টুকরো খবর
আজ শুরু মাধ্যমিক, শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর
এ বছরের মাধ্যমিক পরীক্ষা আজ, সোমবার শুরু হচ্ছে। গত বারের থেকে সাড়ে ২০ হাজার বেড়ে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৩৬ হাজার ৬৫৯। প্রথম দিনে প্রথম ভাষার পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে রবিবার জানানো হয়, পরীক্ষা শুরু হবে বেলা ১২টায়। প্রশ্নপত্র বিলি করা হবে তার ১৫ মিনিট আগে, ১১টা ৪৫ মিনিটে। বেলা ১১টার পরে সব পরীক্ষার্থীর অভিভাবকদের পরীক্ষা কেন্দ্র ছেড়ে চলে যেতে হবে। পরীক্ষা সংক্রান্ত কোনও সমস্যার জন্য পর্ষদের কন্ট্রোল রুম এবং আঞ্চলিক অফিসগুলির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা যাবে। নম্বরগুলি হল: (০৩৩) ২৩৫৯-২২৭৭, (০৩৩) ২৩৫৯-২২৭৮। পর্ষদের আঞ্চলিক অফিসের নম্বর: উত্তরবঙ্গ: ০৩৫৩-২৫৮১০৫৪; বর্ধমান: ০৩৪২-২৫৬৯২১/২৬৬২৩৭৭; মেদিনীপুর: ০৩২২২-২৭৫৫২৪; কলকাতা: (০৩৩) ২৩৫৮-০৬১১। সব পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে নিশ্চিন্তে পরীক্ষা দিতে বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার তিনি বলেন, “সুষ্ঠু ও বিঘ্নহীন পরীক্ষার জন্য মধ্যশিক্ষা পর্ষদ ও পুলিশ-প্রশাসন সব ব্যবস্থাই নিয়েছে।”

চেন্নাই থেকে ফিরে কমিশন অশোকের
রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের বিরুদ্ধে খবর ফাঁস, গোষ্ঠী-দ্বন্দ্বে মদত এবং দুর্নীতির যে সব অভিযোগ দলের রাজ্য সম্মেলনে উঠেছিল, তা খতিয়ে দেখতে আশ্বাস অনুযায়ী শীঘ্রই তদন্ত কমিশন গড়া হবে বাম শরিক ফরওয়ার্ড ব্লকে। চিকিৎসার জন্য আজ, সোমবার চেন্নাই যাচ্ছেন দলের প্রবীণ রাজ্য সম্পাদক অশোক ঘোষ। তিনি ফিরলেই দলের নতুন রাজ্য কমিটির প্রথম বৈঠক ডাকা হবে বলে ফ ব সূত্রের খবর। রাজ্য সম্মেলনেই দলের তরুণ অংশ প্রশ্ন তুলেছিল, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরাই তদন্তের ভার পেলে তার ফল হবে কি? অশোকবাবুর ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, সেই প্রেক্ষিতেই রাজ্য কমিটির প্রবীণ ও তরুণ নেতাদের সমন্বয়ে তদন্ত কমিশন গড়া যেতে পারে। পঞ্চায়েত ভোট মিটে গেলে রাজ্য কাউন্সিল অধিবেশন ডেকে নেতৃত্বে রদবদল বা কমিটিতে আরও নতুন মুখ আনার সিদ্ধান্ত হতে পারে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.