টুকরো খবর
আইএপিতে আরও ১০ কোটি জেলাকে
ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যানে (আইএপি) আরও ১০ কোটি টাকা পেল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। বিগত ২টি আর্থিক বছরে সরকারি নিয়ম মেনে অর্থ খরচ করায় সঠিক সময়েই টাকা পেয়ে গেল জেলা। সব মিলিয়ে গত ৩ বছরে পশ্চিম মেদিনীপুর জেলা এই প্রকল্পে ৮৫ কোটি টাকা পেল। জেলা পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক প্রণব ঘোষ বলেন, “এই প্রকল্পে আগেই পরিকল্পনা তৈরি রেখেছি। যাতে প্রাপ্ত টাকায় দ্রুত প্রকল্প রূপায়ণ করা যায় তার জন্য পদক্ষেপ করা হচ্ছে। যাতে ফের অর্থ চাওয়া যায়।”মাওবাদী উপদ্রুত পিছিয়ে পড়া জেলাগুলির উন্নয়নের জন্য যোজনা কমিশন অতিরিক্ত অর্থ সাহায্যের পরিকল্পনা নিয়েছিল ২০১০-১১ আর্থিক বছরে। যোজনা কমিশনের উপদেষ্টারাও জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রশাসনিক কর্তাদের সঙ্গেও কথা বলেছিলেন। তারপরই প্রকল্প রিপোর্ট তৈরি করা হয়। যোজনা কমিশন একটি বিষয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে, চোখে দেখা যায়, এমন কাজ করতে হবে। অর্থাৎ প্রশিক্ষণ দিয়ে, মিটিং বা আলোচনা সভা করে অর্থ ব্যয় করা যাবে না। সেই পরামর্শ মতো, পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন স্কুলের হস্টেল, কমিউনিটি সেন্টার, সেচ ও পানীয় জল প্রকল্প-সহ বিভিন্ন প্রকল্প তৈরি করেন। প্রথম বছরেই এই প্রকল্পে জেলা পেয়েছিল ২৫ কোটি টাকা। প্রাপ্ত টাকার ৮০ শতাংশ অর্থ খরচ করতে পারলেই ফের টাকা দেয় যোজনা কমিশন। ওই টাকা খরচ করায় পরের বছর ৩০ কোটি টাকা পেয়েছিল জেলা। চলতি আর্থিক বছরে প্রথমে ২০ কোটি পেয়েছিল। পরে আরও ১০ কোটি টাকা মেলায় মোট ৩০ কোটি পেল জেলা।

শ্মশানে বৈদ্যুতিন চুল্লি মার্চ থেকেই
মার্চের গোড়াতেই বৈদ্যুতিক চুল্লি চালু হচ্ছে। মেদিনীপুর- খড়্গপুর উন্নয়ন পর্ষদ (এমকেডিএ) জানিয়েছে, আগামী ২ মার্চ চুল্লির উদ্বোধন হবে। উদ্বোধন করবেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। চুল্লির কাজে গড়িমসি করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিনে কাজ পরিদর্শন করেন এমকেডিএ’র চেয়ারম্যান তথা বিধায়ক মৃগেন মাইতি। গত বুধবারও তিনি কাজ খতিয়ে দেখেন। চেয়ারম্যান বলেন, “চুল্লি তৈরির কাজ শেষ। ইতিমধ্যে পরীক্ষামূলক ভাবে তা চালানোও হয়েছে। ২ মার্চ চুল্লির উদ্বোধন হবে।” প্রায় আড়াই বছর আগে মেদিনীপুর শহরের পদ্মাবতী শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লী তৈরির কাজ শুরু হয়েছিল। তার আগে পরিকল্পনা হয়। শুরুতে ঠিক ছিল, শহরের মধ্যে নয়, শহরের পাশে একটি জায়গায় বৈদ্যুতিক চুল্লি তৈরি হবে। সেই মতো জায়গাও দেখা হয়। তবে আপত্তি করেন বাসিন্দারা। এর পরে পদ্মাবতী শ্মশানেই চুল্লি তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত হয়। শুরুতে চুল্লির পাশে পার্ক তৈরির পরিকল্পনা ছিল না। পরে সেই পরিকল্পনা হয়। সেই মতো পার্ক তৈরি করা হয়েছে। যেখানে শ্মশানযাত্রীরা সময় কাটাতে পারবেন।

আত্মঘাতী পরীক্ষার্থী
মাধ্যমিকের আগেই গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক পরীক্ষার্থী। রবিবার রাতে ঘটনাটি ঘটে খড়্গপুরের তালবাগিচায়। মৃতের নাম মিতা দাস (১৬)। পুলিশ গিয়ে তার দেহ উদ্ধার করে। সোমবার মৃতদেহের ময়নাতদন্ত হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.