টুকরো খবর |
পেট্রাপোলে ফের ব্যাহত বহির্বাণিজ্য
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে ধরা পড়ে বাংলাদেশি এক ট্রাকের খালাসি নিজের নাম ঠিকানা ভুল বলেছিলেন। আর তার ফলে বিভ্রান্তিতে মঙ্গলবার দুপুর ১২টা থেকে চার ঘণ্টা বন্ধ ছিল দেশের বৃহত্তম স্থল বন্দর পেট্রাপোল দিয়ে সীমান্ত বাণিজ্য। পেট্রাপোল শুল্ক দফতরের সহকারী কমিশনার শুভেন দাশগুপ্ত বলেন, “বৈধ নথিপত্র ছাড়া এক বাংলাদেশি ট্রাকের খালাসি পেট্রাপোল বন্দরে থাকায় বিএসএফ তাঁকে আটক করে। কিন্তু তিনি বিএসএফের কাছে নিজের নাম-ঠিকানা ভুল বলায় সমস্যা তৈরি হয়েছিল। বিকেল ৪টের পরে বাণিজ্যের কাজ ফের স্বাভাবিক হয়।”পেট্রাপোল ক্লিয়ারিং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বিএসএফের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন, সোমবার ওই নামে কেউ ধরা পড়েনি। বাংলাদেশি ট্রাক চালক ও খালাসিরা দাবি করেন, বিএসএফ রিজাউলকে গাড়ি করে নিয়ে যায়। বিএসএফ সোমবার ৪ বাংলাদেশিকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার তাঁদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কোথাও একটা ভুল হচ্ছে সকলে বুঝতে পারেন। ধৃতের বাবা এ দেশে এসে ছেলেকে শনাক্ত করেন। তার পরেই সমস্যা মেটে।
বিএসএফের এক কর্তা বলেন, “আটক বাংলাদেশিদের নামের তালিকায় রিজাউলের নাম ছিল না। তিনি নিজের নাম-ঠিকানা ভুল বলেছিলেন। পরে ভুল বোঝাবুঝি মিটে যায়।”
|
গোল্ডম্যানকে ৬২ লক্ষ ডলার মেটাতে নির্দেশ রজত গুপ্তকে
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
মামলা চালানোর খরচ হিসেবে গোল্ডম্যান স্যাক্সকে ৬২ লক্ষ ডলার (৩৩ কোটি ৪৮ লক্ষ টাকা) মেটাতে রজত গুপ্তকে নির্দেশ দিল মার্কিন আদালত। বেআইনি শেয়ার লেনদেনে যুক্ত থাকার অভিযোগে কিছু দিন আগেই রজতবাবুকে দু’বছর হাজত-বাসের শাস্তি শুনিয়েছে মার্কিন আদালত। আপাতত জামিনে মুক্ত তিনি। এরই মধ্যে নিউ ইয়র্ক আদালতের বিচারপতি জেড র্যাকফ তাঁকে নির্দেশ দিয়েছেন, মামলা চালানোর ফি হিসেবে গোল্ডম্যান স্যাক্সকে যেন ওই অর্থ চুকিয়ে দেন তিনি। প্রাক্তন কর্তার কাছ থেকে গোল্ডম্যান ৬৯ লক্ষ ডলার দাবি করেছিল। কিন্তু সংস্থার জমা দেওয়া ৫৪২ পাতার বিল খতিয়ে দেখার পর র্যাকফ পরিমাণ কমিয়ে আনেন। একটি মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, শীর্ষ কর্তাদের মামলার খরচ বহন করা ইনভেস্টমেন্ট ব্যাঙ্কটির বিধির মধ্যেই পড়ে। তবে রজতবাবু শুনানির আগে গোল্ডম্যানের সঙ্গে চুক্তি করেন যে, তিনি দোষী সাব্যস্ত হলে সংস্থার দেওয়া অগ্রিম ফি মিটিয়ে দেবেন।
|
নতুন নিয়োগ |
টি এস বিজয়ন বিমা নিয়ন্ত্রক ইনশিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (আই আর ডি এ)-র চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। |
|