আজ,শনিবার ভোর থেকে কাল, রবিবার পর্যন্ত জলদাপাড়ায় গন্ডার গণনার কাজ করবেন বন কর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। দলে থাকছে ৪০টি হাতি আর ৪৫০ জন। দুই দিনের ওই গণনার কাজ চালানোর জন্য ২১ ফেব্রুয়ারি থেকে চারদিন জিপ সাফারি এবং হাতি সাফারি বন্ধ রেখেছে বন দফতর। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বনাঞ্চলের পাঁচটি রেঞ্জে ওই গণনার কাজ করা হবে। রেঞ্জগুলিতে ৩৯ টি ব্লক তৈরি হয়েছে। গণনা চলাকালীন এক ব্লক থেকে অপর ব্লকে গন্ডার যাতায়াত করলে তা লক্ষ্য রাখার জন্য ব্লকের মাঝে লাইন চিহ্নিত করা হয়েছে। সেখানেই গণনাকারীরা থাকবেন। তবে ঘাস বনের মধ্যে লুকিয়ে থাকা গন্ডারকে খুঁজে বার করতে অভিজ্ঞ বন কর্মীরা মূলত শালিক পাখির আনাগোনার উপর নজর রাখবেন। ২০১১ সালে গণনায় ১৫৫টি গন্ডারের দেখা মিলেছিল। এবার সংখ্যাটা বাড়বে বলে আশাবাদী বন কর্তারা। জলদাপাড়ার সহকারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সন্তোষ জিয়ার বলেন, “আমরা বছর ভর গন্ডারদের আনাগোনার উপর নজর রাখছি। জঙ্গলে নতুন কোনও গন্ডার জন্মালে তার খবর আসে। সব মিলেয়ে আশা করছি এবার সংখ্যাটা বাড়বে।” বন দফতর সূত্রের খবর, ১৯৬৯ সালে জলদাপাড়াতে গন্ডারের সংখ্যা ছিল ৮০ টি। চোরাশিকারিদের জন্য ১৯৮৫ সালে তা কমে দাঁড়ায় ১৪ টিতে। এক শৃঙ্গি গন্ডারের জন্য বিখ্যাত এই বনাঞ্চল থেকে গন্ডার নিশ্চিহ্ন হওয়া রক্ষা করতে সে সময় বন দফতর গ্রামবাসীদের সাহায্য নেন। জলদাপাড়া জঙ্গলের আয়তন ২১৬৫ হেক্টর। তার মধ্যে ৮০০ হেক্টর ঢাড্ডা, পুরুন্ডি, মাসলা প্রজাতির ৭ থেকে ১০ ফুট উঁচু ঘন ঘাসবনে গন্ডারেরা থাকে।
|
ঝাড়খন্ড সীমান্ত পেরিয়ে ঝালদায় ঢুকে পড়া হাতিদের হানায় জখম হলেন দু’জন। শুক্রবার সকালে ঝালদার কোচাজারা গ্রামে বৃকোদর মাহাতো নামে এক ব্যক্তিকে একটি হাতি শুঁড়ে পাকিয়ে আছাড় মারে। তাঁকে রাঁচির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এ দিন দুপুরে ঝালদার ডুমুরডি গ্রামে ভগীরথ মাহাতো নামের এক ব্যক্তিকে একটি হাতি আছাড় মারে। ঝালদার রেঞ্জ আধিকারিক সমীর বসু বলেন, “এ দিনই ঝাড়খন্ড থেকে ১৩টি হাতির একটি দল এ পাড়ে ঢুকে পড়েছে।”
|
গরুমারা লাগোয়া চাপড়ামারির জঙ্গলে মিলল একটি বাইসনের দেহ। শুক্রবার সকালে ২ নং কম্পার্টমেন্টে টহলরত বনকর্মীরা বাইসনটির দেহটি দেখতে পান।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল একটি হস্তিনী। অন্য দিকে তিন মাসের একটি হাতির শাবককে মৃত অবস্থায় পাওয়া গেল। পরপর দু’টো ঘটনাই ঘটে করবেট জাতীয় পার্কে। রামনগরের বিভাগীয় বন অফিসার পি এস শ্রীবাস্তব জানান, কুসী নদী পারাপার করছিল ২৫ বছরের ওই হস্তিনী। পারাপারের সময়ে বিদ্যুৎ তারের সংস্পর্শে আসায় মৃত্যু হয় ওই হস্তিনীর। অন্য দিকে ওই হাতির শাবকের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। |