নিলামে উঠতে চলেছে জিন আবিষ্কর্তা ফ্রান্সিস ক্রিকের নোবেল পদক। প্রায় ৬০ বছর আগে মানবদেহে জিনের গঠন চিহ্নিত করে নোবেল পান ক্রিক। সূত্রের খবর, ক্রিকের পরিবারই হেরিটেজ নিলাম সংস্থার হাতে ক্রিকের নোবেল পদকটি তুলে দিয়েছেন। নিউ ইয়র্কে আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে সেই নিলাম।
|
মহিলাদের অপহরণ করে যৌন হেনস্থা করার পর খুন করে তাদের দেহাংশের মাংস রান্না করে খেত এক পুলিশ। মঙ্গলবার ম্যানহাটন আদালতে এ কথা জানালেন ওই পুলিশের স্ত্রী ক্যাথলিন ম্যানগান ভালে। কান্নায় ভেঙে পড়ে তিনি জানান, সেই সব বিষয় ভিডিও করে রাখত সে। ভিডিওগুলি আবার বিশেষ ওয়েবসাইটেও দিত। ক্যাথরিন জানান, প্রতি মুহূর্তে তিনি স্বামীর হাতে খুন হওয়ার ভয় পেতেন। পুলিশ তাদের বাড়ির কম্পিউটার থেকে ওই ধরনের বেশ কিছু ভিডিও উদ্ধার করেছে।
|
ভাবী মার্কিন প্রতিরক্ষা সচিব চাক হ্যাগেলের ‘ভারত-বিরোধী’ মন্তব্যে ছড়িয়ে পড়ল বিতর্ক। হ্যাগেল বলেছিলেন, আফগানিস্তানে ভারতের অর্থসাহায্য পাকিস্তানে সমস্যা আরও বাড়িয়েছে। ২০১১ সালে ওকলাহামার ক্যামেরন বিশ্ববিদ্যালয়ে এ কথা বলেন হ্যাগেল। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। |