পূর্ব মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুর |
মোট পরীক্ষার্থী: ৫৬, ৪৬৪ জন।
নিয়মিত পরীক্ষার্থী: ৫৫, ১৩৪ জন
ছাত্র ২৬, ৬২০ জন এবং ছাত্রী ২৮, ৫১৪ জন
কম্পার্টমেন্টাল পরীক্ষার্থী: ১, ৩৩০ জন
ছাত্র ৬৩২ জন এবং ছাত্রী৬৯৮ জন |
মোট পরীক্ষার্থী: ৬৯ হাজার ৩৬১
মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের
২৯ জন বন্দিও পরীক্ষা দেবেন।
এঁদের মধ্যে ২০ জন সাজাপ্রাপ্ত বন্দি।
বাকি ৯ জন বিচারাধীন।
|
মোট পরীক্ষাগ্রহণ কেন্দ্র: ১৪৩টি।
(৯৫টি মূল কেন্দ্র এবং ৪৮টি উপ-কেন্দ্রের সামনে পুলিশ মোতায়েন করা হবে। ) |
প্রশাসন জানিয়েছে, পরীক্ষার্থীরা যাতে কোনও সমস্যার মধ্যে না পড়ে, তার জন্য সব রকম পদক্ষেপ করা হয়েছে।
সুষ্ঠু ভাবে পরীক্ষা-পর্ব শেষ করতে পদক্ষেপ করা হচ্ছে।
|
|
|
রবিবার ছুটির দিন হলেও মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত স্কুলকর্মীরা।
এগরা ও মেদিনীপুরে ছবি দু’টি তুলেছেন কৌশিক মিশ্র ও সৌমেশ্বর মণ্ডল। |
|
|