টুকরো খবর |
সন্তোষে আজ বাংলার সামনে অঙ্ক আর আশঙ্কা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আবার কুইলনের মাঠে সন্তোষ ট্রফি! আবার সেই কর্নাটক-আতঙ্ক!
প্রায় ২৫ বছর আগে এই কুইলনেই কর্নাটক ‘গট আপ ম্যাচ’ খেলায় পিকে বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে ছিটকে যেতে হয়েছিল সন্তোষ ট্রফি থেকে। এ বারও সেই কর্নাটক খেলবে পঞ্জাবের বিরুদ্ধে। সে জন্যই বোধহয় ম্যাচ গট আপ হওয়ার আতঙ্ক উঁকি দিচ্ছে বাংলা শিবিরে। অধিনায়ক দীপেন্দু বিশ্বাস তো ফোনে বলেই দিলেন, “সেই কুইলনেই সন্তোষ ট্রফিতে জটিল পরিস্থিতি। জানি গট আপ হবে না। তবু কোথাও তো একটা ভয় থেকেই যায়।” পঁচিশ বছর আগের কুইলন কেলেঙ্কারির মতো ন্যক্কারজনক ঘটনা যাতে আজ বুধবার না ঘটে তার জন্য ফেডারেশনের কাছে চিঠি পাঠিয়েছিল বাংলার টিম ম্যানেজমেন্ট। নিজেদের গ্রুপে দু’টি খেলাই একই সময়ে করার জন্য। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কুইলনে একটি মাত্র মাঠ রয়েছে। তাই দু’টি ম্যাচই একই সময়ে করতে গেলে বাংলাকে কোচিতে গিয়ে খেলতে হবে। কিন্তু সাড়ে তিন ঘণ্টার রেল যাত্রার পর খেলা ফুটবলারদের পক্ষে খুবই ক্লান্তিকর ব্যাপার। অগত্যা আগের সূচি মেনেই কুইলনের মাঠে দুপুরে মণিপুরের বিরুদ্ধে খেলবেন দীপেন্দুরা। আর পঞ্জাব বনাম কর্নাটক বিকেলে। কোচ মনোরঞ্জন ভট্টাচার্য বললেন, “আমাদের বড় ব্যবধানে জিতে নিজেদের জায়গাটা তৈরি করে রাখতে হবে। কিছুতেই ওদের জায়গা ছাড়লে চলবে না।” কিন্তু বাংলাকে শুধুমাত্র বড় ব্যবধানে জিতলেই হবে না। পরের ম্যাচে হারতে হবে পঞ্জাবকে। তাও কম ব্যবধানে। কর্নাটক যদি পঞ্জাবকে বড় ব্যবধানে হারায় সেক্ষেত্রে আবার দক্ষিণের রাজ্যটি শেষ চারে পৌঁছে যাবে। বাংলা ৪-০ গোলে জিতলে, কর্নাটককে জিততে হবে ৩-০। বাংলার সামান্য ভরসার জায়গা দু’টি।
এক) মণিপুর তুলনামূলক সহজ প্রতিপক্ষ।
দুই) পঞ্জাবের বেশির ভাগ ফুটবলার ৯০ মিনিট ম্যাচ ফিট নন।
তবু অঙ্কের জটিল হিসেব মেলানোটা সহজ হবে না। বুধবারের ম্যাচে গোলকিপার অর্ণবের বদলে খেলবেন দেবজিৎ।
|
নাটক শেষে আজলানে ভারত
নিজস্ব প্রতিবেদন |
ধোনির ভারতের অস্ট্রেলিয়া-বধের খবর যখন সারা দেশের ক্রীড়াপ্রেমীরা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন, তখনই আছড়ে পড়ল দুঃসংবাদটা। জাতীয় হকি দলের খেলোয়াড়দের বিমানযাত্রার খরচ যোগাতে পারবে না সরকার। তাই মালয়েশিয়ায় আজলান শাহ-র মতো নামী আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় দেশের হকি নিয়ামক সংস্থা হকি ইন্ডিয়া। এই খবর ছড়িয়ে পড়তেই সারা দেশ জুড়ে শুরু হয়ে যায় তুমুল হইচই। সংবাদমাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কে বিক্ষোভে ফেটে পড়েন দেশের ক্রীড়াপ্রেমী মানুষ ও প্রাক্তন ক্রীড়াবিদরা। চাপে পড়ে ঘন্টাখানেকের মধ্যেই সিদ্ধান্ত বদল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের। জানানো হয়, বিমানের টিকিটের খরচ দিয়ে দেওয়া হবে। সঙ্গে অবশ্য হকি ইন্ডিয়া-কে কড়া হুঁশিয়ারি দেওয়া হল। এর পর নির্ধারিত বাজেট পেরোলেই শাস্তি। মঙ্গলবার কেন্দ্রীয় ক্রীড়া সচিব প্রদীপ কুমার দেব বলেন, “হকি ইন্ডিয়া-র জন্য ৫.৯৪ কোটি টাকা বরাদ্দ। কিন্তু ইতিমধ্যেই সরকারের ১১.২৭ কোটি খরচ হয়ে গিয়েছে ওদের জন্য। সে জন্য সাই বিমানযাত্রার খরচ যোগাতে অস্বীকার করে। কারণ, ওদের মাধ্যমেই টাকা দেওয়া হয়। কিন্তু আজলান শাহ টুর্নামেন্টের মানের কথা ভেবে আমরা ভারতীয় খেলোয়াড়দের বিমান যাত্রার খরচ দিতে রাজি হয়েছি। তবে হকি ইন্ডিয়া-কে সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে বরাদ্দের বেশি যেন তারা ব্যয় না করে। সতর্ক ও হিসেবি হয়ে অর্থব্যয় করতে হবে ওদের।”
|
সৌরভকে ফোন গুরু গ্রেগের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তাঁদের ব্যক্তিগত সম্পর্ক যতই আদায়-কাঁচকলায় হোক না কেন, শহরে পৌঁছে সদ্য পিতৃহীন সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফোন করলেন গ্রেগ চ্যাপেল। সমবেদনা জানাতে। মঙ্গলবার প্রাক্তন ভারত অধিনায়ককে ফোন করেন গুরু গ্রেগ। বলেন যে, গতকাল কলকাতায় পা দেওয়ার পরপরই এক ভারতীয় বন্ধু মারফত তিনি চণ্ডী গঙ্গোপাধ্যায়ের প্রয়াণের খবর জানতে পেরেছেন। আরও বলেন, সৌরভের ক্রিকেট জীবনে তাঁর বাবার অবদানের কথা তিনি ভালই জানেন। সৌরভের পিতৃবিয়োগের খবর পেয়ে তিনি প্রবল মর্মাহত। যা শুনে সৌরভও বলেন, চ্যাপেল যে শহরে এসেছেন সেটা তিনি জানেন। কাগজে তাঁর ছবি দেখেছেন।
|
মান্নার স্মৃতিতে ব্যারেটোর বক্তৃতা |
দু’জনেই এশিয়ান গেমস ফুটবলে দেশের পদকজয়ী অধিনায়ক। একজন প্রথম। একজন শেষ বারের। প্রয়াত সেই শৈলেন মান্না এবং সৈয়দ নইমুদ্দিনকে চলতি সপ্তাহে আলাদা আলাদা ভাবে স্মরণ করছে ক্রীড়াপ্রেমীদের সংগঠন ‘স্পোর্টস অ্যান্ড বিয়ন্ড’। যার প্রথম ধাপে আজ বুধবার বিধাননগর স্পোর্টস কমপ্লেক্স মাঠে বসছে শৈলেন মান্নার মর্মর মূর্তি, প্রয়াত কিংবদন্তির প্রথম প্রয়াণবার্ষিকীতে। মূর্তির আবরণ উন্মোচনে হাজির থাকবেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামীরা। বিকেলে রোটারি সদনে শৈলেন মান্না স্মৃতি বক্তৃতায় বক্তব্য রাখবেন হোসে রামিরেজ ব্যারেটো। শনিবার দ্বিতীয় ধাপে ১৯৭০ এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী অধিনায়ক সৈয়দ নইমুদ্দিনের বেনিফিট ম্যাচ। ম্যাচের পরে নইমুদ্দিনের হাতে সাম্মানিক পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হবে রাজ্য ক্রীড়া পর্ষদের তরফে।
|
গরমে কাহিল নবিরা |
রহিম নবি, সুব্রত পাল, গৌরমাঙ্গী সিংহেরা মায়ানমারে পৌঁছেই তীব্র গরমের কবলে পড়লেন। ভারতে শীত শেষের হালকা ঠান্ডা থেকে মায়ানমারের ৩৪ ডিগ্রি গরমের মধ্যে কোভারম্যান্সরা। তবে গরম নিয়ে চিন্তিত নন জাতীয় কোচ। তিনি ডুবে এএফসি চ্যালেঞ্জ কাপের যোগ্যতা অর্জনকারী রাউন্ডে দলের স্ট্র্যাটেজি সাজাতে। বলছেন, “গ্রুপের প্রতিটা দলই কঠিন। সতর্ক থাকতে হবে।” ২ মার্চ প্রথম ম্যাচ ভারতের। প্রতিদ্বন্দ্বী চিনা তাইপে। এ ছাড়াও নবিদের গ্রুপে রয়েছে মায়ানমার ও গুয়াম।
|
মহমেডানের ৫ গোল |
কোচ বদলের পরই মহমেডান ৫-১ হারাল রঘু নন্দীর এরিয়ানকে। পদত্যাগী কোচ অলোক মুখোপাধ্যায় যে দল খেলিয়েছিলেন সেই টিমে মাত্র দু’টো পরিবর্তন হয় এ দিন। গোল করেন অ্যালফ্রেড (২), অসীম বিশ্বাস (২) এবং জোয়ালা। নতুন কোচ সঞ্জয় সেন এখনও দল নিয়ে মাঠে নামেননি। গ্যালারিতে বসে খেলা দেখে ম্যাচের পর ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের অভিনন্দন জানান প্রাক্তন প্রয়াগ ইউনাইটেড কোচ। আজ, বুধবার সঞ্জয় মহমেডানের অনুশীলনে নামবেন। |
কলকাতা লিগ
মোহনবাগান: ইস্টার্ন রেল (কল্যাণী স্টেডিয়াম, ২-১৫)।
|
শিল্ডে নেই মুম্বই |
আই লিগ বন্ধ বলে দলের সব বিদেশি ফুটবলার চলে যাওয়ায় আইএফএ শিল্ড খেলতে আসছে না মুম্বই এফসি। সমস্যায় আইএফএ। মুম্বইয়ের বদলে টুর্নামেন্টে খেলানোর জন্য কথা হচ্ছে এয়ার ইন্ডিয়ার সঙ্গে।
এ দিকে, এএফসি কাপের গ্রুপ ‘ই’ ম্যাচে হংকংয়ের কিটচি-র কাছে ০-৩ হারল চার্চিল ব্রাদার্স।
|
অন্য খেলায় |
কনকশালী ব্যায়াম সমিতির উদ্যোগে ২ মার্চ চুঁচুড়ার রবীন্দ্র ভবন মঞ্চে দেহসৌষ্ঠব প্রতিযোগিতা। সঙ্গে বিশ্বশ্রী মনোহর আইচের সংবর্ধনা। |
|