের দাবি কয়েক দশকের। অথচ বাজেটে ওই প্রকল্পে বরাদ্দ না করে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন রেলের প্রতিমন্ত্রী।


মহুয়া বন্দ্যোপাধ্যায় চক্রবর্তী
(নাট্যকর্মী)
চোঁয়াপুরে রেলগেটের উপর ওভারব্রিজ তৈরি ও নশিপুর-আজিমগঞ্জে ভাগীরথীর উপর রেলসেতু চালুর প্রতিশ্রুতি রক্ষা হলে তা সুখবর নিশ্চয়। তবে ভাগীরথীর দু’ পাড়ে দ্রুত ডবল লাইন, বৈদ্যুতিকীকরণ, আজিমগঞ্জ-নশিপুরের রেলসেতু দ্রুত চালু করা ও ট্রেনের বাড়ালে সুবিধা হত।
দুই জেলার প্রাপ্তিযোগ
পাওয়া

মুর্শিদাবাদ।


হাওড়া-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (এসি) ভায়া মালদা টাউন (সাপ্তাহিক)।
কাটিহার-হাওড়া এক্সপ্রেস ভায়া মালদা টাউন (সাপ্তাহিক)।


শিয়ালদহ-বহরমপুর কোর্ট।


কাটোয়া-জঙ্গিপুর।


১৩১১৭/১৩১১৮ কলকাতা-বহরমপুর কোর্ট এক্সপ্রেস লালগোলা পর্যন্ত।
৬৩১৩১/৬৩১৩২ কৃষ্ণনগর সিটি-বহরমপুর কোর্ট মেমু ট্রেন রানাঘাট থেকে কাশিমবাজার পর্যন্ত।


১৩৪৫৬/১৩৪৬৬ হাওড়া-মালদা টাউন এক্সপ্রেস আগে ৬ দিন চলত। এখন রোজ।


ভগবানগোলা-জিয়াগঞ্জ।
কৃষ্ণনগর-ধুবুলিয়া।
ফুলিয়া-কালীনারায়ণপুর।


আজিমগঞ্জ-জিয়াগঞ্জ (নসিপুর রেলসেতু)।


বেথুয়াডহরি-পলাশি।
ধুবুলিয়া-মুরাগাছা।
নবদ্বীপধাম-পূর্বস্থলী।


১৪০০৩/১৪০০৪ নিউ দিল্লি-নিউ ফরাক্কা এক্সপ্রেস মালদা টাউন পর্যন্ত।


কৃষ্ণনগর সিটি-আমঘাটা।
নসিপুর রেলসেতু দিয়ে ট্রেন চালু।
ধনধান্য এক্সপ্রেস লালগোলা পর্যন্ত সম্প্রসারণ।

না-পাওয়া
• বহরমপুর:
চুঁয়াপুর রেলগেটে উড়াল পুল নির্মাণ।

• জঙ্গিপুর:
আজিমগঞ্জ-ফরাক্কা পর্যন্ত ডাবল লাইন ও বৈদ্যুতিকীকরণ।

• কান্দি:
চৌরিগাছা-সাঁইথিয়া ভায়া কান্দি রেলপথ।
ফরাক্কা-হাওড়া ভায়া কাটোয়া এক্সপ্রেস।

• কৃষ্ণনগর:
সকালের দিকে কৃষ্ণনগর-প্রিন্সেপ ঘাট ট্রেন।
কৃষ্ণনগর-শিয়ালদহ একটি এক্সপ্রেস ভায়া শান্তিপুর।

• নবদ্বীপ:
নবদ্বীপ-পুরী এক্সপ্রেস।

• করিমপুর:
কৃষ্ণনগর-করিমপুর রুটে লাইন পাতার কাজ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.