প্ররোচনায় ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল তাঁর স্বামীকে। গত ২০ ফেব্রুয়ারি বন্দনা ভৌমিক (২৩) নামে ওই মহিলা পানশিলা গ্রাম পঞ্চায়েতের বামুনপুরা গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে কীটনাশক খেয়েছিলেন। ২২ ফেব্রুয়ারি কলকাতার নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বন্দনাদেবীর। শনিবার নবদ্বীপ থানায় মৃতার বাবা সাধন শর্মা জামাই সহ পরিবারের মোট পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দানের অভিযোগ দায়ের করেন। সাধনবাবু বলেন, “বিয়ের পর থেকেই পণের দাবিতে মেয়ের উপর অত্যাচার করা হত। সেই অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় মেয়ে।” নবদ্বীপের আইসি তপন কুমার মিশ্র বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী সঞ্জীব ভৌমিককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’’
|
দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত শ্যামল মণ্ডল ঘটনার পর থেকেই বেপাত্তা। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ধানতলার শঙ্করপুরের বাসিন্দা ওই ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর সে বাড়ির অদূরের মাঠের দিক থেকে আলুথালু পোশাকে বাড়ি ফেরে। বাড়ির লোকজনকে মেয়েটি জানায়, প্রতিবেশি ওই যুবক তাকে মাঠে ডেকে নিয়ে গিয়ে অত্যাচার করে। এরপর শিশুটির মা স্থানীয় থানায় শ্যামলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
|
এগিয়ে মেয়েরা
নিজস্ব প্রতিবেদন |
পরীক্ষা শুরুর আগেই মেয়েরা পিছনে ফেলে দিয়েছে ছেলেদের। আজ, সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। নদিয়া জেলার মোট ৭০,৬৬২ জন এ বার পরীক্ষা দেবে। তার মধ্যে ৩৬,৩২৩ জন মেয়ে। ছেলেদের সংখ্যা ৩৪,১৬৮ জন। বহিরাগত হিসেবে পরীক্ষা দেবে ১৩১ জন। অন্য দিকে মুর্শিদাবাদ জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৭৫,৯০৪ জন। তার মধ্যে ছাত্র ৩৩,৯১১ জন এবং ছাত্রী সংখ্যা ৪১,৯৯৩।
|
আত্মঘাতী পরীক্ষার্থী
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
মাধ্যমিক শুরুর আগের দিন, রবিবার আত্মঘাতী হল পরীক্ষার্থী। নাম নার্গিস খাতুন (১৬)। বাড়ি চাপড়ার গোখরাপোতায়। পড়াশোনার জন্য দিদি বিলকিস খাতুনের সঙ্গে চাপড়ার সুভাষপল্লিতে ভাড়া থাকত হাট চাপড়া গার্লস হাইস্কুলের ওই ছাত্রী। সেখানেই সে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। মৃতার দিদি বিলকিস বলেন, ‘‘বোন পড়াশোনায় বিশেষ ভাল ছিল না। মাধ্যমিক নিয়ে চিন্তায় ছিল। হয়তো সেই কারণেই আত্মহত্যা করল।’’ |