অশোক দাস
(জেলা কংগ্রেস মুখপাত্র)
|
এ জেলার জন্য বাজেটে অপ্রত্যাশিত ভাবে বরাদ্দ হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, রেলের যন্ত্রাংশ তৈরি ও মেরামতির কারখানা। ফলে এ জেলার বাসিন্দা হিসবে আমি গর্বিত। চুঁয়াপুর ওভারব্রিজ, আজিমগঞ্জে রেলসেতু ও ভাগীরথীর দু’পাড়ের ডবল লাইনের কথা বাজেটে রয়েছে।
|
বিপাসা দে
(বিশ্ববিদ্যালয়ের ছাত্রী)
|
প্রশিক্ষণ কেন্দ্র, কারখানা করায় জেলার মানুষ হিসাবে ভাল লাগছে। তবে ট্রেন বাড়বে, রাত ৮টা থেকে ৯টার মধ্যে শিয়ালদহ থেকে লালগোলাগামী একটি ট্রেন বরাদ্দ হবে ও ভাগীরথীর দু’ পাড়ে দ্রুত ডবল লাইন চালু করার জন বাজেটে ব্যবস্থা থাকবে বলে আশা করেছিলম।
|
তুষার দে (সিপিএম নেতা)
|
গনি খানের আমল থেকে রেলমন্ত্রীদের কাছে মুর্শিদাবাদ প্রতিশ্রুতি ছাড়া কিছুই পায়নি। বহরমপুর-কৃষ্ণনগর ভায়া করিমপুর নতুন রেললাইনের দাবি কয়েক দশকের। কিন্তু পেলাম না। বহরমপুর দিয়ে দূরপাল্লার ট্রেন চালু না করায়, হতাশ। বহরমপুর, লালবাগ মডেল স্টেশনও হল না।
|
আসরাফ আলি রিজভি
(শিক্ষক)
|
ধনধান্যে এক্সপ্রেস লালগোলা পর্যন্ত সম্প্রসারণ করায়, নতুন ট্রেন কাটোয়া- জঙ্গিপুর ডিএমইউ এবং বহরমপুর-কৃষ্ণনগর মেমু ট্রেনটির যাত্রাপথ কাশিমবাজার-রানাঘাট করা খুশির খবর। কিন্তু ট্রেনের সংখ্যা পর্যাপ্ত পরিমানে না বাড়ানোয় প্রত্যাশা পূরণ হয়নি।
|
নবকুমার পাল
(তৃণমূল নেতা)
|
রেলের প্রতিমন্ত্রী এ জেলার, অথচ বাজেটে এ জেলার জন্য কোনও রকম বরাদ্দ না করে তিনি হতাশ করেছেন। চৌরিগাছা-সাঁইথিয়া ভায়া কান্দি রেলপথের দাবি কয়েক দশকের। অথচ বাজেটে ওই প্রকল্পে বরাদ্দ না করে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন রেলের প্রতিমন্ত্রী।
|
মহুয়া বন্দ্যোপাধ্যায় চক্রবর্তী
(নাট্যকর্মী)
|
চোঁয়াপুরে রেলগেটের উপর ওভারব্রিজ তৈরি ও নশিপুর-আজিমগঞ্জে ভাগীরথীর উপর রেলসেতু চালুর প্রতিশ্রুতি রক্ষা হলে তা সুখবর নিশ্চয়। তবে ভাগীরথীর দু’ পাড়ে দ্রুত ডবল লাইন, বৈদ্যুতিকীকরণ, আজিমগঞ্জ-নশিপুরের রেলসেতু দ্রুত চালু করা ও ট্রেনের বাড়ালে সুবিধা হত। |
|
দুই জেলার প্রাপ্তিযোগ |
পাওয়া |
• ট্রেনিং সেন্টার: মুর্শিদাবাদ।
• নতুন এক্সপ্রেস ট্রেন:
হাওড়া-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (এসি) ভায়া মালদা টাউন (সাপ্তাহিক)।
কাটিহার-হাওড়া এক্সপ্রেস ভায়া মালদা টাউন (সাপ্তাহিক)।
•
নতুন মেমু ট্রেন:
শিয়ালদহ-বহরমপুর কোর্ট।
•
নতুন ডেমু ট্রেন:
কাটোয়া-জঙ্গিপুর।
• সম্প্রসারিত করা হয়েছে:
১৩১১৭/১৩১১৮ কলকাতা-বহরমপুর কোর্ট এক্সপ্রেস লালগোলা পর্যন্ত।
৬৩১৩১/৬৩১৩২ কৃষ্ণনগর সিটি-বহরমপুর কোর্ট মেমু ট্রেন রানাঘাট থেকে কাশিমবাজার পর্যন্ত।
• দিন বাড়ানো হল:
১৩৪৫৬/১৩৪৬৬ হাওড়া-মালদা টাউন এক্সপ্রেস আগে ৬ দিন চলত। এখন রোজ।
•
২০১২-১৩’র মধ্যে ডবল লাইনের কাজ:
ভগবানগোলা-জিয়াগঞ্জ।
কৃষ্ণনগর-ধুবুলিয়া।
ফুলিয়া-কালীনারায়ণপুর।
•
২০১৩-১৪’র মধ্যে নতুন লাইন:
আজিমগঞ্জ-জিয়াগঞ্জ (নসিপুর রেলসেতু)।
• প্রস্তাবিত ডবল লাইন সম্প্রসারণের কাজ ২০১৩-১৪:
বেথুয়াডহরি-পলাশি।
ধুবুলিয়া-মুরাগাছা।
নবদ্বীপধাম-পূর্বস্থলী।
•
গেজ পরিবর্তন:
১৪০০৩/১৪০০৪ নিউ দিল্লি-নিউ ফরাক্কা এক্সপ্রেস মালদা টাউন পর্যন্ত।
•
প্রস্তাবিত গেজ পরিবর্তনের কাজ ২০১২-১৩’র মধ্যে:
কৃষ্ণনগর সিটি-আমঘাটা।
নসিপুর রেলসেতু দিয়ে ট্রেন চালু।
ধনধান্য এক্সপ্রেস লালগোলা পর্যন্ত সম্প্রসারণ।
|
না-পাওয়া |
• বহরমপুর:
চুঁয়াপুর রেলগেটে উড়াল পুল নির্মাণ।
• জঙ্গিপুর:
আজিমগঞ্জ-ফরাক্কা পর্যন্ত ডাবল লাইন ও বৈদ্যুতিকীকরণ।
• কান্দি:
চৌরিগাছা-সাঁইথিয়া ভায়া কান্দি রেলপথ।
ফরাক্কা-হাওড়া ভায়া কাটোয়া এক্সপ্রেস।
• কৃষ্ণনগর:
সকালের দিকে কৃষ্ণনগর-প্রিন্সেপ ঘাট ট্রেন।
কৃষ্ণনগর-শিয়ালদহ একটি এক্সপ্রেস ভায়া শান্তিপুর।
• নবদ্বীপ:
নবদ্বীপ-পুরী এক্সপ্রেস।
• করিমপুর:
কৃষ্ণনগর-করিমপুর রুটে লাইন পাতার কাজ। |
|