|
|
|
|
টুকরো খবর |
নাবালিকা বিয়ে, ধৃত বাবা, পাত্র
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নাবালিকা বিয়ের অভিযোগ পেয়েছিল প্রশাসন। সেই মতো বাল্য বিবাহ রোধ আইনে গ্রেফতার করা হল নাবালিকা পাত্রীর বাবা ও পাত্রকে। আদালত অবশ্য ধৃতদের জামিনের আবেদন মঞ্জুর করেছে। শুক্রবার মেদিনীপুর আদালতে নববধূর গোপন জবানবন্দিও নেওয়া হয়। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ৮ মার্চ। ওই দিন নববধূর বয়সের প্রমাণপত্র দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। গড়বেতা ১ ব্লকের আখছড়ার বাসিন্দা সাথী মণ্ডলের সঙ্গে গত মঙ্গলবার বিয়ে হয় চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়ায় অমর সার-এর। বৃহস্পতিবার ছিল বৌ-ভাত। কিন্তু, গড়বেতা ১ এর বিডিও বিমলেন্দু দাসের কাছে সাথী এখনও নাবালিকা জানিয়ে অভিযোগ আসে। বৃহস্পতিবার গোয়ালতোড় থানায় অভিযোগ দায়ের করেন বিডিও। তদন্ত শুরু করে পুলিশ। সাথীর পরিবারের পক্ষ থেকে বয়সের কোনও প্রমাণ দেখাতে না পারায়, রাতে গ্রেফতার করা হয় নববধূর বাবা গৌতম মণ্ডল এবং পাত্র অমর সারকে। বাল্য বিবাহ রোধ আইনে মামলা রুজু হয়।
|
নারায়ণগড়ে মিছিল তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
দলীয় কর্মী খুনের প্রতিবাদে নারায়ণগড়ে মিছিল তৃণমূলের। ছবি: রামপ্রসাদ সাউ। |
দলীয় কর্মী খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে নারায়ণগড়ে মিছিল করল তৃণমূল। ছিলেন দলের জেলা সভাপতি দীনেন রায়, ব্লক সভাপতি মিহির চন্দ প্রমুখ। শুক্রবার মেটাল থেকে এই মিছিল শুরু হয়ে শেষ হয় মারকুণ্ডায়। গত শনিবার নারায়ণগড়ের মুড়াবনি গ্রামে চাষ করা নিয়ে সিপিএম-তৃণমূল সংঘর্ষ হয়। উভয়পক্ষের ১২ জন জখম হন। আহতদের মধ্যে উপেন খাটুয়া নামে এক তৃণমূল কর্মীর পরে মৃত্যু হয়। এর জেরে নারায়ণগড় থানার ওসি সুজন রায়কে ‘ক্লোজ’ করা হয়। দলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “যারা ৩৪ বছর ধরে গণতন্ত্রকে হত্যা করল, এখন তারাই বলছে, গণতন্ত্র বিপন্ন। সিপিএম উস্কানি না দিলে আমাদের কর্মীকে খুন হতে হত না।” |
|
|
|
|
|