টুকরো খবর
উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি
উচ্ছেদের আগে উপযুক্ত পুর্নবাসন দাবি করলেন দুর্গাপুরের উড ইন্ডাস্ট্রিজের জমি দখল করে বসবাসকারী লোকজন। ‘ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ফেজ ২’-এর কাজ শুরু হওয়ার আগে এমন দাবি তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা এখানে বাস করছেন। কিন্তু শিল্পতালুক গড়তে গিয়ে তাঁরা বেঘর হয়ে পড়বেন। মঙ্গলবার এ নিয়ে তাঁরা বিক্ষোভও দেখান। মহকুমাশাসক আয়েষারানি অবশ্য জানান, এ ধরনের বিক্ষোভের কোনও খবর তাঁর কাছে নেই। বাসিন্দাদের তরফে কোনও লিখিত দাবিও তাঁকে জানানো হয়নি। জানুয়ারি মাসে আসানসোলের পোলো গ্রাউন্ডে এক জনসভায় বক্তব্য রাখার সময় ক্ষুদ্র শিল্পের বিকাশে দুর্গাপুরে ‘ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ফেজ ২’ গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগম সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর স্টেশনের কাছে দফতরের অধীন বন্ধ পড়ে থাকা উড ইন্ডাস্ট্রিজের ২৭.৯৪ একর জমিতে এই শিল্প তালুক গড়া হবে। ব্যয় হবে ৮ কোটি টাকা। ক্ষুদ্র শিল্পদ্যোগীরা এখানে জমি পাবেন। কয়েক দশক আগে কাঠ ও সংশ্লিষ্ট শিল্পের জন্য উড ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছিল। কিন্তু ওই উদ্যোগ সেভাবে ফলপ্রসু হয়নি। ধীরে ধীরে পরিকাঠামো ধ্বসে যায়, সীমানা পাঁচিলও ভেঙে পড়ে জায়গায় জায়গায়। ২০০০ সালে পাকাপাকি ভাবে তা বন্ধ হয়ে যায়। তারপর থেকে ওই জমি সরকারি ভাবে অব্যবহৃত অবস্থায় পড়েছিল। অনেকেই পড়ে থাকা জমিতে অস্থায়ী ঘর বানিয়ে বসবাস শুরু করেন। সেই জায়গাতেই নতুন শিল্প তালুক গড়ার সিদ্ধান্ত হয়েছে। প্রথমেই সীমানা পাঁচিল দিয়ে পুরো এলাকাটি ঘিরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নিগম। সেই খবর জানাজানি হতেই নড়েচড়ে বসেছেন ওই জমিতে বসবাসকারী পরিবারগুলি। পুনর্বাসনের দাবি তুলেছেন তাঁরা।

কনভেয়ার বেল্টে পড়ে মৃত শ্রমিক
কনভেয়ার বেল্টে পড়ে গিয়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের জয় বালাজি ইস্পাত কারখানার চতুর্থ ইউনিটে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ শীতল (২১)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের পাকুড়ে। এ দিন বিকেল সাড়ে ৩টা নাগাদ কারখানায় বাঙ্কার পরিষ্কার করার সময় ওই শ্রমিক প্রায় ৪০ ফুট নীচে কনভেয়ার বেল্টে পড়ে যান। সঙ্গে সঙ্গেই সহকর্মীরা বেল্ট বন্ধ করে দিয়ে তাঁকে উদ্ধার করেন। তবে গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। ঠিকা শ্রমিকদের একাংশের অভিযোগ, মৃত ঠিকা শ্রমিকের বয়স এখনও ১৮ হয়নি। তাঁরা জানান, এই শ্রমিকের মতো আরও অনেকে নাবালক এই কারখানায় বিভিন্ন ধরণের কাজকর্ম করে থাকে। মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ড থেকে ঠিকাদার মারফত এই নাবালকরা এসে কারখানার কাজে লেগে পড়ে। কেউ কেউ আবার উৎপাদনের কাজেও সহযোগিতা করে। কিন্তু অনভিজ্ঞতা এবং সঠিক নিরাপত্তা বিধি না থাকায় এরা দুর্ঘটনার কবলে পড়ছে বলে তাঁদের অভিযোগ। কারখানা কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

মালগাড়ির দু’টি কামরা লাইনচ্যুত
রানিগঞ্জের জেকে নগরে উল্টে পড়ে কয়লা বোঝাই কামরা। মঙ্গলবার ওমপ্রকাশ সিংহের তোলা ছবি।
মালগাড়ির দু’টি কামরা লাইনচ্যুত হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি ও একটি বিদ্যুতের খুঁটি। মঙ্গলবার সকালে রানিগঞ্জের জেকে নগর এক নম্বর ধাওড়ার কাছে দুর্ঘটনাটি ঘটে। এ দিন নর্থব্রুক সেন্ট্রাল কোল ডিপো থেকে ৬০টি বগিতে কয়লা বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল মেন লাইনে। হঠাৎ এক নম্বর ধাওড়ার কাছে দু’টি বগি লাইনচ্যুত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনচ্যুত হওয়ার পরেও থামাতে গিয়ে আরও প্রায় ৫০ মিটার এগিয়ে যায় মালগাড়িটি। এরপরে বগিদু’টি মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে আছড়ে পড়ে। দশ ফুট দূরে একটি বাড়ি এবং একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। বাড়ি এবং খুঁটিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির গৃহকর্তা সুরেশ মণ্ডল বলেন, “ভাগ্যিস কেউ বাড়িতে ছিলাম না। না হলে চাপা পড়ে মরতে হত।” স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেললাইনের ধারে রেলের জায়গাতেই পাঁচজন বাড়ি করে বাস করছেন। অথচ বলার কেউ নেই। ঘটনাস্থলে আসেন আসানসোল রেল বিভাগের সিনিয়র ডিএসও হেমন্তকুমার-সহ রেলের অন্যান্য অধিকর্তারা। ইসিএলের প্রতিনিধিরাও সরেজমিনে সব দেখে যান। রেল কর্তৃপক্ষ জানান, মনে হচ্ছে মাটি আলগা হয়ে যাওয়াতেই এমন বিপত্তি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। ঘটনার জেরে রাত পর্যন্ত কার্যত ওই সড়ক অবরুদ্ধ হয়ে থাকে। বাসিন্দাদের ঘুরপথে যাতায়াত করতে হয়।

অবৈধ লাইসেন্স দেওয়ার অভিযোগ
এক এলডিসি কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে আসানসোলের সিবিআই আদালতে। কেন্দ্র সরকারের ডেপুটি কন্ট্রোলার অফ এক্সপ্লোসিভ বিভাগের ওই এলডিসি কর্মী, সুফলচন্দ্র নস্করের বিরুদ্ধে অভিযোগ যে তিনি অর্থের বিনিময়ে একাধিক ব্যক্তিকে বিস্ফোরক রাখার অবৈধ লাইসেন্স বানিয়ে দিয়েছেন। সিবিআইয়ের কাছে অভিযোগ জমা পড়ার পর শুনানি শুরু হয়। ১৬ জনের সাক্ষ্যপ্রমান পাওয়ার পরে তাকে অভিযুক্ত করা হয়। আজ, বুধবার তার সাজার শুনানি হবে।

প্রতারণায় ধৃত জওয়ান
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুর্গাপুরের বিধাননগর থেকে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) এক জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম কৃষ্ণসাধন মণ্ডল। বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির শীতলা গ্রামে। পুলিশ জানায়, বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দা বিকাশ নাথ পুলিশে অভিযোগ করেন, ওই জওয়ান চাকরি দেওয়ার নামে তাঁর কাছে টাকা নিয়েছেন। পুলিশ, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনীতে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও অনেকের কাছে টাকা নিয়েছেন বলেও অভিযোগ। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হলে ৭ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

দোকান লুঠের অভিযোগে ধৃত
সালানপুরের রূপনারায়ণপুর এলাকায় এক সোনার দোকানে লুঠপাটের ঘটনায় জড়িত অভিযোগে সোমবার রাতে চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। রূপনারায়ণপুর এলাকা থেকেই তাদের ধরা হয়। দিন সাতেক আগে ওই সোনার দোকানে লুঠপাট চালিয়েছিল একদল দুষ্কৃতী।

বধূ নির্যাতনে ধৃত
বধূ নির্যাতনের অভিযোগে মহাবীর কোলিয়ারি এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শুভেন্দুকুমার রায়। তাঁর স্ত্রী পুলিশের কাছে জানান, তিনবছর আগে তাঁদের বিয়ে হয়। মাসখানেক আগে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.