পশ্চিমবঙ্গ রাজ্য ভারোত্তোলন সংস্থার উদ্যোগে এবং বুধেন্দ্রনাথ স্মৃতি ব্যায়াম সমিতির পরিচালনায় দু’দিন ধরে ‘সারা বাংলা ভারোত্তোলন প্রতিযোগিতা’ হয়ে গেল আন্দুলের ঝোড়হাটে। ১৬-১৭ ফেব্রুয়ারি প্রতিযোগিতা হয় সমিতি প্রাঙ্গণেই। প্রতিযোগিতায় কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ নানা জেলার মহিলা বিভাগে ২৬ জন ও পুরুষ বিভাগে ৬০ জন যোগ দেন। মহিলা বিভাগে সর্বোচ্চ ৬৪ কেজি বিভাগে প্রথম হন নদিয়ার ডলি দাস। পুরুষ বিভাগে সর্বোচ্চ ৬৯ কেজি বিভাগে প্রথম হন উদ্যোক্তা সংস্থার সদস্য অংশু সিংহ।
|
পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনে বড় রান গড়ার পথে দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাট করে দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছয় উইকেট হারিয়ে ৩৩৪। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ৯৮ রানে অপরাজিত আছেন। এছাড়াও ক্রিজে রয়েছেন ভার্নন ফিল্যান্ডার (২০)। পাকিস্তানের রাহাত আলি তিনটি উইকেট নিয়েছেন।
|
সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তি ব্যাটসম্যান টেস্ট খেলা ছেড়ে দিলে ক্রিকেট খেলাটারই আর কোনও আকর্ষণ থাকবে না বলে মনে করছেন শ্রীলঙ্কার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা।
রণতুঙ্গা এ দিন বলেছেন, “টেস্ট ক্রিকেট হল খেলাটার জ্ঞান অর্জনের জায়গা আর সীমিত ওভারের ক্রিকেটে দর্শক মনোরঞ্জনই প্রধান বিষয়। সচিন ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেওয়ায় আমি খুশি। আমার মনে হয় সচিন চাইলে আরও চার-পাঁচ বছর অনায়াসে টেস্ট ক্রিকেট খেলে যেতে পারবে।”
|
এ বছরের দ্বিতীয় ডব্লিউটিএ ডাবলস খেতাব জেতার দোড়গোড়ায় সানিয়া মির্জা ও তাঁর মার্কিন জুটি বেথানি মাটেক। দুবাই চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে অবাছাই সানিয়ারা অস্ট্রেলীয়-জিম্বাবোয়ান জুটি রোডিওনোভা-ব্ল্যাককে হারান ৬-২, ৭-৫। সানিয়া-বেথানি গত মাসেই ব্রিসবেন ওপেন ডাবলস খেতাব পান।
|
বিশ্ব গল্ফ চ্যাম্পিয়নশিপের গোড়াতেই মহাতারকা পতন। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন বিশ্বের এক নম্বর গল্ফার রোরি ম্যাকলরয় ও কিংবদন্তি গল্ফ প্লেয়ার টাইগার উডস। বিশ্ব গল্ফ র্যাঙ্কিংয়ে ৬৮তম আয়ার্ল্যান্ডের শেন লওরির কাছে হেরে যান ম্যাকলরয়। “বিশ্বের এক নম্বর তারকার বিরুদ্ধে জয়কে কাজে লাগিয়ে আমি আরও এগোতে চাই,” বলেছেন লওরি। অন্য দিকে, চার্লস হাওয়েলের কাছে হেরে যান চোদ্দো বারের মেজর চ্যাম্পিয়ন উডস। “আমরা দুজনেই ভাল খেলেছি। হাওয়েল বেশি ভাল খেলেছে বলেই ও জিতেছে,” বলেছেন উডস।
|
ইউরোপা লিগ থেকে বিদায় নিল লিভারপুল। রাশিয়ার জেনিথ সেন্ট পিটার্সবার্গকে ৩-১ গোলে হারালেও অ্যাওয়ে গোলের ভিত্তিতে জেনিথ ইউরোপা লিগের শেষ ষোলোয় পৌছে গেল। “আমরা এই লড়াইয়ে হেরে গেলাম ঠিকই। তবে সামনের দিকে তাকালে জয়টা আমাদেরই হল,” বলেছেন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স। অন্য দিকে, স্পার্টা প্রাগের বিরুদ্ধে ১-১ ড্র করল চেলসি।
|
মোহনবাগানের অ্যাথলেটিক্স মিট আজ শনিবার সকালে ক্লাবের মাঠে। |