গুলি করে একটি খুনে হাতিকে মারলেন বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলায়। পুলিশ জানিয়েছে, অসম-অরুণাচল সীমার লিকাবালিতে এক ব্যক্তির পোষা হাতি আজ বাঁধন ছিঁড়ে পালিয়ে যায়। সম্ভবত ‘মস্তি’-র প্রভাবেই এমন ব্যবহার তার। লিকাবালির কাছেই ধেমাজি জেলার দিপা সিমেন চাপোড়ি এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছিল। মত্ত হাতিটি হঠাৎই সেখানে হানা দিয়ে ছয় শ্রমিককে পিষে মারে। হাতিটিকে বাগে আনতে বিস্তর চেষ্টা চালানো হয় বন বিভাগের তরফ থেকে। শেষ পর্যন্ত তাকে গুলি করে মেরে ফেলা হয়।
|
ফের গন্ডার মারল শিকারিরা। বনবিভাগ সূত্রে খবর, গত কাল রাতে কাজিরাঙার এরাসুতি শিবির থেকে ৭০০ মিটার দূরে খড়্গহীন গন্ডারের দেহ মেলে। ঘটনাস্থল থেকে একটি .৩০৩ বোরের রাইফেল ও কয়েকটি তাজা কার্তুজ মিললেও রক্ষীরা কোনও গুলির শব্দ পায়নি। সন্দেহ করা হচ্ছে, শিকারিরা সাইলেন্সার ব্যবহার করেছিল। |