টুকরো খবর
মোর্চার ডাকে সাড়া
গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে ফের বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে আদিবাসী বিকাশ পরিষদ ডুয়ার্স তরাই আঞ্চলিক কমিটি। পৃথক রাজ্যের দাবিতে মোর্চা আন্দোলনের বিরোধিতা করে খবরে আসে বিকাশ পরিষদ। অথচ তারাই মোর্চার ডাকে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে রাজনৈতিক মহল জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি ‘গোর্খাল্যান্ড’-এর নাম পরিবর্তন করে ‘গোর্খা আদিবাসী প্রদেশ’ এর দাবিতে আন্দোলন চালানোর কথা ঘোষণা করে মোর্চা নেতৃত্ব। পরিষদ নেতৃত্বকে তাদের পাশে থাকার জন্য আহ্বান জানান। আদিবাসী বিকাশ পরিষদের নেতৃত্ব মোর্চার দাবি নিয়ে আন্দোলন করার বিষয়টি খারিজ করে দেন। মোর্চার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিলেও পরিষদ নেতৃত্বর দাবি, ডুয়ার্স তরাইকে পৃথক রাজ্যের দাবির মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। চা বাগান এবং ডুয়ার্স তরাই এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করা যেতে পারে। ডুয়ার্স তরাই আঞ্চলিক কমিটির সম্পাদক রাজেশ লাকড়া বলেন, “পরিষদ পৃথক রাজ্যের বিরোধিতা করে। তবে এলাকার উন্নয়নের স্বার্থে এক সংগঠন অন্য সংগঠনের সঙ্গে বৈঠক করতেই পারে।” রাজনৈতিক মহল মোর্চার সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়ে অন্য মত পোষণ করছে। পরিষদের নেতারা জানান, কে কী মনে করল তা নিয়ে পরিষদ ভাবছে না। পরিষদ নিজের জায়গায় ঠিক। পরিষদের একাংশ মনে করছে ডুয়ার্স এবং তরাই এলাকার চা বাগানে শ্রমিকদের পাট্টা বিলি, ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা, স্বাস্থ্য, শিক্ষা, জল-সহ নানা পরিষেবা ব্যবস্থা নিয়ে লাগাতার আন্দোলন করার পরেও সরকার পরিষদের দাবি নিয়ে চিন্তা ভাবনা করছে না। সে কারণেই উন্নয়নের দাবিতে আন্দোলনের জন্য পরিষদ নেতৃত্ব মোর্চার সঙ্গে বৈঠকে বসছে।

জল্পেশে সিসিসি
শিবরাত্রির প্রস্তুতি উপলক্ষে ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে রঙ করার কাজ চলছে। ছবি: দীপঙ্কর ঘটক।
শিবরাত্রির পুজো দেখতে পূণ্যার্থীদের এ বার ভিড়ে ঠাসা মন্দিরে ঢোকার চেষ্টা না-করলেও চলবে। বাইরে দাঁড়িয়ে স্বস্তিতে পুজো উপভোগের সুযোগ পাবেন ‘জায়েন্ট স্ক্রিনে’। শুধু তাই নয়। মন্দিরে পূণ্যার্থীদের নিরাপত্তায় জন্য থাকবে ‘ক্লোজ সার্কিট ক্যামেরা’। উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তম শৈব তীর্থ ময়নাগুড়ির জল্পেশ মন্দিরকে ঘিরে শিবরাত্রি উৎসবে ওই অভিনব ব্যবস্থার প্রস্তুতি শুরু হয়েছে। ১০ মার্চ থেকে শুরু হবে উৎসব। চলবে টানা এক মাস দোল পূর্ণিমা পর্যন্ত। উৎসব উপলক্ষে এ বারও দশ দিনের মেলার আয়োজন করেছে জলপাইগুড়ি জেলা পরিষদ। জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ দেব বলেন, “ভিড়ের জন্য অনেকে মন্দিরে ঢুকতে পারেন না। মন খারাপ করে ফিরে চলে যান। ওই কারণে এ বার বাইরে দাঁড়িয়ে পুজো দেখার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও কড়া নজরদারির ব্যবস্থা থাকবে।” মেলা ও উৎসবকে সামনে রেখে কোচবিহার রাজার তৈরি ১২৬ ফুট উঁচু এবং ১২০ ফুট চওড়া মন্দির নতুন রং করে সাজানোর কাজ শুরু হয়েছে। ঢেলে সাজা হচ্ছে আলোর ব্যবস্থা। ভিড় সামাল দিতে তৈরি করা হচ্ছে বাঁশ ও কাঠের ব্যারিকেট। শুধু দেখা নয়। পূণ্যার্থীরা এ বারও বাইরে থেকে পুজোর স্তোত্র পাঠ শুনতে পাবেন। সে জন্য বসানো হচ্ছে সাউণ্ডসিস্টেম। মন্দিরে পরিস্রুত পানীয় জলের সমস্যাও মিটেছে। বসানো হয়েছে ‘আয়রণ ট্রিটমেন্ট প্ল্যান্ট’। মন্দিরের ভিতরে নজরদারির জন্য বসানো হয়েছে ৬টি ক্লোজড সার্কিট ক্যামেরা। কমিটি সূত্রে জানা গিয়েছে, উৎসবকে ঘিরে মেলা চলবে ১৯ মার্চ পর্যন্ত।

বস্তিবাসীদের উন্নয়নে উদ্যোগী নয় রাজ্য: অশোক
রাজ্য সরকার বস্তিবাসীদের উন্নয়নের জন্য কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তুলল প্রাক্তন নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য। রবিবার জলপাইগুড়িতে ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সেনপাড়ায় সদর ২ নম্বর লোকাল কমিটির বস্তি উন্নয়ন সমিতির প্রথম সন্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই অভিযোগ তুলেছেন। অশোকবাবু সিপিএমের বস্তি উন্নয়ন সমিতির রাজ্যের সহসভাপতি। তিনি বলেন, “রাজ্যের বস্তিবাসীদের অনেক সমস্যা রয়েছে। রাজ্য সরকার সে সব সমস্যা সমাধানে উদ্যোগী নয়। বস্তিবাসীদের জমি, স্বাস্থ্য, শিক্ষা, নিকাশি ব্যাবস্থার উন্নয়নের দাবিতে তাদের নয়ে আমরা আন্দোলন গড়ে তুলব।” অশোকবাবুদের অভিযোগ, শহরে জমির দাম বাড়ছে। এক শ্রেণির প্রমোটার বস্তিবাসীদের জমি আত্মসাৎ করার চেষ্টা করছে। সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। শহরের অন্যান্য এলাকা উন্নয়নের জনো যে খরচ করা হচ্ছে বস্তির উন্নয়নে সেই খরচ নামমাত্র। বাম জমানায় ভারসাম্য রেখে এই উন্নয়ন হত। সে সময় বস্তিবাসীদের জমির পাট্টা দেওয়া হত। ১ টাকার বিনিময়ে ৯৯ বছরের লিজ হিসাবে। সেই ব্যবস্থার বদলে সরকার এখন ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করতে ব্যস্ত। তাতে বস্তিবাসীদের কোনও লাভ হচ্ছে না। এখন তাঁরা নানা সমস্যায় পড়ছেন। বিধবাভাতা, বার্ধক্যভাতা কোথাও ৬ মাসের কোথাও তারও বেশি বকেয়া পড়ে রয়েছে। রাজ্য সরকার বলছে টাকা নেই। বস্তির উন্নয়ন হচ্ছে না। অন্যদিকে ক্লাবগুলোতে টাকা দেওয়া হচ্ছে।

অধরা অভিযুক্তেরা
পানবাড়ি বিট অফিসে হামলা, লুঠপাট ও বনকর্মীকে মারধরের ঘটনার ৪৮ ঘণ্টা পরেও অভিযুক্তরা গ্রেফতার না-হওয়ায় বনকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। গত শুক্রবার রাতে কাঠ চুরির অভিযোগে ধৃত দুষ্কৃতীকে বনকর্মীদের হাত থেকে ছাড়াতে গিয়ে দুটি বিট অফিসে হামলা চালায় একদল কাঠ চোর। এক বনকর্মীকে তুলে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। বনকর্মীকে উদ্ধার করতে গিয়ে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। গভীর রাতে এসএসবি জওয়ানরা ঘটনাস্থলে আসার পর ওই বনকর্মীকে ছেড়ে কাঠ চোররা পালায়। শুক্রবার রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের সংরক্ষিত বনাঞ্চলের নর্থ পানবাড়ি ও সাউথ জয়ন্তীর বিটে ওই ঘটনায় বনদপ্তর ৮ জনের নামে থানায় অভিযোগ দায়ের করে। এই ঘটনায় এক বনরক্ষী জখম হন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) সহকারি ক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি জানিয়েছেন, বিট অফিসে হামলার ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসী জড়িত। বন দফতরের পক্ষ থেকে ওই আট জনের নামে থানায় অভিযোগ জানানো হয়েছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানান, অভিযুক্তদের খোঁজা হচ্ছে।

‘অপপ্রচার’, প্রতিবাদে তৃণমূল
সিপিএম কর্মীর বাড়িতে হামলার ঘটনায় তাদের দলের নাম জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল বের করল তৃণমূল। রবিবার বিকালে কয়েক’শ তৃণমূল কর্মী ওই মিছিলে অংশ নেন। তৃণমূল নেতারা জানান, এক শ্রেণির সংবাদ মাধ্যম রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তৃণমূলের নাম জড়ানো হচ্ছে। এলাকার তৃণমূল নেতা অশোক বর্মনের কথায়, “দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে দলের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে। এর প্রতিবাদেই মিছিল।” গত শুক্রবার ধূপগুড়ি শহরের নেতাজি পাড়ার এক সিপিএম কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। অভিযুক্ত যুবক তৃণমূলের সমর্থক বলে অভিযোগ। ধর্মঘটের দিন প্রহৃত ব্যক্তি সিপিএম-এর মিছিলে যোগ দেওয়ায় তাঁর বাড়িতে দুই জন হামলা চালায় বলে অভিযোগ। পুলিশে জানানো হয়, বেল্ট, ছুরি, লাঠিসোটা নিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়েছে। পরিবারের গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ এক জনকে গ্রেফতার করে। রবিবার পর্যন্ত অপর জনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ধৃত যুবকের পরিবারের তরফে তাদের বাড়িতে হামলার পাল্টা অভিযোগ দায়ের করা হয়। শনিবার ওই ঘটনায় প্রতিবাদে তৃণমূলের বিরুদ্ধে মিছিল করে সিপিএম।

উত্তরে প্রস্তুতি মাধ্যমিকের
উত্তরবঙ্গে এ বার মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ৯০৬ জন। গত বছরের তুলনায় এ বছর ৮ হাজার পরীক্ষার্থী বেড়েছে। তার মধ্যে প্রতিবন্ধী রয়েছেন ৭২ জন। দৃষ্টিহীন ৩ জন। বোর্ড সূত্রে জানা গিয়েছে, কোচবিহারে পরীক্ষার্থী সংখ্যা ৪৩০২২জন। জলপাইগুড়িতে ৫৯১৬৩ জন। উত্তর দিনাজপুর থেকে পরীক্ষা দিচ্ছেন ৩৪৪৮৮ জন দক্ষিণ দিনাজপুর থেকে ২২৯৯৬ জন। দার্জিলিং জেলার পরীক্ষার্থী ২৫০৯৩ জন। মালদহে ৪১৪৫৮ জন। তা ছাড়া কাটিহারের ৫৬ জন রয়েছেন তারাও বোর্ডের উত্তরবঙ্গ আঞ্চলিক শাখার অধীনেই পরীক্ষা দিচ্ছেন। নিয়মিত স্কুল পড়ুয়াদের বাইরেও কিছু পরীক্ষার্থী রয়েছেন। সংশোধনাগারের পরীক্ষার্থী রয়েছে ১৪ জন। বোর্ডের উত্তরবঙ্গ আঞ্চলিক শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রদীপ বিশ্বাস বলেন, “প্রতিটি জেলাতে জেলাশাসকের অধীনে পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য কমিটি তৈরি করা হয়েছে। মাধ্যমিক পরাক্ষী সুষ্ঠু ভাবে করতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই নেওয়া হয়েছে।” উত্তরবঙ্গের ৩ জন দৃষ্টিহীন পরীক্ষার্থীর মধ্যে একজন শিলিগুড়ির, এক জন কোচবিহারের এবং এক জন মালদহের। উত্তরবঙ্গে মোট ৫৮২টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ রাখতে বলা হয়েছে এলাকার জেরক্সের দোকানগুলিকে।

প্রতারক গ্রেফতার
মাত্র চব্বিশ ঘণ্টায় টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখানোয় শনিবার রাতে ফালাকাটা থানার ভুটনিরঘাট এলাকা থেকে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। ঝাড়খন্ডের বাসিন্দা ধৃত ব্যক্তি এক দিনের মধ্যে টাকা দ্বিগুণ করার লোভ দেখিয়ে গ্রামবাসীদের থেকে টাকা তুলতে শুরু করেছিলেন বলে অভিযোগ। শনিবার রাতে ভুটনিরঘাট গ্রামে সেই ব্যক্তি একটি অফিসেরও উদ্বোধন করেন। এর পরেই গ্রামের একাংশ বাসিন্দার অভিযোগ পেয়ে জাভেদ আখতার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত জাভেদ আখতার অনর্গল হিন্দি ও ইংরেজিতে কথা বলতে পারেন। ঝাড়খন্ডের পালামৌ জেলার বাসিন্দা ধৃত গত এক সপ্তাহ ধরে ভুটনিরঘাট গ্রামে ডেরা বাঁধেন। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। অন্য দিকে, এই এলাকাতে ১৫-২০ দিনেও টাকা দ্বিগুণ করার চক্র সক্রিয় বলে অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেছেন, “ভুটনিরঘাটের ক্ষেত্রে অভিযোগের ভিত্তিতে পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। তবে অন্য ক্ষেত্রে আমাদের কাছে নির্দিষ্ট কোনও অভিযোগ না আসায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।”

গ্রেফতার তিন
শিলিগুড়ি টিকিয়াপাড়ার নর্দমা থেকে উদ্ধার করা হয়েছিল শিবু রায় নামে এক যুবকের মৃতদেহ। পরে পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়, শিবু মদ্যপ অবস্থা থাকলে এলাকার কিছু যুবক তাকে মারধর করে। তার জেরেই শিবু মারা যায়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রবিবার ৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারি শিবুর দেহ এলাকার নর্দমা থেকে উদ্ধার করা হয়। পরে তার দিদিমা পুলিশে অভিযোগ করেছিল শিবুকে মারা হয়েছে বলে। ধৃতদের নাম মহম্মদ আলি, শঙ্কর মণ্ডল এবং অভিজিৎ দাস। তারা টিকিয়াপাড়ারই বাসিন্দা। ঘটনার সময় তাদের সঙ্গে আরও কয়েকজন ছিল। পুলিশ ওই ব্যক্তিদের খুঁজছে।

সেরা সিঁথি রায়পাড়া
জাগরণী সঙ্ঘ পরিচালিত সারা বাংলা সাব জুনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় সেরা হল দমদমের সিঁথি রায়পাড়া ক্রিকেট কোচিং সেন্টার। রবিবার ফাইনালে তারা শিলিগুড়ির দাদাভাই কোচিং সেন্টারকে ৫৩ রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে রায়পাড়া নির্ধারিত ২৫ ওভারে ৮ উইকেটে ১৩০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দাদাভাই কোচিং ২৪ ওভার খেলে ৭৭ রান তুলে অল আউট হয়ে যায়। ৫ ওভার বল করে ৯ রান দিয়ে ৩ টি উইকেট নিয়ে ম্যাচ অব দ্যা ম্যাচের সম্মান পেয়েছেন রায়পাড়ার প্রসেনজিৎ মজুমদার।

জন্মদিবস পালন
আজ, সোমবার শিলিগুড়ি সুভাষপল্লি এলাকায় ভারত সেবাশ্রম সঙ্ঘের মন্দিরে স্বামী প্রণবানন্দ মহারাজের ১১৭ তম জন্মদিন পালিত হবে। সকাল থেকে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, মাঘী পূর্ণিমা তিথিতে প্রণবানন্দজী জন্মগ্রহণ করেন। আশ্রমাধ্যক্ষ শ্রীমৎ স্বামী সত্যানন্দজী মহারাজ বলেন, “পৌষ পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত সংকল্প মাস। সোমবার শেষ হবে কঠোর জপ-ধ্যান-তপস্যার।” এ দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ভজন সঙ্গীত, বৈদিক শান্তিযজ্ঞ, আলোচনাসভা। সবশেষে থাকবে গুরুপুজো।

প্রতিবাদ, স্মারকলিপি
তীব্র যানজটের প্রতিবাদে মালবাজারে আন্দোলনে নেমেছে জনতা দল (ইউনাইটেড)। রবিবার এসডিপিও-র দফতরে স্মারকলিপিও দেয় তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.