‘অপহরণে’ ধৃত ৫
নিজস্ব সংবাদদাতা |
এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় রবিবার পাঁচ জন গ্রেফতার হল। ধৃতদের নাম মন্নু সিংহ ওরফে মুন্না, বিশ্বজিৎ পাল, শম্ভু মোদক, সঞ্জয় পাল ও মহম্মদ ইকবাল। ব্যবসায়িক বিবাদের জেরেই ওই ঘটনা বলে অনুমান। পুলিশ জানায়, রাজারহাটের এক আবাসন প্রকল্পে নির্মাণ-সামগ্রী সরবরাহের বরাত পেয়েছিলেন মহম্মদ ইয়াসিন। তাকে ওই বরাত পাইয়ে দেয় মন্নু। অভিযোগ, শুক্রবার মন্নু ইয়াসিনকে ফোন করে হরিশ পার্ক এলাকায় ডেকে পাঠায়। সেখানে যাওয়ার পরে তাকে অপহরণ করা হয়। পুলিশ জানায়, কালীঘাটের একটি পরিত্যক্ত বাড়িতে ইয়াসিনকে আটকে রাখা হয়েছিল। ব্যবসায়ীর অভিযোগ, ছাড়ার আগে তাঁর এটিএম কার্ড নিয়ে নেয় দুষ্কৃতীরা।
|
সপ্তাহান্তের ভিড়ে-ঠাসা শপিং মলে ঢুকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ। রবিবার প্রিন্স আনোয়ার শাহ রোডের ওই মলে সরেজমিন পরিস্থিতি জরিপ করেন তিনি। মলটির নিরাপত্তা-সংক্রান্ত কন্ট্রোল রুমে তদারকির ব্যবস্থা ঠিক আছে কি না, যাচাই করেন। পাশাপাশি, নিচুতলার সহকর্মীদের মনোবল বাড়াতে নিয়মিত বিভিন্ন থানায় ঘুরছেন সুরজিৎবাবু। এ দিন দক্ষিণ কলকাতার কয়েকটি থানায় ঘুরে অফিসারদের সঙ্গে কাজের ক্ষেত্রে সমস্যা নিয়ে আলোচনা করেন সিপি।
|
পথচারী এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে এক যুবক গ্রেফতার হল। শনিবার, মোমিনপুর থেকে। পুলিশ জানায়, ধৃতের নাম আজাদ আলি ওরফে সানি। ওই দিনই এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে পাটুলি থেকে গ্রেফতার হন দেবদাস সাহা নামে এক ব্যক্তি। পুলিশ জানায়, গাড়ি রাখা নিয়ে কয়েক জনের সঙ্গে দেবদাসবাবুর ঝামেলা হয়। তখনই তিনি শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।
|
সিঁথির হরেকৃষ্ণ শেঠ লেনে একটি বাড়ির তালা ভেঙে চুরি হয়েছে। পুলিশ জানায়, বাড়ির মালিক পূর্ণ ভট্টাচার্য বা তাঁর পরিবারের অন্য কেউ তখন ছিলেন না। রবিবার রাতে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। |