আশ্চর্য মিশেল |
পর্দায় তিনি। শ্রেষ্ঠ ছবির নাম ঘোষণা করতে হোয়াইট
হাউস থেকে
একেবারে ‘লাইভ’। মার্কিন ফার্স্ট লেডি মিশেল
ওবামাকে
এ ভাবে ‘মঞ্চে’ এনে চমক দিলেন উদ্যোক্তারা।
এই সুযোগে
এল ভারতের গর্বের মুহূর্তও।
মিশেলের
পোশাকটি তৈরি
করেছেন ভারতীয় বংশোদ্ভূত নইম খান।
ভিডিও লিঙ্কে
মিশেলের ঘোষণা: শ্রেষ্ঠ ছবি ‘আরগো।” |
|
|
নোরার গানে |
|
গ্র্যামি পুরস্কারের মঞ্চ তাঁর বেশ পরিচিত। তবে অস্কারের মঞ্চে
এই প্রথম এলেন তিনি। ‘টেড’ ছবিতে তাঁর গাওয়া গান
‘এভরিবডি নিডস আ বেস্ট ফ্রেন্ড’ নোরার কণ্ঠেই
‘লাইভ’ শুনল ডলবি (কোডাক) থিয়েটার।
আক্ষরিক অর্থেই তৈরি হল ‘কোডাক মোমেন্ট’। |
|
|
জয়শ্রীর হার |
|
চারটের জায়গায় পাঁচটা পুরস্কার নিজের ঝুলিতে পুরতেই পারত ‘লাইফ অফ পাই’। কিন্তু হল না।
শ্রেষ্ঠ সঙ্গীত বিভাগে বম্বে জয়শ্রীকে হারিয়ে দিলেন অ্যাডেল অ্যাডিকন্স। ‘পাইজ লালেবি’
গানটির জন্য মনোনয়ন ছিল জয়শ্রীর। কিন্তু শেষমেশ পুরস্কার আনতে পারল না সেটি। |
|
|
|
আট থেকে আশি:
৩৫, ২২, ৮৬, ৯, ৪৪। না এ কোনও সংখ্যাতত্ত্বের জটিল ধাঁধা নয়। এগুলি আসলে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দাবিদারদের বয়স। এক ঝলকেই বোঝা যায়, এ বারের অস্কারে আক্ষরিক অর্থেই আট থেকে আশি, সকলেই ছিলেন স্বাগত।
সেরা হোঁচট:
‘সোনার মানুষ’ হাতে পেতে তড়িঘড়ি মঞ্চে উঠতে গিয়েছিলেন অভিনেত্রী জেনিফার লরেন্স। হঠাৎই ছন্দপতন। নিজের স্কার্টে পা জড়িয়ে পড়ে গেলেন অস্কার-মঞ্চের সিঁড়িতে। শেষমেশ অবশ্য হাতে পেয়েই যান ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’র পুরস্কার। কোডাক থিয়েটারের বাইরে তাই রব, বছরের ‘সেরা হোঁচট’ বোধহয় এটি।
|
|
একলা হ্যারি |
কথা ছিল ‘টোয়াইলাইট’ ছবির নায়িকা ক্রিস্টেন
স্টুয়ার্টের সঙ্গেই শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনের বিজেতার নাম
ঘোষণা করবেন ‘হ্যারি পটার’ ড্যানিয়েল র্যাডক্লিফ। কিন্তু
পায়ের চোটে বিধ্বস্ত ক্রিস্টেন ক্রাচে ভর দিয়ে মঞ্চে এলেন
নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা পরে। তত ক্ষণ মঞ্চে
একলা ‘হ্যারি’ দৃশ্যতই অস্বস্তিতে। |
|
|
|
বন্ডের তিন |
|
এই নিয়ে তিন তিন বার পুরস্কার পেল জেমস বন্ডের ছবি।
এ বার ‘স্কাইফল’ জিতল শ্রেষ্ঠ সঙ্গীতের শিরোপা। এর আগে
১৯৬৫ সালে অস্কারে সেরা সাউন্ড এফেক্ট পুরস্কার পায়
‘গোল্ডফিঙ্গার’ ছবিটি। তার পরের বছরই ‘থান্ডারবল’
ছবিটি পেয়েছিল সেরা ভিস্যুয়াল এফেক্টের পুরস্কার। |
|
|
|
|
নন্দিনী
নিজের নাচের স্কুলের
উদ্বোধনী
অনুষ্ঠানে
মাধুরী দীক্ষিত নেনে।
সোমবার মুম্বইয়ে। ছবি: পিটিআই |
ফেলুদা-দের প্রণাম তোপসের।
এক
অনুষ্ঠানে
সৌমিত্র চট্টোপাধ্যায় ও
সব্যসাচী
চক্রবর্তীর
সঙ্গে সাহেব ভট্টাচার্য।
সোমবার। ছবি: সুদীপ্ত ভৌমিক |
|