টুকরো খবর
ইউনিফায়েডের সম্মেলন শহরে
স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (ইউনিফায়েডের) খড়্গপুর মহকুমা হাসপাতালের কর্মী সংগঠনের তৃতীয় বার্ষিক সম্মেলন হল শনিবার। হাসপাতালের আউটডোর কমপ্লেক্সে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা দিলীপ সরখেল। ছিলেন মেদিনীপুরের বিধায়ক তথা এমকেডিএ-র চেয়ারম্যান মৃগেন মাইতি। সম্মেলনে ১৫ জনের একটি কমিটি করা হয়েছে। পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন চিন্তামণি ভক্তা ও সম্পাদক হয়েছেন অজিত দাস। সম্মেলনেই মৃগেনবাবুর কাছে দিলীপবাবু দাবি জানান যাতে হাসপাতালে দ্রুত ট্রমা ইউনিটটি চালু করা যায়। এ বিষয়ে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন মৃগেনবাবু।

চক্ষু পরীক্ষা শিবির
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হল রবিবার। মেদিনীপুর শহরের ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিবিরটি হয় বিধাননগর প্রান্তিক প্রাথমিক বিদ্যালয়ে। শিবিরে ২২৫ জন চক্ষু পরীক্ষা করান। মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মৌ রায় জানান, “প্রায় ২৫ জনের ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে। শীঘ্রই তাঁদের অস্ত্রপোচারের ব্যবস্থা করা হবে।”

কলেজ পরিদর্শন
বন্ধ হয়ে থাকা পুরুলিয়া হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ পরিদর্শন করলেন বিধানসভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্মল মাঝি। শনিবার তিনি পুরুলিয়ায় প্রোগ্রেসিভ ডক্টরর্স অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলনে যোগ দিতে এসেছিলেন। ওই কলেজের কর্মী সংগঠনের মুখপাত্র মণীন্দ্রনাথ জানা বলেন, “গত ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলা সফরে এসে এই কলেজ কী ভাবে পুনরায় চালু করা যায়, তা সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়ে গিয়েছিলেন। আমরা নির্মলবাবুর কাছে সেই কাজ যাতে তাড়াতাড়ি হয়, তার আর্জি জানিয়েছি। ওই সম্মেলনে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাতো।

সিউড়িতে প্যারামেডিক্যাল স্কুল
—নিজস্ব চিত্র।
বেসরকারি উদ্যোগে সিউড়িতে রবিবার উদ্বোধন হল প্যারামেডিক্যাল স্কুল। আপাতত এখানে হেলথ অ্যাসিস্ট্যান্ট, এমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান ও আপারেশন থিয়েটার টেকনিশিয়ান--শিক্ষাক্রম চালু হচ্ছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা এই প্রশিক্ষণ নিতে পারবেন।

কিডনির চিকিৎসায়
রোগটা নিঃশব্দ ঘাতকের মতো ছড়িয়ে পড়ছে। কিন্তু এখনও তেমন সচেতনতাই গড়ে ওঠেনি। কিডনির অসুখ, কিডনি প্রতিস্থাপন ও ডায়ালিসিস নিয়ে শনি ও রবি এক সম্মেলন হল শহরে। ‘ডায়াকন ২০১৩’ নামে এই সম্মেলনে ছিলেন চিকিৎসক, ডায়ালিসিস থেরাপিস্ট, কিডনি রোগী ও তাঁদের আত্মীয়েরা। ডায়ালিসিসকে আরও নিরাপদ করে তুলতে হাতেকলমে প্রশিক্ষণ দেন চিকিৎসকেরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.