সম্পাদক সমীপেষু...
এ বার আমাদের বলতে দিন
আমি পশ্চিমবঙ্গের ‘পনেরো আনা’ মানুষের একজন। বিশিষ্ট জন নই। রেলের কোনও কমিটিতে আমার নাম নেই। বঙ্গবিভূষণ/বঙ্গভূষণের দাবিদারও নই। আমার মনে হয়, আমরা কেমন আছি, কী ভাবছি আজ আপনার জানা দরকার। আমার মনে হয় না, আপনার চারপাশে যে ‘এক আনা’ মানুষ ঘোরাফেরা করেন, তাঁরা আপনাকে আমাদের খবর দেন।
আমরা ভাল নেই। পরিবর্তনের এ হেন রূপ আমাদের কল্পনায় ছিল না। হতাশ, ভীত, লজ্জিত থেকে এ বার আমরা প্রতিবাদী। গত ক’দিনের ঘটনাবলি আমাদের আর নীরব দর্শক থাকতে দিচ্ছে না। আমরা সাধারণ মানুষেরা আপনার কাছে কয়েকটি প্রশ্নের উত্তর আশা করি।
১) রঞ্জিত পচনন্দাকে কেন তাঁর পদ থেকে সরানো হল? এফ আই আর-এ যাদের নাম আছে, তাদের এক দিনে ধরতে পারেননি বলে, না তৃণমূলের লিখে দেওয়া এফ আই আর নিতে অস্বীকার করেছেন বলে এবং তৃণমূল-আশ্রিত দু’জন দুর্বৃত্তকে ধরেছেন বলেই? শাসকদলের প্রতিনিধি মহাকরণে সর্বসমক্ষে বলেন ইকবাল সন্দেহের ঊর্ধ্বে। টেলিভিশনে দেখি, ইকবালকে পালানোর পরামর্শ দিচ্ছেন এমন একজন ইকবাল ধরা পড়লে যাঁর প্রভূত লোকসান। এখন নাকি সি আই ডি তাকে খুঁজে পাচ্ছে না। সি আই ডি পারবে তো নিরপেক্ষ তদন্ত করতে! এখন তথ্যের অধিকার আইনসঙ্গত। খবরের কাগজ ও টি ভি-র দৌলতে আমরা আজ আলোকপ্রাপ্ত। বিনোদ মেটার দিন আজ চলে গেছে।
২) সত্যিই যা ঘটেছিল, তাকে যিনি ‘সত্য ঘটনা’ বলেন, তাঁকে কেন সরে যেতে হল? দময়ন্তী সেন চলে যাওয়ার এক বছর পরেও কিন্তু হত্যাকারী অধরা। পৃথিবীর যে-কোনও প্রান্ত থেকে কেন ধরা হয়নি বলে পচনন্দার উপরে আপনার যে রাগ, এ ক্ষেত্রে কেন তা অনুপস্থিত?
৩) একটি নির্দোষ কার্টুন সার্কুলেট করার জন্য সভ্য সমাজের কোনও মানুষকে কেন গ্রেফতার করা হবে? এ রকম হাস্যরসের খোরাক পত্র-পত্রিকায় ও টেলিভিশনে আমরা তো পেয়েই থাকি। পণ্ডিত নেহরুও ‘আর কে লক্ষ্মণ’-এর ওঁকে নিয়ে কার্টুন খুব উপভোগ করতেন। ওঁর মনে হত, এতে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি দেখা যায়। গণতন্ত্রের এটা অবশ্যই গ্রহণীয়। আপনার যদি তা মনে না-হয়, তা হলে টেলিভিশনে এক রাজ্যের মুখ্যমন্ত্রীর রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে নকল করে ব্যঙ্গ করাকে আপনি কী আখ্যা দেবেন?
৪) কলেজ অধ্যক্ষকে মারধর করে তৃণমূল ছাত্র সংসদ কেন ‘ছেলেমানুষ’ আখ্যা পায়?
৫) শাসকদলের একাধিক ব্যক্তি যার আচরণ সম্পূর্ণ সঠিক ও যাকে ‘তাজা নেতা’ বলে অভিহিত করেন, পরের দিন কেন সে জেলে চলে যায় ও চার বারের চেষ্টাতেও জামিন পায় না? আরাবুলের সঙ্গে রবীন্দ্রনাথের শিক্ষাগত সাদৃশ্যও পেয়েছেন কোনও এক প্রভাবশালী নেতা! হতভাগ্য আমাদের এ-ও শুনতে হল।
প্রশ্নের আমাদের শেষ নেই। তাই কম কথায় আমাদের উত্তর জানাই। আমরা চাইছি ক) অবিলম্বে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনুন। পুলিশ যদি দুর্বৃত্তের হাতে নিহত হয়, সাধারণ মানুষের নিরাপত্তার কোনও প্রশ্নই ওঠে না। রাস্তায় রবীন্দ্রসংগীত না-শুনলেও চলবে। কিন্তু নির্ভয়ে চলাচলের অধিকার দাবি করি। পুলিশকে স্বাধীন ভাবে কাজ করতে দিন। প্রয়োজনে শাসকদলের সম্মতি ছাড়াই পুলিশ যেন অপরাধীকে গ্রেফতার করতে পারে। দুর্বৃত্তদের হাত থেকে অস্ত্র কাড়ুন। গত দেড় বছরে বন্দর এলাকায় অপরাধীদের হাতে পাঁচগুণ বেশি অস্ত্র এসেছে। পুলিশকে নিষ্ক্রিয় করে রাখায় দুর্বৃত্তরা ভয়াবহ ভবিষ্যৎ ডেকে আনছে। খ) এটা গণতন্ত্র। তাই শাসকদলের ভুল ধরা মানেই রাজ্য বিরোধী, উন্নয়ন বিরোধী কার্যকলাপ নয়। অপর দিকে, তোষামোদে ব্যক্তির লাভ, সমষ্টির ক্ষতি। গ) মতপ্রকাশের স্বাধীনতা আমাদের সংবিধান-স্বীকৃত মৌলিক অধিকার। খবরের কাগজ ও টিভি চ্যানেলকে তাদের কাজ করতে দিন। তাদের অযথা কটূক্তি বা মারধর করলে জনমত সরকারের বিরুদ্ধেই যায়। আমরা সাংবাদিক-আলোকচিত্রীদের কাছে কৃতজ্ঞ। সব খবর তাঁদের মাধ্যমে আমরা ঘরে বসে পাই। আমরা যে-কোনও কাগজ যেন সরকারি লাইব্রেরিতে পড়তে পাই। ঘ) সৎ, সরকারি চাকুরিজীবীরা এ রাজ্যে যেন সম্মানের সঙ্গে কাজ করতে পারেন। নচেৎ আমরা ছেলেমেয়েদের এ রাজ্য ছাড়ারই পরামর্শ দেব। ঙ) কর্মসংস্থানের জন্য বৃহৎ শিল্প গড়তে উদ্যোগী হন। মাটি ধুলো বালি উৎসবের কোনও প্রয়োজনীয়তা দেখি না।
এতেই আমরা দারুণ উপকৃত হব। কলকাতা লন্ডনের মতো, দার্জিলিং সুইজারল্যান্ডের মতো বা দিঘা গোয়ার মতো না হলেও ক্ষতি নেই।
অর্থাভাবে সংস্কৃত সাহিত্য পরিষদ
প্রায় শতাব্দীপ্রাচীন (প্রতিষ্ঠিত ১৯১৬ খ্রিস্টাব্দ) সংস্কৃত সাহিত্য পরিষদ অর্থাভাবে বন্ধ হতে চলেছে। এই ঐতিহ্যপূর্ণ পরিষদে ভারতের প্রখ্যাত পণ্ডিত ব্যক্তিগণ সদস্য ছিলেন এবং এখনও আছেন। এটিকে রক্ষা করা একান্ত প্রয়োজন, নতুবা সংস্কৃত চর্চায় পশ্চিমবঙ্গ আরও পিছিয়ে পড়বে। রাজ্যের সংস্কৃতি, শিক্ষা মন্ত্রক প্রভৃতির কাছে বিনীত অনুরোধ, এটিকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন। সংস্কৃতপ্রেমীদের কাছে একান্ত অনুরোধ, আপনারা একটি তহবিল গড়ে অর্থসাহায্য করুন। কর্মীরা বেশ কয়েক মাস বেতন পাচ্ছেন না। জরুরি কাজকর্ম প্রায় বন্ধ হয়ে গেছে। স্থানীয় বিধানসভার সদস্য এবং লোকসভার সদস্যকে এই ব্যাপারে সক্রিয় হতে অনুরোধ করছি। রাজনীতি না-করে এই প্রতিষ্ঠানটিকে রক্ষা করুন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.