আজ মাধ্যমিক

পুরুলিয়া বাঁকুড়া
মোট পরীক্ষার্থী: ৩৯ হাজার ৫৩৭
ছাত্র: ২০৩৯৫
ছাত্রী: ১৯১৪২
মোট পরীক্ষাকেন্দ্র: ৮৮
পরীক্ষার্থী বেড়েছে ২১১৮
মোট পরীক্ষার্থী: ৪৫ হাজার ৭১৮
ছাত্র: ২৪০৪২
ছাত্রী: ২১৬৭৬
মোট পরীক্ষাকেন্দ্র: ১০১
পরীক্ষার্থী বেড়েছে ২৫৮
মোট পরীক্ষার্থী: ৪১,৩৭১ জন।
ছাত্র ২০,৩১২ এবং ছাত্রী ২১,০৫৯।
নিয়মিত পরীক্ষার্থী: ছাত্র ১৭,৮৫৭ এবং ছাত্রী ১৮,০৪৯।
সিউড়ি মহকুমা: পরীক্ষার্থী ১৪,৬১৭ জন।
রামপুরহাট মহকুমা: পরীক্ষার্থী ১৭,৩১৯ জন।
বোলপুর মহকুমা: পরীক্ষার্থী ৯,৪৩৫ জন।
মোট কেন্দ্র: ৯৬টি (মূলকেন্দ্র: ২৮ এবং উপকেন্দ্র ৬৮)।
সিউড়ি মহকুমায় কেন্দ্র ৩৮ (১১টি মূলকেন্দ্র এবং ২৭টি উপকেন্দ্র),
রামপুরহাট মহকুমায় কেন্দ্র ৩৪ (১১টি মূলকেন্দ্র এবং ২৩টি উপকেন্দ্র ) এবং
বোলপুর মহকুমায় ২৪টি (৬টি মূলকেন্দ্র এবং ১৮টি উপকেন্দ্র) কেন্দ্র।

জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে,
অন্য বছরের মতো এ বছরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

প্রস্তুতি
হুড়ায় ছবি তুলেছেন প্রদীপ মাহাতো।
বিষ্ণুপুরে ছবি তুলেছেন শুভ্র মিত্র।
রবিবার নলহাটিতে তোলা নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.