আজকের শিরোনাম
দিলসুখনগরের বিস্ফোরণস্থলে প্রধানমন্ত্রী
বিস্ফোরণের পর আজ হায়দরাবাদে পৌঁছলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আজ সকাল ১১টা নাগাদ বেগমপেট বিমানবন্দরে একটি বিশেষ বিমানে হায়দরাবাদে আসেন তিনি। সেখান থেকে প্রথমে কোণার্ক হলের কাছে এবং পরে পায়ে হেঁটে দিলসুখনগরের বিস্ফোরণস্থল পরিদর্শন করেন মনমোহন সিংহ। তার পর যশোদা হাসপাতালে গিয়ে বিস্ফোরণে আহতদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।
আজ সাড়ে ১২টা নাগাদ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডির সঙ্গে বিস্ফোরণের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বৈঠকে বসবেন তিনি। এ সবের পর তাঁর দুপুরেই দিল্লিতে ফিরে যাওয়ার কথা।

রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
দু’দিনের সফরে রাজ্যে এসে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে বসবেন তিনি। এ রাজ্যের উপকূলবর্তী অঞ্চলের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে তাঁর। এর পর বিধানভবনে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গেও দেখা করবেন শিন্দে। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি জমা দেবেন রাজ্যের কংগ্রেস নেতারা। বিকেলে বিধানভবনেই সাংবাদিক বৈঠক করবেন শিন্দে।

ধোনির প্রথম দ্বিশতরান, কোহলির শতরান, ১৩৫ রানের লিড ভারতের
চেন্নাই টেস্টের তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৩৫ রানের লিড নিয়ে চালকের আসনে ভারত। চিপকের মাঠে ১১৮ বলে ষষ্ঠ টেস্ট শতরানের পর ২৩১ বলে নিজের কেরিয়ারের প্রথম দ্বিশতরানও করলেন ধোনি। দিনের শেষে ভুবনেশ্বর কুমারকে (অপরাজিত ১৬ রান) সঙ্গে নিয়ে মাহি অপরাজিত ২০৬ রানে।
আজ সকালে চিপকের মাঠে সঙ্গী কোহলিকে নিয়ে স্বকীয় ভঙ্গিতেই শুরু করেন সচিন। ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের পর তাঁর প্রথম টেস্টেই পুরনো ম্যাজিক দেখাতে শুরু করেছিলেন তিনি। বলের লাইনে পা নিয়ে আকর্ষণীয় বেশ কিছু শটসও বেরিয়েছে তাঁর ব্যাট থেকে। কিন্তু চেন্নাই টেস্টে শতরানের কাছে এসে ফিরলেন সচিন। প্রথম সেশনে নাথান লিয়ঁ-র স্পিনের ফাঁদে নিজের উইকেট হারালেন ৮১ রানে। এর পর স্বমহিমায় আসর জমান বিরাট কোহলি। সঙ্গী হিসেবে যোগ্য সঙ্গত করেন অধিনায়ক ধোনিও। ব্যক্তিগত ১০৭ রানে কোহলিকে প্যাভিলিওনে ফেরান লিয়ঁ।

মৌলবাদীদের হরতাল উপেক্ষা বাংলাদেশে
মৌলবাদীদের ডাকা ১২ ঘণ্টার হরতাল উপেক্ষা করে শাহবাগ চত্বরে জমায়েত ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। চত্বরের বাইরে বাংলাদেশের অন্যান্য জায়গায় এই হরতালের প্রভাব পড়েনি কোনওভাবেই। বাস-ট্রেন-সহ যান চলাচল রয়েছে স্বাভাবিক। অন্যান্য দিনের মতোই পথে নেমেছেন সাধারণ মানুয। শাহবাগ চত্বরে চিত্রটা অবশ্য গত ১৮ দিনের মতো একই রকমের। মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ নেওয়া জামাতে ইসলামির মতো মৌলবাদী দলকে নিষিদ্ধ করার আহ্বানের স্বপক্ষে চলছে গণস্বাক্ষর অভিযান।

মগরাহাটে পথ দুর্ঘটনায় মৃত ৪
আজ সকালে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শিশু-সহ ৪ জন বাইকআরোহী। দুর্ঘটনাটি ঘটেছে মগরাহাট থেকে তিন কিলোমিটার দূরে বেনিয়াপুকুরে। দুর্ঘটনায় বাইকে সওয়ার ৪ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। বাকি ২ জনকে মগরাহাট হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁদের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.