টুকরো খবর
রেল বাজেটে হতাশা বরাকও
লামডিং-শিলচর ব্রডগেজ প্রকল্পের কথা রেলবাজেটে একবারও উচ্চারিত হয় না বলে বরাক উপত্যকার মানুষ অনেক দিন থেকেই ক্ষুব্ধ। আজ রেলমন্ত্রী পবনকুমার বনশল এই প্রকল্পে কাজ চলছে বলে একবার উল্লেখ করেছেন বটে, কিন্তু ওই একটি মাত্র বাক্যই। ফলে রেলবাজেট নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছে এই অঞ্চলের বিভিন্ন সংস্থা-সংগঠন। তাদের কথায়, কাজ যে চলছে তা তো সবারই জানা। দেড় দশক ধরে ২১৪ কিলোমিটার গেজ পরিবর্তনের কাজ কেন শেষ হচ্ছে না, তা নিয়ে কোনও কথা নেই। আজ লোকসভায় রেল বাজেট পেশের পরই এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবিতে ফের আন্দোলনে নামার কথা জানিয়ে দিয়েছে আকসা যুব ফ্রন্ট। ২ মার্চ তাঁরা বরাক উপত্যকায় রেল অবরোধের ডাক দিয়েছেন। ফ্রন্টের মুখ্য উপদেষ্টা প্রদীপ দত্তরায়, সাধারণ সম্পাদক রাজীব সোম-রা অভিযোগ করেন, পরিবহণ লবি, রাজনীতিক ও রেলের আমলাদের যোগসাজসেই এই প্রকল্প এখনও বিশ বাঁও জলে। বরাক উপত্যকার দুই সাংসদ---বিজেপি-র কবীন্দ্র পুরকায়স্থ ও কংগ্রেসের ললিতমোহন শুক্লবৈদ্য। প্রাক্তন ছাত্রনেতা প্রদীপবাবু তাঁদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ আমি সেখানে থাকলে বনশলের ঘরের সামনে অনশনে বসতাম।” ব্রডগেজের কাজ দ্রুত শেষ করার দাবিতে আগামী সপ্তাহে তাঁরা উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেলের ম্যানেজারের সঙ্গে দেখা করবেন।

আফজলের দেহ ফেরত নিয়ে ওমর-মুফতি বিতর্ক
আফজল গুরুর দেহ তাঁর পরিবারের হাতে ফেরত দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সইদ। কিন্তু এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আগেই দরবার করেছিলেন বলে দাবি করলেন বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বিষয়টি নিয়ে রাজনীতি চান না বলেই সেই চিঠির কথা কাউকে জানাননি বলে দাবি ওমরের। মুফতির মতে, একমাত্র দেহ ফেরত দিয়েই গুরুর পরিবারের কষ্ট কিছুটা হলেও কমাতে পারে কেন্দ্র। তা ছাড়া আফজলের ফাঁসিতে গোটা উপত্যকার কাছে যে বার্তা গিয়েছে, তাতেও কিছুটা প্রলেপ পড়বে। পাশাপাশি মঙ্গলবারই এক উর্দু সাপ্তাহিকের সম্পাদক দাবি করলেন, চার বছর আগে এক চিঠিতে আফজল নাকি লিখেছিলেন, সংসদ হামলা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। কোয়ায়ুমের দাবি, ওই চিঠিতে গুরু লেখেন, হিজবুল মুজাহিদিন প্রধান সালাউদ্দিনকে তিনি অনুরোধ করেছেন সংসদ হামলাকে তাঁরা যেন চক্রান্ত না বলেন। এটা চক্রান্ত হলে কাশ্মীরের লড়াইটাই চক্রান্ত হয়ে যায়।

জঙ্গি গ্রেনেডে জখম দুই পুলিশকর্মী
পুলিশের হাত থেকে পালাতে গ্রেনেড ছুড়ল আলফা জঙ্গিরা। ঘটনায় গুরুতর জখম হন দুই পুলিশকর্মী। আজ ভোরে যোরহাটের কেন্দুগুড়ি এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তখনই সাইকেল আরোহী দুই যুবককে দেখে তাদের সন্দেহ হয়। তাদের থামাতে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে তারা একটি গ্রেনেড ছুড়ে পালায়। স্প্লিন্টারের ঘায়ে জখম হন কেশব গগৈ ও বলিন সোনোয়াল নামে দুই কনস্টেবল। তাঁদের যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সাইকেলটি উদ্ধার করে পুলিশ। সাইকেলে থাকা ব্যাগ থেকে ৬০ রাউন্ড একে রাইফেলের কার্তুজ, ২৮টি কার্তুজ ভরা একটি ম্যাগাজিন, একটি বোতল গ্রেনেড ও একটি হাত গ্রেনেড মেলে। অন্যদিকে, আজ সকালে নুনমাটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শোধনাগার বড় নাশকতার হাত থেকে বাঁচল। গুয়াহাটির নুনমাটি শোধনাগারের মূল প্রবেশ পথের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে রক্ষীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ব্যাগ থেকে শক্তিশালী আইইডি বের করে। পরে বোমা বিশেষজ্ঞরা বোমাটি নিষ্ক্রিয় করেন। ঘটনার পরে এলাকা জুড়ে তল্লাশি শুরু হয়েছে।

তিন দুর্ঘটনায় বিহারে মৃত ১৩
তিনটি পৃথক দুর্ঘটনায় কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত বিহারে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১৯ জন। মুজফ্ফরপুর, দ্বারভাঙা এবং রোহতাস জেলায় দুর্ঘটনা তিনটি ঘটে। কাল রাতে মুজফ্ফরপুরের পিতৃচকের কাছে একটি অটোতে একই পরিবারের ১০ জন যাচ্ছিলেন। পিতৃচকে একটি ট্রাক অটোটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ছ’জনের মৃত্যু হয়। জখম হন চার জন। অন্য দিকে, বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দ্বারভাঙায় একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী এবং গাড়ির এক যাত্রীর মৃত্যু হয়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নীচে পড়ে গেলে ছ’জন জখম হন। তৃতীয় দুর্ঘটনাটি ঘটেছে আজ সকালে, রোহতাসের চণ্ডিমাতা মন্দিরের কাছে। সেই ঘটনায় একই পরিবারের চার জনের মৃত্যু হয়। এঁরা সকলেই কুম্ভ থেকে ফিরছিলেন। জখমের সংখ্যা ৯।

মাদক ওষুধ পাচারে ধৃত বিধায়ক-পুত্র
এফেড্রিন পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক টি এন হাওকিপের ছেলে সেইখোলেন হাওকিপকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃত কর্নেল ও বাকিদের জেরা করেই জানা যায় সেইখোলেন বেশ কিছুদিন ধরে এই পাচারে কাজ করছিল। গত রাতে ডেউলাল্যান্ডের বাড়ি থেকেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। আদালত আজ তাকে পুলিশ হেফাজতে পাঠায়। ২৪ ফেব্রুয়ারি ইম্ফল বিমানবন্দর থেকে সেনা কনভয়ে এফেড্রিন জাতীয় ২৪ কোটি টাকা মূল্যের ট্যাবলেট পাচার করার সময় ধরা পড়েন ৫৭ নম্বর মাউন্টেন ডিভিশনের মুখপাত্র কর্নেল অজয় চৌধুরী-সহ ছ’জন। পুলিশ সূত্রে খবর, চৌধুরী জেরায় জানিয়েছেন, কনভয়ের গাড়িগুলিতে পাচারের উদ্দেশে এফেড্রিন জাতীয় ওষুধ নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি জানতেন না। এক উচ্চপদস্থ সরকারি কর্তার নির্দেশ মানতে গিয়েই তিনি ফেঁসে গিয়েছেন।

পুলিশের গুলি, নিহত নাগা জঙ্গি
পুলিশের গুলিতে মারা গেল এক খাপলাং জঙ্গি। নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন (খাপলাং) বাহিনীর তরফে জানানো হয়, গত কাল জুনেবটো জেলার আওতসাকিলি গ্রামের কাছে ১০ নম্বর রিজার্ভ ব্যাটালিয়নের জওয়ানরা সংগঠনের সেকেন্ড লেফটেন্যান্ট কিসেটোকে বিনা প্ররোচনায় গুলি করে হত্যা করে। পুলিশ অবশ্য দাবি করেছে, রিজার্ভ ব্যাটালিয়নের জওয়ানরা গাড়ি সারাচ্ছিলেন। সেই সময় দুটি গাড়িতে খাপলাং বাহিনীর জঙ্গিরা সেখানে আসে। পুলিশ দেখে তারা গুলি চালায়। জওয়ানরা পাল্টা গুলি চালালে এক জঙ্গি মারা যায়। তার এসএলআরটি পুলিশের কাছে রয়েছে। খাপলাং বাহিনী অবশ্য সংঘর্ষবিরতির নিয়ম ভাঙায় পুলিশের কাছে জবাবদিহি চেয়েছে। এসএলআরটিও ফেরত দেওয়ার দাবি জানানো হয়।

‘যৌন পীড়ন’, ধৃত শিক্ষক
কিশোরী পরিচারিকার উপরে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার হলেন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে কোকরাঝাড়ে। পুলিশ জানায়, কোকরাঝাড় হিন্দি স্কুলের শিক্ষক শ্রীরাম মিশ্র বাড়িতে কাজ করার জন্য গ্রাম থেকে একটি ১২ বছরের মেয়েকে নিয়ে এসেছিলেন। মেয়েটির বাবা নেই। গত কাল মেয়েটি বাড়ি ফিরে মাকে জানায়, মিশ্র তাঁর উপরে নিয়মিত যৌন নির্যাতন চালায়। মুখ বন্ধ রাখার জন্য তাকে ভয়ও দেখাতো। কোনও মতে পালিয়ে এসেছে সে। মেয়েটির মা পুলিশের অভিযোগ জানান। পুলিশ শ্রীরাম মিশ্রকে গ্রেফতার করে ৩৭৬ ধারায় মামলা রুজু করেছে।

তদন্তে এনআইএ
হায়দরাবাদে বিস্ফোরণের তদন্তে আজ, বুধবার কলকাতায় আসছেন ‘ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’ বা এনআইএ এবং হায়দরাবাদ পুলিশের কিছু প্রতিনিধি। দমদম জেলে বন্দি ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য শেখ আমজাদ ওরফে খাজাকে জেরা করতে পারেন তাঁরা। কয়েক বছর আগে হায়দরাবাদ পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরে জাল নোটের তদন্তের জন্য তাকে কলকাতায় আনা হয়। জিজ্ঞাসাবাদ করা হতে পারে জেলবন্দি আরও কয়েক জন জঙ্গিকে।

যৌন হয়রানি রুখতে বিল পাশ
কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি রুখতে মঙ্গলবার বিল পাশ হল রাজ্যসভায়। বাড়িতে পরিচারিকার কাজ করে বা ঠিকা শ্রমিকদের মতো অসংগঠিত শ্রমিকদেরও এই বিলের আওতায় আনা হয়েছে। অফিসে কোনও কাজের জন্য আসা মহিলাদেরও এই বিলের আওতায় রাখা হয়েছে। গত সেপ্টেম্বরে বিলটি লোকসভায় পাশ হয়েছিল। এ বার রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী কৃষ্ণ তিরথ বলেন, “মহিলারা যাতে সম্মানের সঙ্গে কাজ করতে পারেন সেটাই এই বিলের মূল উদ্দেশ্য।”

মহিলা সুরক্ষা নিয়ে সরব বিরোধীরা
দেশের রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নেই, এই অভিযোগ তুলে লোকসভায় সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধীরা। দিল্লি গণধর্ষণ কাণ্ডের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মহিলাদের নিরাপত্তার বিষয়টি তুলে বিরোধীরা সরকারকে কোণঠাসা করার চেষ্টা করেন। যদিও কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী সুশীলকুমার শিন্দে মানতে রাজি নন যে, দিল্লি ‘অসুরক্ষিত’ হয়ে পড়েছে। উল্টে কেন্দ্রের সাফাই, মহিলাদের নিরাপত্তা বাড়াতে পুলিশি টহল, ‘উইমেন হেল্প ডেস্ক’ চালু-সহ একাধিক পদক্ষেপ করা হয়েছে।

সন্ত্রাসের রং নেই, জানাল কেন্দ্র
সন্ত্রাসের কোনও রং বা ধর্ম নেই বলে জানাল কেন্দ্র। সরকার এটাও জানিয়ে দিয়েছে, চার্জশিট ছাড়া কেউ দীর্ঘ দিন জেলে থাকলে তিনি যাতে সুবিচার পান, তা নিশ্চিত করা হবে। সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়ার অভিযোগ, মুসলিম সম্প্রদায়ের বহু নির্দোষ যুবক ১০-১৫ বছর জেলে রয়েছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর পি এন সিংহ তাঁকে আশ্বস্ত করে বলেন, “আইন রং বা ধমের্র ভিত্তিতে প্রয়োগ করা হয় না। এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

কোর্টেই বিষপান
অভিযুক্তের কৌঁসুলি অসুস্থ। তাই ফের পিছোল শুনানি। আর সে কথা শুনে গুজরাত হাইকোর্টের এজলাসেই বিষ খেলেন ধর্ষিতা। তাঁর প্রশ্ন, আর কত দেরি হবে বিচারে? ২০০৮ সালে ধর্ষিত হওয়ার চার বছর পরে অভিযোগ দায়ের করতে পেরেছিলেন। তার পরেও শুনানির অবস্থা দেখে এই চরম পদক্ষেপ তাঁর।

দেশ জুড়ে রেশন বন্ধ কাল
কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত খাদ্য সুরক্ষা বিলের প্রতিবাদে কাল, বৃহস্পতিবার সারা দেশে পাঁচ লক্ষেরও বেশি রেশন দোকান বন্ধ রাখার ডাক দিয়েছেন ডিলারেরা। মঙ্গলবার অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, “খাদ্য বিলে শহরের ৫০% এবং গ্রামের ২৫% মানুষকে খাদ্য নিরাপত্তার আওতার বাইরে রাখা হচ্ছে। আমাদের দাবি, দেশের প্রতিটি নাগরিকের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।” সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যে-সব সাংসদ তাঁদের দাবি সমর্থন করবেন না, আগামী লোকসভা নির্বাচনে তাঁদের ভোট না-দেওয়ার জন্য প্রচার চালাবেন রেশন ডিলারেরা। বিশ্বম্ভরবাবু জানান, দাবির সমর্থনে আগামী ১৩ মার্চ তাঁরা সংসদ ভবন অভিযান করবেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.