ভোট চলাকালীন বুথ সংলগ্ন এলাকায় জটলা তৈরির অভিযোগে তৃণমূলের নলহাটি ১ ব্লকের সভাপতি তথা পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান অশোক ঘোষকে আটক করল পুলিশ। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ নলহাটির ১৪ নম্বর ওয়ার্ড এলাকার জগধারী গ্রামে প্রাইমারি স্কুলের বুথের সামনে জটলা তৈরির অভিযোগে অশোকবাবু ও আরও একজনকে আটক করা হয়। |
ঘটনার সময় আধা সামরিক বাহিনীর সঙ্গেই ছিলেন বীরভূমের পুলিশ সুপার মুরলীধর শর্মা। মুরলীধরবাবু বলেন, “ওখানে অনেকেই জটলা করছিলেন। বিশৃঙ্খলা যাতে না হয় তাই দু’জনকে তুলে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।” যদিও অশোকবাবুর দাবি, “আমি নিজের ভাইপোর সঙ্গে গল্প করছিলাম। কিছুই করিনি। এসপি আমাকে কেন তুলে নিয়ে গেলেন বুঝতে পারছি না!” |
নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস উল্টে ৪০ জন জখম হলেন। শনিবার বাঁকুড়া-বর্ধমান রাস্তায়, পাত্রসায়র থানার কাঁটাদিঘি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।
|
অবৈধ পাথর খাদানে ডিনামাইট দিয়ে পাথর ফাটাতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় মৃত বছর পঁয়ত্রিশের দিলীপ হাজরার বাড়ি সাঁওতালডিহির
বহিরা গ্রামে। |