টুকরো খবর
কারখানার সামনে অশান্তি, জখম নেতা
ভাঙচুর কার্যালয়।—নিজস্ব চিত্র।
কারখানার সামনে দু’দল তৃণমূল সমর্থকের মধ্যে গোলমাল হল দুর্গাপুর কেমিক্যালস লিমিটেডে। সোমবারের এই ঘটনায় জখম হন এক পক্ষের এক নেতা। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।পুলিশ ও কারখানা সূত্রে জানা গিয়েছে, ওই কারখানায় আইএনটিটিইউসি-র কোনও অনুমোদিত সংগঠন ছিল না। সম্প্রতি শোভনদেব চট্টোপাধ্যায়কে সভাপতি করে ‘দুর্গাপুর কেমিক্যালস লিমিটেড পার্মানেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশেন’ গঠিত হয়েছে। সংগঠনের কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন অমর মণ্ডল। তিনি অভিযোগ করেন, এ দিন সকালে কারখানা কর্তৃপক্ষের কাছে অনুমোদিত সংগঠনের কাগজপত্র জমা দিতে যাচ্ছিলেন তিনি ও তাঁর সহযোগীরা। সেই সময়ে এক দল তৃণমূল কর্মী তাঁদের উপরে চড়াও হন। অমরবাবুর কথায়, “এলাকার নির্দল কাউন্সিলর অরবিন্দ নন্দীর সঙ্গে কয়েক জন আমাদের উপরে চড়াও হয়। তাদের অনেকেই তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত।” মাথায় চোট পান তিনি। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ভাঙচুর করা হয় তাঁদের কার্যালয়েও। অরবিন্দবাবু অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “আমি ঘটনার সময়ে ছিলাম না। খবর পেয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি।” তাঁর দাবি, শ্রমিক আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত নন। কাজেই তাঁর বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগও ভিত্তিহীন। পুলিশ জানিয়েছে, এ দিন গোলমালের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় তারা। দ্রুত এলাকা ফাঁকা করে দেওয়া হয়।

মারধরে অভিযুক্ত তৃণমূল
পারিবারিক সমস্যা মেটাতে তাদের দ্বারস্থ না হয়ে আইনি পথে যাওয়ায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের লোকজনের বিরুদ্ধে। প্রভাত দত্ত নামে জখম ওই ব্যক্তি ডিএসপি-র কর্মী। তাঁকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল অবশ্য এই ঘটনায় তাদের কারও জড়িত থাকার কথা অস্বীকার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেজো ছেলে প্রভাতবাবুকে নিয়ে নিউটন রোডে ডিএসপি-র আবাসনে থাকেন তাঁর মা মঞ্জুদেবী। তাঁর স্বামী ডিএসপি-তে কর্মরত অবস্থায় মারা গিয়েছিলেন। সেই চাকরি পান প্রভাতবাবু। মঞ্জুদেবীর অন্য দুই ছেলে থাকেন তাঁদের মায়ের নামে থাকা অন্য একটি আবাসনে। সেই আবাসনটি নিয়েই মঞ্জুদেবীর সঙ্গে দুই ছেলের আইনি বিবাদ চলছে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে মঞ্জুদেবী জানান, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ তৃণমূলের পার্টি অফিসের ছেলেরা গিয়ে প্রভাতবাবুকে শাসায় এবং মারধর করে। তাঁর অভিযোগ, “ওরা বলে, বিষয়টি তো পার্টি অফিসেই মিটে যেত।” এই ঘটনায় তাঁদের দলের কারও জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। দলের জেলা শিল্পাঞ্চল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখব।”

প্রয়াত নেতার নামে রাস্তার প্রস্তাব
আসানসোলের প্রাক্তন বিধায়ক তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত সিপিএম নেতা গৌতম রায়চৌধুরীর নামে শহরের একটি রাস্তার নামকরণ করার প্রস্তাব দিয়েছেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। সোমবার পুরসভার অধিবেশনে তিনি এই প্রস্তাব দেন। উপস্থিত কাউন্সিলরদের সম্মতিতে প্রস্তাবটি গৃহীত হয়েছে বলেও জানা গিয়েছে। আসানসোল আদালতেও প্রয়াত গৌতম রায়চৌধুরীর স্মৃতিতে নীরবতা পালন করা হয়। সারাদিনের জন্য আদালতের কাজ বন্ধও রাখা হয়।

বধূ নির্যাতনে ধৃত দুই
দুটি পৃথক বধূ নির্যাতনের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ঝাড়খণ্ডের সিন্দরী থেকে রাহুল মাহালি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। এ দিনই সালানপুর থানার পুলিশ ফুলবেড়িয়া এলাকা থেকে মিলন মাজি নামের এক ব্যক্তিকে একই অভিযোগে গ্রেফতার করেছে।

কবিতা উৎসব
সারা বাংলা কবিতা উৎসব আয়োজিত হল মানকরে। একটি সংস্থার উদ্যোগে এই উৎসব হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কাজী নজরুল ইসলামের ভ্রাতৃষ্পুত্র কাজী রেজাউল করিম। ভাষা শহিদ দিবস উদযাপনই ছিল অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। এ রাজ্য ছাড়াও ঝাড়খণ্ড এবং বাংলাদেশ থেকে অনেকে যোগ দেন। কবিতা পাঠ ছাড়াও ছিল গানের আসর।

গ্যারাজে আগুন
গ্যারাজে আগুন লাগায় পুড়ে ছাই হয়ে গেল একটি অটো ও দুটি স্কুটার। সোমবার সকালে আসানসোল দক্ষিণ থানার গির্জামোড় এলাকায় ঘটনাটি ঘটে। পরে দমকলের দুটি ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী ভাবে আগুন লেগেছে দমকল কর্তৃপক্ষ তা জানাতে পারেননি।

বেতন বৃদ্ধির দাবি
দিনমজুরদের বেতন বৃদ্ধির দাবিতে সোমবার পুর ভবনের সামনে বিক্ষোভ দেখাল কৃষকসভা এবং সিটু। বিক্ষোভ শেষে পুরপ্রধানের হাতে দাবিপত্রও তুলে দেন তাঁরা। তাঁদের দাবি, দৈনিক ১৭০ টাকা মজুরি দিতে হবে। পুরপ্রধান জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

অস্ত্র-সহ ধৃত
বার্নপুর ইস্কোর টানেল গেট এলাকা থেকে রবিবার দুই দুষ্কৃতীকে ধরেছে হিরাপুর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে একটি মোটরবাইক, একটি পাইপগান, ও একটি তাজা কার্তুজ মিলেছে।

কয়লা পাচারে ধৃত
চোরাই কয়লা-সহ দুই ব্যক্তিকে ধরেছে পুলিশ। সোমবার বারাবনি থানার পুলিশ গৌরান্ডি থেকে এদের ধরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.