সমালোচনাতেই কি চেলসির বিরুদ্ধে জ্বলে উঠলেন ম্যাঞ্চেস্টার সিটির তেভেজ -জো হার্টরা?
চলতি সপ্তাহেই নিজের দলের ফুটবলারদের সমালোচনায় বিদ্ধ করেছিলেন ম্যাঞ্চেস্টার সিটি কোচ রবের্তো মানচিনি। এত্তিহাদ স্টেডিয়ামে রবিবার চেলসির বিরুদ্ধে নামার আগে যার জেরে মানচিনির দলের নেতিবাচক ফলাফল নিয়ে আগাম ভবিষ্যদ্বাণীও করেছিলেন ফুটবল বোদ্ধাদের কেউ কেউ। কিন্তু সে সংক্রান্ত সব জল্পনাকে ভুল প্রমাণিত করে ঘরের মাঠে রাফায়েল বেনিতেজের চেলসিকে ২ -০ হারাল মানচিনির সিটি। গোলদাতা ইয়া ইয়া তোরে এবং পরিবর্ত হিসাবে নামা কার্লোস তেভেজ। তেভেজদের মতোই ঝলমল করলেন, মোক্ষম সময়ে তৎপরতার সঙ্গে ডান দিকে ঝাঁপিয়ে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পেনাল্টি বাঁচিয়ে ম্যান সিটি গোলকিপার জো হার্টও। ম্যান ইউয়ের পরেই লিগ টেবলে আপাতত ম্যান সিটি দু’নম্বরে।
ঘরের মাঠে জয় আনতে এ দিন আক্রমণে আগেরোর সঙ্গে দাভিদ সিলভাকে জুড়ে দিয়েছিলেন মানচিনি। মাঠে তার ফলও পেলেন সিটির ইতালীয় কোচ। দুটি গোলের বলই এল দাভিদ সিলভার পা থেকে। আর পিছন থেকে বল জুগিয়ে আক্রমণকে নব্বই মিনিট সচল রাখলেন জেমস মিলনার, জাভি গার্সিয়া এবং ইয়া ইয়া তোরেরা। |
এঁদের মিলিত প্রয়াসেই শুরু থেকে চেলসির দুর্বল ডান দিক থেকেই আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে অ্যাশলে কোলদের চেলসি রক্ষণে। প্রথমার্ধে তাদের গোলরক্ষক পের চেক অসাধারণ তৎপরতায় গোলের মুখ না আটকালে ব্যবধান আরও বাড়তে পারত।
উলটো দিকে ফের্নান্দো তোরেসকে বসিয়ে সেনেগলের স্ট্রাইকার দেম্বা বা -কে নামিয়ে পালটা চাল দিয়েছিলেন চেলসি কোচ বেনিতেজও। নাকের হাড় ভাঙা দেম্বা মাস্ক পরে মাঠে নামলেও আক্রমণে নিজেকে লুকিয়ে রাখেননি। দ্বিতীয়ার্ধে সিটি গোলকিপার হার্ট এই দেম্বা বা -কেই অবৈধ ভাবে বাধা দেওয়ায় রেফারি পেনাল্টির নির্দেশ দেন। যদিও তা থেকে গোল করতে পারেননি ল্যাম্পার্ড। গোল হলে ‘ব্লু আর্মি’-র জার্সি গায়ে নিজের ২০০ তম গোল হয়ে যেত ল্যাম্পার্ডের। এই জয়ের ফলে ২৭ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট দাঁড়াল ৫৬। সমসংখ্যক ম্যাচের পর ইপিএলে তৃতীয় চেলসি আটকে রইল ৪৯ পয়েন্টেই। ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে স্যর অ্যালেক্স ফার্গুসনের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। |