টুকরো খবর
মহিলাদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ
মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে হুগলি জেলা কৃষি বিপণন দফতরের সংরক্ষণ এবং প্রশিক্ষণ বিভাগ থেকে জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত এক দিনের কর্মশালা। গত শুক্রবার পুড়শুড়া ব্লকের পুড়শুড়া-২ পঞ্চায়েত অফিস চত্বরে আয়োজিত একটি কর্মশালায় প্রায় দেড়শো মহিলাকে হাতেনাতে জ্যাম, জেলি, আচার, সস ইত্যাদি বানানোর পদ্ধতি শেখানো হয়। এর আগে আরও সাতটি কর্মশালা হয়েছে তারকেশ্বর, ধনেখালি, চুঁচুড়া, পোলবা-দাদপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে। ওই দফতর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় ওই প্রকল্পটির জন্য মোট ১০টি কর্মশালা করার অর্থ বরাদ্দ হয়েছে। বাকি দু’টির মধ্যে পরবর্তী কর্মশালা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি পোলবা-দাদপুর ব্লকের পোলবা গ্রাম পঞ্চায়েতে। অন্যটির একটির তারিখ এবং স্থান ঠিক হয়নি জানিয়ে জেলা কৃষি বিপণন দফতরের এক আধিকারিক দিলীপকুমার মণ্ডল বলেন, “পরবর্তী আর্থিক বরাদ্দ অনুযায়ী দফায় দফায় জেলার সব গ্রাম পঞ্চায়েতেই এ ধরনের কর্মশালা হবে। মরসুম অনুযায়ী মহিলারা ফল ও সব্জি প্রক্রিয়াকরণ করে স্থানীয় বাজারে বিক্রি করে স্বনির্ভর হতে পারবেন। বিপণন ব্যবস্থার খুঁটিনাটি নিয়েও তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

পোলবায় দুর্ঘটনা
—নিজস্ব চিত্র।
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। আহত গাড়ির চালক-সহ ৩ জন। সকলেই কলকাতার নাকতলার ধর্ম প্রতিষ্ঠান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের আবাসিক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে পোলবার কামদেবপুরে দিল্লি রোডে। পুলিশ জানায়, মৃতের নাম গিরি বণিক (৪৫)। তাঁর আদি বাড়ি উত্তর ২৪ পরগনার হাবরায়। আহতদের মধ্যে রয়েছেন সঙ্ঘের সর্বভারতীয় কেন্দ্রীয় সভাপতি ধ্রুবানন্দ সরস্বতী। পুলিশ জানায়, এ দিন নাকতলা থেকে একটি গাড়িতে চেপে নবদ্বীপে সঙ্ঘের আশ্রমে যাচ্ছিলেন সকলে। কামদেবপুরের কাছে একটি গাড়ি পিছন থেকে তাঁদের ধাক্কা মারে। সঙ্ঘের গাড়িটি এর পরে ধাক্কা মারে পাশের গাছে।

প্রৌঢ়ের দেহ উদ্ধার
ফ্ল্যাটের দরজা ভেঙে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের বেনেপাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম জয়ন্ত পাইন (৫৫)। তিনি একাই থাকতেন। অসুস্থ ছিলেন। তদন্তকারী পুলিশ অফিসার এবং স্থানীয় বাসিন্দাদের ধারণা, অসুস্থতার কারণেই দিন কয়েক আগে তাঁর মৃত্যু হয়। এ দিন ঘরের ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। তদন্তকারী এক পুলিশ অফিসার জানান, দেহে পচন ধরেছিল। তবে আঘাতের চিহ্ন মেলেনি। ময়না-তদন্তের জন্য দেহটি শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

পলাতক ভবঘুরে
হাসপাতালে চিকিৎসা করাতে এসে কর্মীদের নজর এড়িয়ে পালিয়ে গেলেন উত্তরপাড়া ভবঘুরে হোমের এক তরুণী। এ ব্যাপারে উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হয় হোমের তরফে। পলাতক ওই তরুণীর নাম রহিমা খাতুন। তাঁর খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও হোম সূত্রের খবর, এ দিন রহিমা-সহ মোট ৪ জন আবাসিককে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান হোমের কর্মীরা। সেখান থেকেই রহিমা পালিয়ে যান।

স্কুলের অনুষ্ঠান
সম্প্রতি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল হাওড়ার মাকড়দহ বামাসুন্দরী ইনস্টিটিউশনে। উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিডিও প্রদীপ্ত ভক্ত, ডোমজুড় পঞ্চায়েত সমিতির সভাপতি সুবীর সাহা, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বেরা, বর্তমান প্রধান শিক্ষক দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় ও বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যেরা। শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কার বিতরণী ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

আরামবাগে ক্রিকেট
রবিবার আরামবাগের সদরঘাট মাঠে হয়ে গেল ‘সরল সাঁতরা স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা’। ফাইনালে আরামবাগ ঝিঙ্কু একাদশ এক উইকেটে কালীপুর একাদশকে হারায়। কালীপুর প্রথম ব্যাট করে নির্ধারিত ছয় ওভাবে ৭৮ রান করে। ঝিঙ্কু একাদশ শেষ বলে জয়ের রান পায়। আটটি দল প্রতিযোগিতায় সামিল হয়েছিল।

নতুন ট্রান্সফর্মারের দাবি
—নিজস্ব চিত্র।
পুড়ে যাওয়া ট্রান্সফর্মারের পরিবর্তে নতুন ট্রান্সফর্মারের দাবিতে সোমবার বিদ্যুৎ বণ্টন সংস্থার কামারপুকুর অফিস ঘেরাও করলেন গোঘাটের পশ্চিম চাকলা গ্রামের শ’খানেক বাসিন্দা। সকাল ন’টা থেকে ঘেরাও চলে প্রায় সাত ঘণ্টা। তৃণমূল নেতা তপন মণ্ডলের মধ্যস্থতায় ঘেরাও বন্ধ হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকার ট্রান্সফর্মার পুড়ে গিয়েছে দিন পনেরো আগে। বিদ্যুতের অভাবে সমস্যায় পড়ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। বন্ধ হয়ে গিয়েছে সেচ। বিদ্যুৎ বণ্টন সংস্থার গোঘাটের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সঞ্জীব মণ্ডল বুধবার ২৫ কেভির একটি ট্রান্সফর্মার এবং এক মাসের মধ্যে আরও একটি ২৫ কেভি ট্রান্সফর্মার বসানোর প্রতিশ্রুতি দিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.