আলোচনায় তালিবান
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
সরকারের সঙ্গে শান্তি আলোচনায় নিরপেক্ষ মধ্যস্থতা করার জন্য পিএমএল প্রধান নওয়াজ শরিফ-সহ পাকিস্তানের আরও দুই রাজনৈতিক নেতার কাছে ব্যক্তিগত আবেদন জানাবে তালিবান। শনিবার তেহরিক-ই-তালিবানের এক বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। |
ম্যাকিয়াভেলির গ্রেফতারি পরোয়ানা
সংবাদসংস্থা • লন্ডন |
ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের হাতে এল ইতালীয় নবজাগরণের পথিকৃৎ নিকোলো ম্যাকিয়াভেলির গ্রেফতারি পরোয়ানা। প্রায় ৫০০ বছরের পুরনো ওই পরোয়ানা ম্যাকিয়াভেলির শেষ জীবন নিয়ে যাবতীয় কৌতুহলের অবসান ঘটাবে বলে আশা গবেষকদের। |
ক্ষেপণাস্ত্রের আঘাতে হত ৫৮
সংবাদসংস্থা • বেইরুট |
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার-আল আসাদের সেনাবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে রবিবার নিহত হলেন ৫৮ জন। নিহতদের অধিকাংশই মহিলা ও শিশু। উত্তর সিরিয়ার আলেপ্পো শহরের ঘটনা।
সূত্রের খবর, ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়েছিল দামাস্কাসের সেনা ছাউনি থেকে। |
বর্জ্যের জ্বালানিতে উড়ল বিমান
সংবাদসংস্থা • লন্ডন |
প্লাস্টিক বর্জ্য থেকে উৎপন্ন জ্বালানির উপর ভরসা করেই দীর্ঘ ১৬,৮৯৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লন্ডন পৌঁছল অস্ট্রেলীয় বিমান। এর আগে প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি জ্বালানি দিয়ে গাড়ি চালিয়েছেন অনেকেই। কিন্তু ওই জ্বালানির সাহায্যে বিমান ওড়ানোর পরীক্ষা এই প্রথম। |
এগোল নির্বাচন
সংবাদসংস্থা • কায়রো |
দেশের পার্লামেন্টারি নির্বাচনের দিন এগিয়ে আনলেন প্রেসিডেন্ট মহম্মদ মুরসি। কিছুদিন আগেই মুরসি ঘোষণা করেছিলেন নির্বাচন হবে ২৭ এপ্রিল। কিন্তু সে দিনই ইস্টারের ছুটি।
তাই এগিয়ে আনা হল নির্বাচন। নতুন পরিকল্পনা অনুযায়ী ভোট হবে ২২ এপ্রিল। |
তালিবানের আবেদন
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
সরকারের সঙ্গে শান্তি আলোচনায় নিরপেক্ষ মধ্যস্থতা করার জন্য পিএমএল প্রধান নওয়াজ শরিফ-সহ পাকিস্তানের আরও দুই রাজনৈতিক নেতার কাছে ব্যক্তিগত আবেদন জানাবে তালিবান। শনিবার তেহরিক-ই-তালিবানের এক বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। |