টুকরো খবর
জল অমিল হাসপাতালে
একাধিক নলকূপ বিকল। যে কয়েকটি নলকূপ রয়েছে তার জল দুর্গন্ধের জন্য মুখে দেওয়া যায় না। জেলা হাসপাতাল চত্বরে থাকা রোগীর বাড়ির লোককে বাইরে থেকে বোতল কিনে আনতে হচ্ছে।সমস্যার কথা অস্বীকার করেননি হাসপাতাল সুপার অরবিন্দ তান্ত্রি। তিনি বলেন, “বিকল নলকূপগুলি মেরামত করার জন্য পূর্ত দফতর ও জেলা পরিষদ কর্তৃপক্ষকে বলা হয়েছে। নলকূপগুলির গভীরতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।” পুরসভার চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত অভিযোগ করেন, স্বাস্থ্য দফতরের পরিকল্পনার অভাবে জেলা হাসপাতালে উন্নীত হওয়ার দু’দশক পরেও পরিকাঠামো গড়ে ওঠেনি। তিনি বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি দিয়ে সমস্যার কথা জানালে পুরসভা থেকে বিকল নলকূপ মেরামত করে দেওয়া হবে।” প্রায় সাড়ে তিনশো শয্যার ওই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন উত্তর দিনাজপুর জেলা ছাড়াও মালদহ, দক্ষিণ দিনাজপুর ও বিহারের বিভিন্ন এলাকার প্রায় এক হাজার মানুষ চিকিৎসার জন্য ভিড় করে। তাঁদের পানীয় জলের চাহিদা মেটাতে হাসপাতাল চত্বরে ৬টি নলকূপ রয়েছে। গত একমাস ধরে বর্হিবিভাগের সামনের দুটি নলকূপ বিকল। জরুরি বিভাগ ও ব্লাডব্যাঙ্কের সামনে দুটি নলকূপের মধ্যে একটি বিকল। রোগীর পরিবারের লোকজনের অভিযোগ, জরুরি বিভাগ ও ব্লাডব্যাঙ্কের সামনে যে দুটি নলকূপ ঠিক রয়েছে সেগুলি দিয়ে দুর্গন্ধযুক্ত জল বার হওয়ায় তা ব্যবহার করা যায় না। বিহারের কিসানগঞ্জের বাসিন্দা পেশায় ভ্যানচালক রাজিব প্রসাদের এক আত্মীয়ও গত তিনদিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি বলেন, “বাইরে থেকে জল কিনে আনতে হচ্ছে। এত টাকা খরচ করা সম্ভব!”

হাসপাতালে হাতাহাতি
রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থক ও নিরাপত্তারক্ষীদের মধ্যে হাতহাতি হয়। পেটে ব্যথা নিয়ে রবিবার স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদ নেতা জানকীনাথ দাসের ভাই হরিকান্ত দাস ভর্তি ছিলেন। সেই সময় পরিচিত এক তরুণীকে হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতে দেখেন জানকীবাবু। ওই তরুণীর কাছে তিনি জানতে পারেন, হাসপাতালে তাঁর রোগী ভর্তি থাকা সত্ত্বেও নিরাপত্তারক্ষীরা ভিতরে ঢোকার অনুমতি দিচ্ছেন না। এ নিয়ে জানকীবাবুর সাথে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের বচসা বাঁধে। ছুটে আসে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা। হাতাহাতি হয় দু’পক্ষের মধ্যে। হাসপাতাল সুপার রঞ্জিত দাস বলেন, “নিরাপত্তারক্ষীদের সঙ্গে স্থানীয় কিছু ছাত্র নেতার সংঘর্ষ হয়েছে। তবে হাসপাতালে ভাঙচুরের কোনও ঘটনা ঘটেনি।”

খাদ্যে বিষক্রিয়া অসুস্থ বহু
অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রন খেয়ে খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হলেন অনেকে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় হাজারি গাইনের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন প্রায় ১৫০ জন গ্রামবাসী। অনুষ্ঠানে খাওয়ার পর ৭০ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ২৫ জনকে সান্ডেরেলবিল হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে ছিল বেশ কিছু শিশু। চিকিৎসকদের অনুমান, কোনও ভাবে দইয়ের বিষক্রিয়ার কারণেই এই বিপত্তি। বর্তমানে সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

প্যাথলজি চালু
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় রাজীব গাঁধী আন্তর্জাতিক থ্যালাসেমিয়া হাসপাতালে আধুনিক প্যাথলজি বিভাগ চালু হল রবিবার। এ দিন এক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন আইজি নারায়ণচন্দ্র ঘোষ। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাসবিহারী দত্ত, স্থানীয় বিধায়ক কাজি আব্দুল গফ্ফার, বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য। কাজি আব্দুল রহিম দিলু প্রমুখ।

শিবির
জাতীয় সেবা প্রকল্পের(এনএসএস) উদ্যোগে রক্তদান শিবির হল ঘাটাল কলেজে। সোমবার শিবিরের উদ্বোধন করেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.