টুকরো খবর
পিএফে সুদ বেড়ে ৮.৫%
প্রভিডেন্ট ফান্ড (পিএফ) প্রকল্পে চলতি ২০১২-’১৩ অর্থবর্ষের জন্য ৮.৫ শতাংশ সুদ দেওয়ার সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। এর আগের অর্থবর্ষে সুদের হার ছিল ৮.২৫ শতাংশ। সোমবার কর্মী প্রভিডেন্ট ফান্ডের অছি পরিষদের পরিচালন পর্ষদের বৈঠকে সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী মল্লিকার্জুন খাড়্গে। এর ফলে পিএফের আওতায় থাকা ৫ কোটিরও বেশি সদস্য উপকৃত হবেন। প্রসঙ্গত, পর্ষদে ট্রেড ইউনিয়ন এবং নিয়োগকর্তাদের প্রতিনিধিরাও ছিলেন। পিএফ কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী চলতি অর্থবর্ষে এই হারে সুদ দেওয়ার পর তাঁদের হাতে ৪.১৩ কোটি টাকা উদ্বৃত্ত থাকবে।

পেট্রোকেম পর্ষদে স্টেট ব্যাঙ্ক প্রতিনিধি
হলদিয়া পেট্রোকেমিক্যালস-এর পরিচালন পর্ষদে যোগ দিচ্ছেন নতুন সদস্য। সোমবার মহাকরণে শিল্পমন্ত্রী তথা সংস্থার চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় জানান, স্টেট ব্যাঙ্কের প্রতিনিধিকে পরিচালন পর্ষদে অন্তর্ভুক্ত করা হচ্ছে। জীবন বিমা নিগমের প্রতিনিধি আগেই পদ ছাড়ায় ১৪ সদস্যের পর্ষদে একটি জায়গা শূন্য। সেখানে আসছে স্টেট ব্যাঙ্ক। পর্ষদে রাজ্য ও চ্যাটার্জি গোষ্ঠীর চার জন করে সদস্য রয়েছেন। ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার পাঁচ। স্বাধীন ডিরেক্টর আদি গোদরেজ।

স্পেকট্রাম নিলামের দৌড়ে শুধু সিস্টেমা
মার্চে দ্বিতীয় দফার স্পেকট্রাম নিলাম ঘিরেও অশনি সঙ্কেত। নিলামে অংশ নিতে আবেদন পেশের শেষ দিন ছিল সোমবার। কিন্তু এ দিন পর্যন্ত শুধুমাত্র সিস্টেমা শ্যাম টেলিসার্ভিসেস (সিডিএমএ প্রযুক্তি) ছাড়া কোনও সংস্থাই আবেদনপত্র জমা দেয়নি বলে সরকারি সূত্রে খবর। ভারতী এয়ারটেল, ভোডাফোন-সহ কোনও জিএসএম সংস্থার কাছ থেকে সাড়া পায়নি কেন্দ্র। জিএসএম প্রযুক্তির সংস্থাগুলির দাবি, কেন্দ্রের স্থির করা স্পেকট্রামের ন্যূনতম দর অত্যন্ত চড়া।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.