দক্ষিণ কোরিয়ায় প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন পার্ক জিউন হাই। বিশ্বের অন্যতম পুরুষতান্ত্রিক দেশে এমন একটি ঘটনা বেশ গুরুত্বপূর্ণ। সমাজের পিতৃতন্ত্র ভাঙতে পার্ক কতটা তৎপর হবেন এবং আদপে কতটা সফল হবেন, সে বিষয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু করেছেন দেশবাসী। তাঁদের আশা, যৌন অপরাধ রুখতে বা এই ধরনের আরও সামাজিক সমস্যার সমাধান করতে কার্যকরী পদক্ষেপ করবেন পার্ক। সোমবার শপথগ্রহণ অনুষ্ঠানের পর প্রথাগত ভাবে লাল ও সোনালি রঙের সিল্কের পোশাক পরে ব্লু হাউসে পা রাখেন তিনি। এই পদে কাজের ক্ষেত্রে তাঁকে সাহায্য করার জন্য মাত্র দু’জন মহিলাকে বেছে নিয়েছেন পার্ক। দক্ষিণ কোরিয়ায় প্রশাসনিক ক্ষেত্রে খুব কম সংখ্যক মহিলাই গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। পার্ক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বলেই যে এই ছক পাল্টে গেল, এমনটা হয়তো নয়। কিন্তু তাঁর উদ্যোগে যদি মন্ত্রিসভায় মহিলার সংখ্যা বাড়ে, তবেই মহিলা হিসেবে তাঁর প্রেসিডেন্টের পদগ্রহণ নতুন মাত্রা পাবে। |
প্রেসিডেন্ট পদে ফের রাউল কাস্ত্রো
সংবাদসংস্থা • হাভানা |
কাস্ত্রো বললেই মনে পড়ে ফিদেল কাস্ত্রোর কথা। কিন্তু ফিদেলের ভাই রাউল কাস্ত্রোও কম যান না জনপ্রিয়তায়। কিউবার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বার নির্বাচিত হলেন তিনি। ২০০৬ সালে ফিদেল কাস্ত্রোর অসুস্থতার কারণে সাময়িক ভাবে প্রেসিডেন্টের আসনে বসেছিলেন রাউল। তার পর ২০০৮ সালে প্রেসিডেন্ট পদে সরকারি ভাবে তাঁর নাম ঘোষণা হয়। পাঁচ বছরের সময়কাল শেষ হওয়ার পর, প্রেসিডেন্ট পদে এ বার ফের উঠে এসেছে তাঁর নাম। ৮১ বছর বয়স্ক সেনাপ্রধান রাউল কাস্ত্রো কিন্তু জানিয়ে দিলেন, প্রেসিডেন্ট পদে এটাই তাঁর শেষ পর্যায়। পাঁচ বছরের সময়কাল ফুরোলেই অবসর নেবেন তিনি।
|
শিকাগোর বঙ্গভবনে সংবর্ধনা |
কথায় বলে, দশ জন বাঙালি একসঙ্গে হলেই একটা দুর্গাপুজো করে। আরও আছে, বাঙালি যেখানে যায় সেখানেই নাকি গড়ে তোলে একটি কালীবাড়ি। এই সব আয়োজনের উদ্যোক্তা বিভিন্ন বাঙালি সংগঠন। আমেরিকায় নানা কারণে বাঙালিদের একাধিক সমিতি তৈরি হলেও ‘মতানৈক্য’-এর কারণে তাদের ভাঙা-গড়া চলে। কিন্তু শিকাগোর বাঙালিদের সংগঠন ‘বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব গ্রেটার শিকাগো’ এখনও পর্যন্ত অটুট আছে। যাঁদের প্রচেষ্টায় ১৯৭৭-এ এই সংগঠন গড়ে উঠেছিল মনমোহন মজুমদার তাঁদের মধ্যে অন্যতম। সত্তরের দশকের গোড়ায় বহরমপুরের এই আদি বাসিন্দা অধ্যাপনার কাজ নিয়ে শিকাগোয় এসেছিলেন। তিনিই একমাত্র ব্যক্তি যিনি দু’বার এই বাঙালি সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০১০-এর ২৭ অগস্ট শিকাগোয় উদ্বোধন হয় বাঙালিদের নিজস্ব ‘বঙ্গ ভবন’-এর, যা এখন এখানকার বাঙালিদের সাংস্কৃতিক জীবনের অঙ্গ হয়ে উঠেছে। সম্প্রতি সেই ভবনেই এক অনুষ্ঠানে অধ্যাপক মজুমদারকে তাঁর ৯০-তম জন্মদিনে সংবর্ধনা জানানো হয় ‘বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব গ্রেটার শিকাগো’র পক্ষ থেকে।
|