পুস্তক পরিচয় ৩...
জুটির ষাট উত্তম, সুচিত্রা
প্রায় আড়াই দশক ধরিয়া তিরিশটি চলচ্চিত্রে বক্স অফিস কাঁপাইয়া কিংবদন্তি হইয়া আছে যে উত্তম-সুচিত্রা জুটি তাহার হীরক জয়ন্তীর তারিখটি পার হইয়া গেল ২০ ফেব্রুয়ারি। বচ্ছরভর উপলক্ষের সন্ধানে ফিরিয়া বেড়ায় যে বইপাড়া, অকিঞ্চিত্‌কর লেখক কিংবা বিষয়েরও নানা জয়ন্তী উপলক্ষে গ্রন্থপ্রকাশে যাহার বিরাম নাই সেখানেও এই জুটির ষাট বত্‌সরকে স্মরণীয় করিয়া রাখিবার কোনও উদ্যোগ দৃষ্টিগোচর হইতেছে না। ২০ ফেব্রুয়ারি ১৯৫৩ নির্মল দে পরিচালিত ‘সাড়ে চুয়াত্তর’ ছবিটি মুক্তি পায়। ছবিটির জনপ্রিয়তা আজও অমলিন। সেই ছবিতেই প্রথম উত্তমকুমার ও সুচিত্রা সেন জুটির অভিনয় দেখা যায়, যদিও এক বত্‌সর পরে অগ্রদূতের ‘অগ্নিপরীক্ষা’য় ওই জুটির চূড়ান্ত সাফল্য। কিন্তু বঙ্গীয় বইপাড়ায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসের ন্যায় এই হীরক জয়ন্তীও উপেক্ষিত থাকিয়া গেল। সমাজবিজ্ঞান কিংবা মিডিয়া স্টাডিজের দিক হইতে বাঙালি সমাজে এই জুটির অবস্থানটি গভীর ভাবে অদ্যাপি কেহ বিচার করেন নাই। অত গম্ভীর কাজের কথা না হয় ছাড়িয়া দিলাম, হাত বাড়াইলেই যে রহিয়াছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সংগ্রাহকেরা। তাঁহাদের কেহ কেহ তিল তিল করিয়া সযত্নে সংগ্রহ করিয়াছেন উত্তমকুমার-অভিনীত সকল চলচ্চিত্রের পুস্তিকা ও বিবিধ স্মারক। সেই সংগ্রহকে কাজে লাগাইয়া সহজেই প্রকাশিত হইতে পারে দৃষ্টিনন্দন কফিটেবল গ্রন্থ। কেবল হাতের কাছের খবরগুলি রাখা দরকার, আর দরকার নড়িয়া বসা। সঙ্গে জুটির প্রথম ছবির পুস্তিকা-প্রচ্ছদ, সংগ্রাহক বাবু সোমনাথ রায় মহাশয়ের সৌজন্যে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.